যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী ‘টাইম’ তাদের ২০২৫ সালের ‘বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তি’র তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদকে।

মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার দৃষ্টান্তনির্ভর সমাধানে তাঁর অগ্রণী অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মান দিয়েছে সাময়িকীটি। তাহমিদ আহমেদের নেতৃত্বে আইসিডিডিআরবি অত্যাধুনিক গবেষণা ও জীবন রক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের লাখো মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্ক সুদৃঢ় করেছে।

আজ বৃহস্পতিবার আইসিডিডিআরবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা.

তাহমিদ আহমেদের এই অর্জনের বিষয়টি জানানো হয়।

১৩ মে (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘টাইম ১০০ ইমপ্যাক্ট ডিনার: লিডারস শেপিং দ্য ফিউচার অব হেলথ’ শীর্ষক অনুষ্ঠানে মনোনীত অন্য ব্যক্তিদের সঙ্গে যোগ দেবেন তাহমিদ আহমেদ। টাইমের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, সেখানে তিনি একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য টাইমের সম্পাদকীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও প্রচারিত হবে।

এই অসামান্য স্বীকৃতি পাওয়া উপলক্ষে তাহমিদ আহমেদ বলেন, ‘টাইমের ২০২৫ সালের স্বাস্থ্যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় থাকা অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমার একার নয়, এটি আইসিডিডিআরবির বিজ্ঞানী, কর্মী, বৈশ্বিক অংশীদার ও আমাদের সেবা গ্রহণকারীদের সবার। টাইম আমাকে যে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আশা করি, এ ধরনের স্বীকৃতি অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে, যা যুদ্ধ-সংঘাত নয়, বরং ন্যায়, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার পক্ষে কাজ করবে।’

আইসিডিডিআরবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাহমিদ আহমেদের এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের জন্যও পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখার অনুপ্রেরণা।

এটি টাইমের ২৬ মে ২০২৫ সংখ্যাতেও প্রকাশিত হবে।

টাইমের প্রতিবেদনে ডা. তাহমিদ আহমেদের অবদান সম্পর্কে যা বলা হয়েছে তা হুবহু তুলে ধরা হলো:

ডা. তাহমিদ আহমেদ যখন তাঁর নিজ দেশ বাংলাদেশে মেডিকেল কলেজ থেকে স্নাতক হয়ে রোগী দেখা শুরু করেন, তখন তিনি এক সমস্যার মুখোমুখি হতে থাকেন বারবার। সেই সমস্যার সমাধান তাঁর চিকিৎসা জ্ঞানে পুরোপুরি সমাধান করা সম্ভব ছিল না। ডা. তাহমিদ বলেন, ‘আমি ডায়রিয়া ও অপুষ্টিতে ভোগা রোগীদের চিকিৎসা করতাম। বিশেষ করে শিশুদের চিকিৎসা করা ছিল খুবই হতাশাজনক। শিশুদের মধ্যে কিছু মারা যেত।’ তিনি আরও বলেন, ‘আমাদের সর্বোত্তম প্রচেষ্টা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও খুব বেশি কিছু করার সুযোগ ছিল না।’

তাহমিদ আহমেদ এখন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক। তিনি যখন এখানে তাঁর কর্মজীবন শুরু করেন, তখন তিনি এই সমস্যার একটি সমাধান খুঁজতে মনস্থ করেন। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জেফরি গর্ডনের সঙ্গে একটি সকালের নাশতার টেবিলে তাঁর দেখা হলে সেখানেই একটি সম্ভাব্য সমাধানের পথ উন্মোচিত হয়। গর্ডন তখন গবেষণা করছিলেন কীভাবে মানুষের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া স্থূলতা ও অপুষ্টিতে ভোগা মানুষের ভিন্নতা তৈরি করে। তাঁরা ভাবতে শুরু করেন—এই অণুজীবগুলো কি অপুষ্টির নতুন চিকিৎসার চাবিকাঠি হতে পারে?

ঢাকার বস্তিতে গবেষণা করতে গিয়ে তাহমিদ ও তাঁর সহকর্মীরা একটি বিস্ময়কর বিভাজন খুঁজে পান: কিছু শিশু ছিল সুস্থ, আর কিছু শিশু অপুষ্টি, অস্বাভাবিক স্থূলতায় ভুগছিল। তাহমিদ দেখতে পান যে সুস্থ শিশুদের মধ্যে পার্থক্য গঠিত হয় তাদের অন্ত্রের মাইক্রোবায়োম বা জীবাণু গঠনে। আর এসব জীবাণুকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তাদের খাদ্যাভ্যাস। গর্ডনের সঙ্গে কাজ করে যেসব উপকারী জীবাণু যেগুলো সুস্থ শিশুদের সাহায্য করছিল, তাহমিদ সেগুলো চিহ্নিত করেন। তাহমিদ অনুসন্ধান করে দেখেন—এই জীবাণুগুলোর উৎস ছিল তাদের খাওয়া খাবার। এর মধ্যে আছে তেলাপিয়া মাছ, ছোলা, কাঁচকলা ও চিনাবাদাম।

তবে এই আবিষ্কার বাস্তব সমাধানে রূপ নেয় তখনই, যখন ডা. তাহমিদ একটি স্থানীয় খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি সহজে বিতরণযোগ্য খাদ্যপণ্য তৈরি করলেন। তাঁরা এই খাবারগুলোকে গুঁড়া করে প্রয়োজনীয় ক্ষুদ্র পুষ্টি উপাদানের সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করেন, যাতে ব্যবহার করা হয় উদ্ভিজ্জ তেল। তাহমিদ এই খাবারের পরীক্ষা চালাচ্ছেন ছয়টি দেশে—বাংলাদেশ, ভারত, তানজানিয়া, মালি, পাকিস্তান ও নাইজারে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের যেসব শিশু এই খাবার খাচ্ছে, তারা ওজন ও উচ্চতায় উন্নতি করছে, যাদের সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের তুলনায়।

বিস্তৃত গবেষণার ফলাফল ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় সরকারগুলোকে এই খাদ্যপণ্য অনুমোদন ও ব্যাপকভাবে বিতরণে সহায়তা করবে। তাহমিদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বিপুল। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী প্রায় তিন লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এসব শিশু সুস্থ শিশুদের তুলনায় ৯ গুণ বেশি মৃত্যুঝুঁকিতে আছে। আমাদের এদের জন্য কিছু করা জরুরি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস ড ড আরব র সমস য র আম দ র

এছাড়াও পড়ুন:

দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল, তখন সেই সংশয় কাটিয়ে নতুন মৌসুমে নর্দার্ন সুপারচার্জার্স দলে যুক্ত হলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

দুই তারকাই দলে এসেছেন বদলি খেলোয়াড় হিসেবে। আন্তর্জাতিক দায়িত্বের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইস ও নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার (তিনি খেলতে পারতেন মাত্র দুইটি ম্যাচ)। সেই জায়গায় দলে অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

এর ফলে পরিষ্কার হলো, হান্ড্রেডে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে ভারতের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনো প্রভাব পড়ছে না। এ বছরের শুরুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পষ্ট জানায়, ভারতের বিনিয়োগকারীরা মালিক হলেও, এতে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। তখন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছিলেন, “আমরা জানি, অন্য কিছু লিগে এ ধরনের সমস্যা আছে, কিন্তু হান্ড্রেডে সেটা হবে না।”

আরো পড়ুন:

শাস্তি পেলেন টিম ডেভিড

ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড

তবে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, যখন ২০২৫ মৌসুমের মার্চ মাসে হওয়া ড্রাফটে একজনও পাকিস্তানি ক্রিকেটার দল পাননি। এর পেছনে অবশ্য ব্যাখ্যাও ছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ সফর ও সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজের কারণে পাকিস্তানের সাদা বলের স্কোয়াড ছিল ব্যস্ত। সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং গতবার শহীন আফ্রিদি ও নাসিম শাহের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করাও ছিল বড় কারণ।

নর্দার্ন সুপারচার্জার্সের নতুন মালিক হচ্ছে ভারতের বিখ্যাত মিডিয়া গ্রুপ ‘সান গ্রুপ’। যারা ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

দলে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো— বেন স্টোকস। যদিও তিনি খেলার মাঠে থাকবেন না, তবে থাকবেন পরামর্শক ও দলকে উজ্জীবিত করার ভূমিকায়। কাঁধের চোটের কারণে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্টে না খেলা এই অলরাউন্ডার জানালেন, “আমি দ্য হান্ড্রেডে খেলছি না ঠিকই, তবে দলকে সময় দেব। ডায়েরি-কলম নিয়ে কোচিং করব না, তবে পুনর্বাসনের (রিহ্যাব) সময়টায় পাশে থাকব।”

এই মৌসুমে ইংল্যান্ডের বেশিরভাগ টেস্ট ব্যাটারই থাকবেন টুর্নামেন্টে। যদিও পেসারদের অনেকেই বিশ্রামে থাকবেন। লন্ডন স্পিরিট দলের হয়ে প্রথম ম্যাচে খেলবেন উইকেটকিপার জন সিম্পসন। বিশ্রামে থাকায় খেলবেন না অলিভ পোপ ও জেমি স্মিথ। গ্ল্যামরগানের অলরাউন্ডার ড্যান ডাউথওয়েটও স্বল্পমেয়াদে দলে জায়গা পেয়েছেন।

এছাড়া ম্যানচেস্টার অরিজিনালসে রাচিন রবীন্দ্রর পরিবর্তে মার্ক চ্যাপম্যান এবং ইনজুরিতে পড়া মার্চান্ট ডি ল্যাঞ্জের জায়গায় দলে এলেন ফারহান আহমেদ। আর ট্রেন্ট রকেটসে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডের জায়গায় দু’টি ম্যাচের জন্য খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

দ্য হান্ড্রেড ২০২৫: বদলি খেলোয়াড় তালিকা

লন্ডন স্পিরিট:
- জন সিম্পসন ও ড্যান ডাউথওয়েট (৫ আগস্টের জন্য)

ম্যানচেস্টার অরিজিনালস:
- মার্ক চ্যাপম্যান (৬–১৩ আগস্ট) – রাচিন রবীন্দ্রের পরিবর্তে।
- ফারহান আহমেদ – মার্চান্ট ডি ল্যাঞ্জের পরিবর্তে।
- আমুরুতা সুরেনকুমার – এলা ম্যাককাহানের পরিবর্তে।

নর্দার্ন সুপারচার্জার্স:
- ইমাদ ওয়াসিম (৭–১০ আগস্ট) – মিচেল স্যান্টনারের পরিবর্তে।
- মোহাম্মদ আমির – বেন ডোয়ারশুইসের পরিবর্তে।

ট্রেন্ট রকেটস:
- আকিল হোসেন (১০–১৪ আগস্ট) – জর্জ লিন্ডের পরিবর্তে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১২ আগস্ট
  • জনতা ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩৪.১৯ শতাংশ
  • মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি, পরীক্ষা ৫ বিষয়ের ওপর
  • আজ টিভিতে যা দেখবেন (৭ আগস্ট ২০২৫)
  • খোদ কোরিয়াতেই কমছে কে পপের জনপ্রিয়তা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন
  • আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
  • অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন
  • দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির