স্লিপারের মাঝামাঝি জায়গায় হঠাৎ করেই রেললাইন ফেটে যায়। ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর বালিয়াপাড়া এলাকার ৩৪০ নম্বর পিলারের কাছাকাছি ফেটে যাওয়া ওই রেললাইনের ওপর দৃষ্টি পড়ে স্থানীয়দের। এরই মধ্যে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ফেটে যাওয়া লাইনের কাছাকাছি চলে আসে। এ সময় ওড়না নিয়ে বিপৎসংকেত দেন মুজিবুর রহমান নামে পঞ্চাশোর্ধ্ব এক কৃষক। দ্রুতগামী ওই ট্রেনচালকের নজর পড়ে ওড়নায়। সঙ্গে সঙ্গে থামিয়ে দেন ট্রেনটি। এতে অল্পের জন্য রক্ষা পান ওই ট্রেনের ১ হাজার ২০০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর-কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বালিয়াপাড়া গোলাঘাটের জিরাতি বাড়ি মোড় এলাকায় স্লিপারের মাঝামাঝি জায়গায় হঠাৎ করেই রেললাইন ফেটে যায়। এ খবর পেয়ে এলাকার লোকজন সেখানে জড়ো হন। এরই মধ্যে বলাকা ট্রেন চলে আসায় বাড়ি থেকে আনা ওড়না উড়িয়ে ট্রেন থামান মুজিবুর রহমান। ঢাকা থেকে জাজিরার উদ্দেশ্যে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সংকেত পেয়ে নিরাপদে থামিয়ে দেন চালক। পরে কাওরাইদ স্টেশন থেকে রেলওয়েকর্মী কর্মী সোহেল রানা এসে ফাটল পরীক্ষা করে সমস্যার সমাধান করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 
বালিয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে মুজিবুর রহমান বলেন, রেললাইনে ফাটল ধরার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন। পরে দেখতে পান একটি ট্রেন আসছে। তা দেখে বিপদ বুঝতে পেরে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রীর ওড়না এনে সংকেত দেন। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন। বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, মুজিবুর রহমানই প্রথম রেললাইনের ফাটলটি দেখতে পান। পরে তাঁর আত্মীয় শফিকুল ইসলামকে জানান। শফিকুল আবার তাঁর ভাই রফিকুলকে জানান। এভাবে এলাকায় রেললাইনে ফাটল হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। এরপরই বলাকা ট্রেনটি চলে আসে। মুজিবুর তখন 
বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর ওড়না নিয়ে এসে সংকেত দেন। 
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ৩৪০ এর ৪/৫ কিলোমিটার সেকশনে এ ফাটল দেখা দেয়। এলাকাবাসীর সচেতনতার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে। তিনি বলেন, বলাকা ট্রেনে ১২টি বগি 
ছিল। প্রতি বগিতে কমপক্ষে একশ জন যাত্রী ছিলেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম জ ব র রহম ন ট র নট

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ