স্লিপারের মাঝামাঝি জায়গায় হঠাৎ করেই রেললাইন ফেটে যায়। ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর বালিয়াপাড়া এলাকার ৩৪০ নম্বর পিলারের কাছাকাছি ফেটে যাওয়া ওই রেললাইনের ওপর দৃষ্টি পড়ে স্থানীয়দের। এরই মধ্যে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ফেটে যাওয়া লাইনের কাছাকাছি চলে আসে। এ সময় ওড়না নিয়ে বিপৎসংকেত দেন মুজিবুর রহমান নামে পঞ্চাশোর্ধ্ব এক কৃষক। দ্রুতগামী ওই ট্রেনচালকের নজর পড়ে ওড়নায়। সঙ্গে সঙ্গে থামিয়ে দেন ট্রেনটি। এতে অল্পের জন্য রক্ষা পান ওই ট্রেনের ১ হাজার ২০০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর-কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বালিয়াপাড়া গোলাঘাটের জিরাতি বাড়ি মোড় এলাকায় স্লিপারের মাঝামাঝি জায়গায় হঠাৎ করেই রেললাইন ফেটে যায়। এ খবর পেয়ে এলাকার লোকজন সেখানে জড়ো হন। এরই মধ্যে বলাকা ট্রেন চলে আসায় বাড়ি থেকে আনা ওড়না উড়িয়ে ট্রেন থামান মুজিবুর রহমান। ঢাকা থেকে জাজিরার উদ্দেশ্যে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সংকেত পেয়ে নিরাপদে থামিয়ে দেন চালক। পরে কাওরাইদ স্টেশন থেকে রেলওয়েকর্মী কর্মী সোহেল রানা এসে ফাটল পরীক্ষা করে সমস্যার সমাধান করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বালিয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে মুজিবুর রহমান বলেন, রেললাইনে ফাটল ধরার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন। পরে দেখতে পান একটি ট্রেন আসছে। তা দেখে বিপদ বুঝতে পেরে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রীর ওড়না এনে সংকেত দেন। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন। বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, মুজিবুর রহমানই প্রথম রেললাইনের ফাটলটি দেখতে পান। পরে তাঁর আত্মীয় শফিকুল ইসলামকে জানান। শফিকুল আবার তাঁর ভাই রফিকুলকে জানান। এভাবে এলাকায় রেললাইনে ফাটল হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। এরপরই বলাকা ট্রেনটি চলে আসে। মুজিবুর তখন
বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর ওড়না নিয়ে এসে সংকেত দেন।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ৩৪০ এর ৪/৫ কিলোমিটার সেকশনে এ ফাটল দেখা দেয়। এলাকাবাসীর সচেতনতার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে। তিনি বলেন, বলাকা ট্রেনে ১২টি বগি
ছিল। প্রতি বগিতে কমপক্ষে একশ জন যাত্রী ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম জ ব র রহম ন ট র নট
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম