গাজীপুরের শ্রীপুরে রেললাইনে ত্রুটি দেখে লাল ওড়না উড়িয়ে সংকেত দিয়ে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন থামিয়েছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বালিয়াপাড়া গ্রামে শ্রীপুর ও কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের লোকজন এসে তাৎক্ষণিক ত্রুটি সারিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

রেলওয়ের কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে জারিয়ামুখী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন আসার আগে বালিয়াপাড়া গ্রামে রেললাইনের একটি অংশে ত্রুটি দেখতে পান ওই গ্রামের এক বাসিন্দা। খবর পেয়ে সেখানে স্থানীয় আরও অনেকেই জড়ো হন। তাঁরা রেললাইনের একটি অংশে ফাটল দেখতে পান। লাইনের একপাশ বিপজ্জনকভাবে উঁচু হয়ে ছিল। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন সে সময় ওই পথে চলাচল করার ট্রেন থামানোর প্রস্তুতি নেন। বলাকা কম্পিউটার এক্সপ্রেস ট্রেন আসার সময় তাঁরা একটি লাল ওড়না দেখিয়ে সংকেত দেন। সংকেত দেখতে পেয়ে ট্রেনটি নিরাপদ দূরত্বে থামিয়ে ফেলেন লোকোমাস্টার। এরপর কাওরাইদ রেলস্টেশন থেকে ট্রেনের কর্মীরা এসে ক্ষতিগ্রস্ত লাইন ঠিক করে ট্রেন চলাচলের উপযোগী করেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো.

সাইদুর রহমান বলেন, ‘শ্রীপুর-কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। অনেক সময় রেললাইনে এমন ফাটল দেখা দিতে পারে। স্থানীয় লোকজনের চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা রোধ করা গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ ন য় ল কজন

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ