জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

তিনি বলেছেন, “হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। ফলে উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দে এ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে।”

বুধবার (৭ মে) জবি উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিষয়ক সমস্যা সমাধানে গঠিত কমিটি উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার্থীরা তাদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন।

সভায় ইউজিসি সদস্য বলেন, “শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী সম্পদ বরাদ্দ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।”

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.

মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং কমিটির অন্য সদস্যরা।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আবাসন সংকট নিরসনে প্রশাসন, ইউজিসি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন স্বস্তিতে পড়াশোনা করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “প্রচলিত কাঠামো ভেঙে পরিবর্তন আনার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ইউজিসির বাজেট নয়, অন্যান্য উন্নয়ন প্রকল্পেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সমস য ইউজ স সদস য

এছাড়াও পড়ুন:

নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।”

শুক্রবার (৮ আগস্ট) গুলশানে সমমনা ১২ দলীয় জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে।”

আরো পড়ুন:

চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিল বিএনপি

বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ