Prothomalo:
2025-11-17@12:39:49 GMT

অভিভাবকশূন্য বেসিস

Published: 6th, May 2025 GMT

গত ৩০ এপ্রিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করেন। এর পরদিন ১ মে বেসিসের প্রশাসক মুহম্মদ মেহেদি হাসান সহায়ক কমিটি বিলুপ্ত করেন। ৪ মে নির্ধারিত সময়ে (১২০ দিনের মধ্যে) নির্বাচন না করতে পারার কারণে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদি হাসান। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, আগামী ২০ জুলাই চাকরিজীবন থেকে অবসরে যাওয়ার কারণে যাবতীয় সংস্কার শেষ করে বেঁধে দেওয়া ১২০ দিনের মধ্যে নির্বাচন না করার অক্ষমতার কথা। প্রশাসক ও সহায়ক কমিটি না থাকায় বেসিস এখন অভিভাবকশূন্য।

এদিকে দীর্ঘ ১৬ বছর ৮ মাস পর বেসিস থেকে ১ মে পদত্যাগ করেছেন বেসিসের সচিব হাশিম আহমেদ। আজ মঙ্গলবার বেসিস অফিসে গিয়ে দেখা যায়, বেসিস সচিবালয়ে ৩৪ জন কর্মী ইতস্তত ঘোরাফেরা করছেন। কয়েকজন কর্মী প্রথম আলোকে বলেন, ‘মাথার ওপর ছাদ নেই। কী করব আমরা জানি না। একটি অডিট চলছে; কিন্তু ওরা যদি আমাদের কাছে কোনো কাগজ চায়, আমরা দিতে পারব না। আমাদের সেই ক্ষমতা নেই। অনুমতি ছাড়া আমরা কিছু দিতে পারি না। এমন সময় সই করারও কোনো মানুষ নেই। এককথায় আমরা অভিভাবকহীন অবস্থায় আছি।’ আমাদের কাছে মনে হয়েছে গত ২৭ বছরে বেসিসের এমন অবস্থায় আসা একটি বিরল ঘটনা।

সফটওয়্যার প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল প্রথম আলোকে বলেন, ‘একটি শিল্পের ট্রেড বডি হচ্ছে প্রাণ। যারা আমাদের শিল্প নিয়ে কথা বলবে, আমাদের হয়ে কথা বলবে। কিন্তু এই ট্রেড বডিটা এখন ধ্বংসের পথে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আসলে পারেনি এই দায়িত্ব ঠিকমতো পালন করতে। তাদের উচিত ছিল সবাইকে নিয়ে এগোনো। সরকারের যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের কাছে আমাদের কথা পৌঁছানো; কিন্তু তাঁরা সেটি করেননি। আমাদের অনেক সুযোগ ছিল, আমরা সেটি এখনো নষ্ট করছি। বর্তমানে সময়ে বিডাকেন্দ্রিক যে ব্র্যান্ডিং শুরু হয়েছে, বাংলাদেশ সেখানে তথ্যপ্রযুক্তিতে একটি বিশাল উপলক্ষ হতে পারত। সেই সুযোগ আমরা নিতে পারিনি। আমাদের হয়ে সেখানে কেউ কথা বলেননি। যা বলা হয়েছে, সেটি খুব দুর্বল। দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করছি, বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্র্যান্ডিংটা হচ্ছে, বাংলাদেশের এখানে তথ্যপ্রযুক্তি খাতের অবস্থান রাখা উচিত ছিল সবার ওপরে। যেখানে সবার নিচে আছে তথ্যপ্রযুক্তি। আর এটা শুধু ট্রেড বডি দিয়ে সম্ভব। যা সংস্কার দরকার সেটি করে অতি দ্রুত ট্রেড বডি নির্বাচন দিয়ে এবং নতুন একটি নির্বাচিত কমিটিকে এনে তাড়তাড়ি এই শূন্যস্থান পূরণ করা যেতে পারে।’

অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি প্রথম আলোকে বলেন, ‘৪৫ বছর ধরে আইসিটি খাতে কাজ করছি, আমাদের খারাপ লাগাটা একটু বেশিই। বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ও ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিনিধিরা যখন আমাদের নিয়ে কথা বলেন, তখন খারাপ লাগে। আমি অনুরোধ করব, অনেক হয়েছে, এবার নিজেরা নিজেদের খাতটির ক্ষতি না করি।’

বেসিসের একাধিক সদস্য প্রথম আলোকে জানান, বেসিসের সদস্যরা এখানে যার যার অবস্থানে ব্যবসা করে যাচ্ছে; কিন্তু এই সংগঠনে যখন গায়ের জোর বা মাস্তানির একটি প্রভাব পড়ে, সেখানে সংগঠন ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আমরা পিছিয়ে পড়ছি। দ্রুত নির্বাচন দিয়ে একটি সমাধান আনা যেতে পারে। আমরা আসা করব, আমাদের আইসিটি খাতের যাঁরা অভিভাবক আছেন, তাঁরা এটি দ্রুত একটি সমাধানের পথ বের করবেন।

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক খাতের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসেও (বেসিস) পরিবর্তন আসে। গত বছরের ৪ ডিসেম্বর সরকার বেসিস প্রশাসক নিযুক্ত করে। প্রশাসককে সহায়তা করতে ও বেসিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য রাফেল কবিরের নেতৃত্বে গত ৮ ডিসেম্বর বেসিস সহায়ক কমিটি গঠন করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল পদত য গ আম দ র অবস থ

এছাড়াও পড়ুন:

৩০ ঘণ্টা পরও খোলা হয়নি শাহ আমানত হল প্রাধ্যক্ষের কক্ষের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের প্রাধ্যক্ষের কক্ষে আবাসিক শিক্ষার্থীরা তালা দেওয়ার ৩০ ঘণ্টা পর আজ সোমবার দুপুরেও তা খোলা হয়নি। উল্টো আজ শিক্ষার্থীরা প্রধ্যক্ষের কক্ষের নামফলকও সরিয়ে ফেলেন। গতকাল রোববার সকালে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কক্ষে তালা দেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান আলোচনার প্রস্তাবও দিলেও শিক্ষার্থীরা তা ফিরিয়ে দিয়েছেন। নতুন প্রাধ্যক্ষ নিয়োগ ও অভিযোগের সুষ্ঠু তদন্ত ছাড়া আলোচনায় বসবেন না বলে হল সংসদের নেতারা জানিয়েছেন।

আজ দুপুর ১২টার দিকে প্রাধ্যক্ষ অধ্যাপক চৌ ধুরী মোহাম্মদ মনিরুল হাসান হলের গৃহশিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে হলে যান। তিনি হল সংসদের প্রাকর্থীদের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন। তবে আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের নেতারা সেখানে উপস্থিত হননি।

প্রাধ্যক্ষ দেখা করতে চাইলেও হল সংসদের সদস্যরা তাতে রাজি হননি বলে জানান শাহ আমানত হল সংসদের ভিপি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অভিযোগগুলো তদন্ত না হওয়া পর্যন্ত আগের মতো সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। তিনি আরও জানান, দাপ্তরিক কাজ যাতে ব্যাহত না হয়—এ জন্য হলের আরেকটি অফিস কক্ষ খোলা রাখা হয়েছে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক মনিরুল হাসান বলেন, ‘আমি গৃহশিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে হলে গিয়েছিলাম আলোচনায় বসতে। কিন্তু শিক্ষার্থীরা আসেননি। পরে সহউপাচার্যের (একাডেমিক) সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাকে দাপ্তরিক কাজ চালিয়ে যেতে বলেন এবং উপাচার্য চীন সফর শেষে দেশে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।’

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, গতকাল হল সংসদের প্রতিনিধিরা তাঁর কাছে একটি স্মারকলিপি দেন। তিনি সময় চেয়েছেন। তিনি বলেন, ‘আজ প্রাধ্যক্ষ এসে জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও করতে চান। কিন্তু উপাচার্য ও সহউপাচার্য (প্রশাসনিক) অনুপস্থিত থাকায় আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। উপাচার্য দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গতকাল আবাসিক শিক্ষার্থীদের সম্মতিতে হল সংসদের প্রতিনিধিরা প্রাধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা, অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তাঁর কক্ষে তালা দেন। অভিযোগে বলা হয়—হল স্টোরের মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়েছে, দরজা-জানালার মেরামত হয়নি, দ্বিতীয় ডাইনিং চালু হয়নি এবং সাইকেল স্ট্যান্ডসহ মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়নি। এসব অভিযোগ তাঁরা সহ–উপাচার্যের কাছে লিখিতভাবে জমা দিয়েছেন। তবে প্রাধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক কাজই বাজেট ও প্রশাসনিক অনুমোদনের ওপর নির্ভরশীল এবং তিনি নিয়মিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চেষ্টা করছেন।

সম্পর্কিত নিবন্ধ