জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মের্ৎস চ্যান্সেলর হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়েছেন। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটি মন্দা কাটিয়ে উঠতে এবং ডানপন্থী উগ্রবাদ রুখতে চায়। ঠিক তখন মের্ৎসের এই ব্যর্থতা দেশটির রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। এখন দেশটির রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাকে চ্যান্সেলর বানাবে।

গত ফেব্রুয়ারিতে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফ্রিডরিখ মের্ৎসের (৬৯) দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন জয়ী হয়। ক্ষমতায় আসতে সামাজিক গণতান্ত্রিক দলের (এসপিডি) সঙ্গে জোট করেন তিনি।

আজ মঙ্গলবার চ্যান্সেলর বাছাইয়ের নির্বাচন ছিল। এতে পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে ৬৩০ জনের মধ্যে ৩১০ জন সংসদ সদস্যের ভোট পান মের্ৎস। প্রয়োজনীয় ভোটের চেয়ে তিনি ৬ ভোট কম পান। জোটের অন্তত ১৮ জন পার্লামেন্ট সদস্য (এমপি) তাঁকে ভোট দেননি।

যদিও চ্যান্সেলর পদে মের্ৎসের এই কম ভোট পাওয়া মারাত্মক কোনো বিপর্যয় নয়, তবে প্রথম চেষ্টায় তাঁর সমর্থন না পাওয়া যুদ্ধ–পরবর্তী জার্মানিতে একটি নজিরবিহীন ঘটনা। বিশ্বদরবারে জার্মানির নেতৃত্ব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া এই নেতার জন্য বিষয়টি বিব্রতকর।

জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে আগামীকাল বুধবার ফ্রান্স ও পোল্যান্ড সফর করার কথা ছিল মের্ৎসের। কিন্তু নির্বাচনে ব্যর্থতা তাঁর সফরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বার্লিন শাখার প্রধান ইয়ানা পুগলিয়েরিন বলেন, ‘গোটা ইউরোপ আজ বার্লিনের দিকে তাকিয়ে ছিল এই আশায় যে, জার্মানি আবারও স্থিতিশীলতা ও ইউরোপপন্থী শক্তি হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করবে। কিন্তু সে আশা ভেঙে চুরমার হয়ে গেছে। এর প্রভাব শুধু আমাদের সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না।’

আরও পড়ুনজার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার১০ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউর প

এছাড়াও পড়ুন:

দায়িত্ব পালনে কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না: পিএসসি চেয়ারম্যান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘২০২৪–এর তরুণ প্রজন্ম যে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় কমিশনে কোনো ধরনের বৈষম্য ও অন্যায় হতে দেব না।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান এ কথাগুলো বলেন।

আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫

সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী ও আহত ব্যক্তিদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান জুলাই শহীদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনবিসিক নবমসহ বিভিন্ন গ্রেডে নেবে ১৮৫ জন, করুন আবেদন৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ