লা লিগা শিরোপার নির্ধারক হতে পারে মৌসুমের শেষ এল ক্লাসিকো। বার্সেলোনার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিক লুইস কম্পানিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামবে রিয়াল ও বার্সা। ওই ম্যাচের একাদশ দিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। 

কার্লো আনচেলত্তির দেওয়া শুরুর একাদশে নেই রদ্রিগো গোয়েস। তার জায়গায় আর্দা গুলারকে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তিনি রাইট উইঙ্গে খেলবেন। তার সঙ্গে আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। 

মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ শুরুর একাদশে জুড বেলিংহাম ও ফেদে ভালভার্দের সঙ্গে দানি সেবায়োসকে রেখেছে। লুকা মডরিচ শুরুর একাদশে জায়গা পাাননি। 

রক্ষণে রিয়াল মাদ্রিদ মূল সংকটে ভুগছে। রক্ষণে বুক আগলে খেলে যাওয়া অ্যান্তোনিও রুডিগার নিষেধাজ্ঞায় পড়েছেন। ডেভিড আলাবা ইনজুরিতে আছেন। যে কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনির সঙ্গে মার্কো অ্যাসেনসিও আছেন সেন্ট্রাল ডিফেন্স সামলানোর দায়িত্বে। রাইট ব্যাকে লুকাস ভাসকেস ও লেফট ব্যাকে ফেরান গার্সিয়াতে রাখা হয়েছে। 

রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ: থিবো কর্তুয়া, লুকাস ভাসকেস, চুয়ামেনি, অ্যাসেনসিও, ফেরান গার্সিয়া, দানি সেবায়োস, ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম, আর্দা গুলার, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এল ক ল স ক

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ