উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াই মাঠে ফিরছে আজ। সেমিফাইনালের ফিরতি লেগে সান সিরোতে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে ইন্টার মিলান। আগের লেগে অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র করে স্প্যানিশ ও ইতালিয়ান জায়ান্টরা। আজ রাতের খেলাটা দু’দলেরই চ্যাম্পিয়ন্স লিগ পুনরুত্থানের লড়াই। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লীগ শিরোপা ঘরে তোলে বার্সা। এরপর কেটে গেছে ১০ বছর। ইন্টার মিলানের অপেক্ষাটা আরও দীর্ঘ। তারা শেষবার ইউরোপ সেরার তকমা পায় ২০০৯-১০ মৌসুমে। তাই আজ দু’দলই যে মাঠে নিজেদেরকে নিংড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সান সিরোতে আজকের ম্যাচই নির্ধারণ করবে কারা উঠবে ফাইনালে।

বার্সার জন্য ম্যাচটির গুরুত্ব যেমন আকাশচুম্বী, তেমনি কঠিনও। কারণ, আজকের ম্যাচে ইনজুরির কারণে দলে থাকছেন না গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে। তবে স্বস্তির খবর হলো, আক্রমণভাগে ফিরছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি।

ইন্টার মিলানকে হারাতে হলে আজকের ম্যাচে কিছু নির্দিষ্ট কৌশল দারুণভাবে কাজে লাগাতে হবে বার্সেলোনাকে। প্রথমটি হচ্ছে, সেট-পিসে আরও শক্ত হতে হবে। প্রথম লেগে ইন্টারের তিন গোলের মধ্যে দুইটি এসেছিল সেট-পিস থেকে। শারীরিকভাবে শক্তিশালী ও উচ্চতায় এগিয়ে থাকা ইন্টারের খেলোয়াড়দের সামলানো ছিল বার্সার রক্ষণভাগের জন্য কঠিন কাজ, যা আজও হতে পারে।

বার্সাকে আজ সেট-পিস ডিফেন্ডিংয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। রোনাল্ড আরাউহোর মতো শক্তিশালী ডিফেন্ডারকে কাজে লাগানো, কিংবা ছোটখাটো গড়নের খেলোয়াড়দের দিয়ে বিভ্রান্তিমূলক মুভমেন্ট তৈরি করা— এই কৌশলগুলো বিবেচনায় আনতে পারেন কোচ হ্যান্সি ফ্লিক।

চলতি মৌসুমে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের অধীনে সুযোগ তৈরি করতে খুব একটা সমস্যা ভোগ করেনি। তবে সুযোগ যেটাই আসবে সেটাই কাজে লাগাতে হবে। প্রথম লেগেও ইন্টারের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ফিনিশিংয়ের ঘাটতি ছিল স্পষ্ট। আজকের ম্যাচে রাফিনহা, লামিন ইয়ামাল, ফেরান তোরেস এবং দানি ওলমোদের এগিয়ে আসতে হবে। সুযোগ পেলেই নিখুঁতভাবে তা গোলে রূপান্তরিত করতে হবে। তাহলেই ইন্টারের জালে গোলের বৃষ্টি ঘটানো সম্ভব।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতালানদের নিজেদের বিশ্বাস করা। চলতি মৌসুমে বার্সা বারবার দেখিয়েছে, তারা নিজেদের ওপর আস্থা রাখে। প্রথম লেগেই ২-০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করেছে তারা। আজও সেই মানসিকতা বজায় রাখতে হবে। বার্সা যদি মনে করে, তারাই সেরা এবং মাঠে তা ফুটিয়ে তোলে, তাহলে ইন্টার মিলানকেও রুখে দেওয়া কঠিন হবে না।

মোট কথা, সান সিরোতে আজ রাতের ৯০ মিনিট নির্ধারণ করবে, বার্সা কি পারবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনাল অবধি যেতে, নাকি থেমে যাবে সেমিফাইনালেই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র ম ল ন আজক র ম য চ ইন ট র র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারলো না বাংলাদেশ নারী ইমার্জিং দল। ৫ উইকেটে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

চট্টগ্রামে মঙ্গলবার (০৬ মে) আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৯ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

টনিক্লিফ ও মার্কশিয়া অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৮৯ রান আসে টনিক্লিফের ব্যাট থেকে। টনিক্লিফের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

আরো পড়ুন:

ড্রেসিংরুমে সেরা ফিল্ডারকে ‘মেডেল’ দিয়ে পুরস্কৃত

গলে-কলম্বোয় দুই টেস্ট বাংলাদেশের, এক মাসের সফরসূচি প্রকাশ

মার্কশিয়ার ব্যাট থেকে আসে ৫০ রান। এ ছাড়া টাকার ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা সর্বোচ্চ ২ উইকেট নেন।

এর আগে সুমাইয়ার ফিফটিতে ভর করে কোনো মতে দেড়’শ পার করে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শারমিন-ইশমা। দুজনের ব্যাট থেকে যথাক্রমে রান আসে ৩৪ ও ২৯।

এ ছাড়া দিশা ১৩, সানজিদা ৪ ও সাথি ৪ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাকার। ২ উইকেট নেন এনজুজা।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ