গত ৪ মে ‘আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে এয়ার টিকেটের মূল্য কারসাজির অভিযোগ’ শিরোনামে অনলাইনে সংবাদ প্রকাশ করে সমকাল। এর প্রতিবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।
প্রতিবাদপত্রে তিনি লিখেছেন, ট্রাভেল এজেন্ট ব্যবসায় টিকেট সিন্ডিকেটদের পুনঃপ্রতিষ্ঠা করতে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর লক্ষ্য আটাব সভাপতি, মহাসচিব ও কার্যনির্বাহী পরিষদকে সরিয়ে এয়ার টিকেট মার্কেটে পুনরায় তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
আফসিয়া জান্নাত সালেহ দাবি করেন, আটাব সভাপতি ও মহাসচিব কোনো রাজনৈতিক দল, অর্থপাচার বা টিকেট চক্রের সঙ্গে সংশ্লিষ্ট নন। প্রতিবেদনে উপস্থাপিত এমন কোনো চেক বা অর্থ লোপাটের ঘটনা ঘটেনি। আটাবের অর্থব্যয়ের হিসাব ও বিল, ইনভয়েস ও রশিদ রয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
আটাব সংশ্লিষ্টদের অভিযোগ, তথ্য-প্রমাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্যও রয়েছে। কারও সম্মানহানি করার উদ্দেশ্য সমকালের ছিল না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল
বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। তাদের একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে নীরবতা ভাঙলেন ম্রুণাল।
ধানুশের সঙ্গে নাম জড়িয়ে যে গুঞ্জন উড়ছে, সে সম্পর্কে অবগত ম্রুণাল ঠাকুর। শুরুতে এটিকে ‘মজা’ হিসেবে দেখেছেন এই অভিনেত্রী। ‘অনলি কলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর সম্পর্কের বিষয়ে বলেন, “ধানুশ কেবল আমার ভালো বন্ধু।”
আপনার জন্যই কি ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে চেন্নাই থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুশ? এই প্রশ্নের উত্তরে ম্রুণাল ঠাকুর বলেন, “ধানুশ ‘সন অব সরদার টু’ সিনেমার ইভেন্টে অংশ নিয়েছিলেন। এটাকে কেউ ভুলভাবে নেবেন না। কারণ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন।”
আরো পড়ুন:
ব্যর্থ পবন, লোকসান ১৭৩ কোটি টাকা
মুক্তির আগেই রজনীকান্তের সিনেমার আয় ৩৪৬ কোটি টাকা
একাধিকবার একসঙ্গে দেখা গেছে ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল।
এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। মূলত, তারপরই অনেকের মনে প্রশ্ন—তারা কি কেবল বন্ধু, না কি এর চেয়েও বেশি কিছু? ম্রুণাল ‘বন্ধু’ বললেও এখনো নীরব ধানুশ।
তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন তারা। এই দম্পতির দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া।
তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হন। গত বছরের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। তারপর থেকে একা জীবনযাপন করছেন ধানুশ।
ঢাকা/শান্ত