শীর্ষ দুইয়ে এবারের মৌসুমে দুই ‘ফ্লপ শো’।
ম্যানচেস্টার সিটির জন্য এবারের মৌসুম হতাশার। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার চ্যালেঞ্জ নিতে হবে নিজেদের বাকি তিন ম্যাচে। চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের প্লে–অফ থেকে ছিটকে পড়েছে। লিগ কাপে ছিটকে পড়েছে চতুর্থ রাউন্ড থেকে। এ মৌসুমে সিটির শিরোপা জয়ের সম্ভাবনা শুধু টিকে আছে এফএ কাপে। ১৭ মে ওয়েম্বলিতে ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।
আরও পড়ুনইন্টারের ‘ইয়ামাল-ঠেকাও ফর্মুলা’: দুই নাকি তিন, কতজন লাগবে৫০ মিনিট আগেরিয়ালের অবস্থাও সিটির চেয়ে খুব একটা ভালো নয়। লা লিগার শিরোপাদৌড়ে শেষ পর্যন্ত হয়তো দুইয়ে থেকেই মৌসুম শেষ করতে হবে কার্লো আনচেলত্তির দলকে। হাতে চার ম্যাচ রেখে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। কোপা দেল রে ও সুপার কোপার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। অর্থাৎ বড় কোনো শিরোপা নেই, জেতার মধ্যে শুধু মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।
প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবল ক্লাবের ‘ধান ভানতে’ এই দুই ক্লাবকে নিয়ে ‘শীবের গীত’ কেন? উত্তর—চলতি মৌসুমে ‘ফ্লপ শো’ দেখানো এ দুটি বড় দল বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষ দুইয়ে। অর্থাৎ, মাঠে প্রত্যাশা মেটাতে না পারলেও স্কোয়াড–মূল্যে তাদের ওপরে কেউ নেই। বাংলাদেশের রসিক ফুটবলপ্রেমীরা চাইলে কয়েক বছর আগে নেটে ভাইরাল হওয়া একটি বিজ্ঞাপনের সংলাপ (দামে কম, মানে ভালো) নকল করে বলতে পারেন, এ দুটি ক্লাব দামে আছে মানে নেই।
আরও পড়ুনযে কারণে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে না বার্সেলোনা ও আর্সেনাল২ ঘণ্টা আগেট্রান্সফারমার্কেট জানাচ্ছে, ২৮ খেলোয়াড় নিয়ে সিটির স্কোয়াড, যার মোট দাম ১৩১ কোটি ইউরো (প্রায় ১৮ হাজার ৫৭ কোটি টাকা)। সিটির স্কোয়াডের খেলোয়াড়দের গড় বাজারমূল্য ৪ কোটি ৬৬ লাখ ইউরো করে (প্রায় ৬৪২ কোটি টাকা)।
ট্রান্সফারমার্কেটের হিসাবে, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দলটি সিটির।
তালিকার তিনে আর্সেনাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দায়িত্ব পালনে কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না: পিএসসি চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘২০২৪–এর তরুণ প্রজন্ম যে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় কমিশনে কোনো ধরনের বৈষম্য ও অন্যায় হতে দেব না।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান এ কথাগুলো বলেন।
আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী ও আহত ব্যক্তিদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান জুলাই শহীদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনবিসিক নবমসহ বিভিন্ন গ্রেডে নেবে ১৮৫ জন, করুন আবেদন৮ ঘণ্টা আগে