নিখোঁজের দুই দিন পর রাজধানীর হাতিরপুল পুকুরপাড় এলাকার একটি গলি থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শাহিন রহমান ওরফে আশু (৪২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, শাহিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়ায়। বাবার নাম আবেদ আলী।

সকালে শাহিন রহমানের লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো.

এমরুল কবির।

স্বজনদের বরাত দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, শাহিন ঢাকার অদূরে টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত মঙ্গলবার শাহিন বাসা থেকে নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে তাঁর সন্ধান না পাওয়ায় পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ কর্মকর্তা এমরুল কবির বলেন, আজ ভোর পাঁচটার দিকে টহল দায়িত্ব পালনের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে খবর দেন, হাতিরপুল পুকুরপাড়ে (ফ্রি স্কুল স্ট্রিট) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্যালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭.৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৭.৬৯ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.৫৫ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৮৫ টাকা।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ