ইন্টারকে হারাতে বার্সেলোনাকে যা করতে হবে
Published: 6th, May 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াই মাঠে ফিরছে আজ। সেমিফাইনালের ফিরতি লেগে সান সিরোতে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে ইন্টার মিলান। আগের লেগে অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র করে স্প্যানিশ ও ইতালিয়ান জায়ান্টরা। আজ রাতের খেলাটা দু’দলেরই চ্যাম্পিয়ন্স লিগ পুনরুত্থানের লড়াই। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লীগ শিরোপা ঘরে তোলে বার্সা। এরপর কেটে গেছে ১০ বছর। ইন্টার মিলানের অপেক্ষাটা আরও দীর্ঘ। তারা শেষবার ইউরোপ সেরার তকমা পায় ২০০৯-১০ মৌসুমে। তাই আজ দু’দলই যে মাঠে নিজেদেরকে নিংড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সান সিরোতে আজকের ম্যাচই নির্ধারণ করবে কারা উঠবে ফাইনালে।
বার্সার জন্য ম্যাচটির গুরুত্ব যেমন আকাশচুম্বী, তেমনি কঠিনও। কারণ, আজকের ম্যাচে ইনজুরির কারণে দলে থাকছেন না গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে। তবে স্বস্তির খবর হলো, আক্রমণভাগে ফিরছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি।
ইন্টার মিলানকে হারাতে হলে আজকের ম্যাচে কিছু নির্দিষ্ট কৌশল দারুণভাবে কাজে লাগাতে হবে বার্সেলোনাকে। প্রথমটি হচ্ছে, সেট-পিসে আরও শক্ত হতে হবে। প্রথম লেগে ইন্টারের তিন গোলের মধ্যে দুইটি এসেছিল সেট-পিস থেকে। শারীরিকভাবে শক্তিশালী ও উচ্চতায় এগিয়ে থাকা ইন্টারের খেলোয়াড়দের সামলানো ছিল বার্সার রক্ষণভাগের জন্য কঠিন কাজ, যা আজও হতে পারে।
বার্সাকে আজ সেট-পিস ডিফেন্ডিংয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। রোনাল্ড আরাউহোর মতো শক্তিশালী ডিফেন্ডারকে কাজে লাগানো, কিংবা ছোটখাটো গড়নের খেলোয়াড়দের দিয়ে বিভ্রান্তিমূলক মুভমেন্ট তৈরি করা— এই কৌশলগুলো বিবেচনায় আনতে পারেন কোচ হ্যান্সি ফ্লিক।
চলতি মৌসুমে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের অধীনে সুযোগ তৈরি করতে খুব একটা সমস্যা ভোগ করেনি। তবে সুযোগ যেটাই আসবে সেটাই কাজে লাগাতে হবে। প্রথম লেগেও ইন্টারের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ফিনিশিংয়ের ঘাটতি ছিল স্পষ্ট। আজকের ম্যাচে রাফিনহা, লামিন ইয়ামাল, ফেরান তোরেস এবং দানি ওলমোদের এগিয়ে আসতে হবে। সুযোগ পেলেই নিখুঁতভাবে তা গোলে রূপান্তরিত করতে হবে। তাহলেই ইন্টারের জালে গোলের বৃষ্টি ঘটানো সম্ভব।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতালানদের নিজেদের বিশ্বাস করা। চলতি মৌসুমে বার্সা বারবার দেখিয়েছে, তারা নিজেদের ওপর আস্থা রাখে। প্রথম লেগেই ২-০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করেছে তারা। আজও সেই মানসিকতা বজায় রাখতে হবে। বার্সা যদি মনে করে, তারাই সেরা এবং মাঠে তা ফুটিয়ে তোলে, তাহলে ইন্টার মিলানকেও রুখে দেওয়া কঠিন হবে না।
মোট কথা, সান সিরোতে আজ রাতের ৯০ মিনিট নির্ধারণ করবে, বার্সা কি পারবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনাল অবধি যেতে, নাকি থেমে যাবে সেমিফাইনালেই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র ম ল ন আজক র ম য চ ইন ট র র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
দায়িত্ব পালনে কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না: পিএসসি চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘২০২৪–এর তরুণ প্রজন্ম যে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় কমিশনে কোনো ধরনের বৈষম্য ও অন্যায় হতে দেব না।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান এ কথাগুলো বলেন।
আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী ও আহত ব্যক্তিদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান জুলাই শহীদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনবিসিক নবমসহ বিভিন্ন গ্রেডে নেবে ১৮৫ জন, করুন আবেদন৮ ঘণ্টা আগে