বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে নেওয়া হচ্ছে শ্যামনগর থানায়
Published: 11th, May 2025 GMT
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ জনকে শ্যামনগর থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিভারাইন বর্ডার গার্ডের (আরবিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। তিনি বলেন, ৭৮ জনের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন, বাকিরা বাংলাদেশি। তাদের বেশিরভাগের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলায়। রোববার দুপুর ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে নিয়ে লোকালয় অভিমুখে রওনা দিয়েছেন।
এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো.
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে নিয়ে কোস্টগার্ড সদস্যরা রওনা দিয়েছেন। তারা এসব ব্যক্তিদের শ্যামনগর থানায় হস্তান্তর করবেন। পরবর্তীতে নাম-পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, সেই ৭৮ জনের জন্য থানায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে কেন বনের মধ্যে ফেলে যাওয়া হয়েছে, সেসব তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
এর আগে, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একাধিক নৌযানে সীমান্তবর্তী রায়মঙ্গল নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় কোস্টগার্ড সদস্যরা ৭৮ জনকে বাংলাদেশের সুন্দরবনের মান্দারবাড়িয়ার জঙ্গলে ফেলে যায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশি বংশোদ্ভূত বলে অভিযোগ আনা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ শ য মনগর শ য মনগর থ ন ম ন দ রব ড় য় ৭৮ জনক ব এসএফ
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ, দিনাজপুর সীমান্তে ৯ জনকে হস্তান্তর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ৭৮ জন মানুষকে রেখে গেছেন বলে জানিয়েছে বন বিভাগ। পরে বন বিভাগের কর্মীরা আজ শুক্রবার সকালে তাঁদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসেছেন। তাঁরা বাংলাদেশি কি না, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে ভারতে বসবাস করা ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। পরে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় আটক ব্যক্তিদের বিরল থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোর চারটার দিকে বিএসএফ সদস্যরা বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া এলাকায় কয়েকটি স্পিডবোটে আসেন। পরে তাঁরা মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে স্পিডবোট থেকে নামিয়ে রেখে চলে যান। সকাল নয়টার দিকে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে জানানো হয়। শুক্রবার রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পে অবস্থান করছিলেন।
এ বিষয় সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে কর্মরত ৮ আরবিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজিব মুঠোফোনে বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। এটি বঙ্গোপসাগর এলাকায়, এখানে আরবিজি কাজ করে থাকে। তারা বিস্তারিত জানাতে পারবে। তারা বাংলাদেশি কি না, তা যাচাই–বাছাই করে দেখা হবে। তা ছাড়া তাঁদের কী কারণে সুন্দরবনের মধ্যে রেখে যাওয়া হয়েছে, তা–ও দেখা হবে। বিস্তারিত পরে জানতে পারবেন।
আরও পড়ুনবড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি৫ ঘণ্টা আগেএদিকে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাতটায় কিশোরীগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেল–হাজতে পাঠানো হবে।
আরও পড়ুনকমলগঞ্জ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১৫ জনকে পুলিশে হস্তান্তর১ ঘণ্টা আগে