বার্সার বিপক্ষে রদ্রিগোকে বেঞ্চে রেখে একাদশ দিল রিয়াল
Published: 11th, May 2025 GMT
লা লিগা শিরোপার নির্ধারক হতে পারে মৌসুমের শেষ এল ক্লাসিকো। বার্সেলোনার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিক লুইস কম্পানিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামবে রিয়াল ও বার্সা। ওই ম্যাচের একাদশ দিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
কার্লো আনচেলত্তির দেওয়া শুরুর একাদশে নেই রদ্রিগো গোয়েস। তার জায়গায় আর্দা গুলারকে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তিনি রাইট উইঙ্গে খেলবেন। তার সঙ্গে আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র।
মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ শুরুর একাদশে জুড বেলিংহাম ও ফেদে ভালভার্দের সঙ্গে দানি সেবায়োসকে রেখেছে। লুকা মডরিচ শুরুর একাদশে জায়গা পাাননি।
রক্ষণে রিয়াল মাদ্রিদ মূল সংকটে ভুগছে। রক্ষণে বুক আগলে খেলে যাওয়া অ্যান্তোনিও রুডিগার নিষেধাজ্ঞায় পড়েছেন। ডেভিড আলাবা ইনজুরিতে আছেন। যে কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনির সঙ্গে মার্কো অ্যাসেনসিও আছেন সেন্ট্রাল ডিফেন্স সামলানোর দায়িত্বে। রাইট ব্যাকে লুকাস ভাসকেস ও লেফট ব্যাকে ফেরান গার্সিয়াতে রাখা হয়েছে।
রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ: থিবো কর্তুয়া, লুকাস ভাসকেস, চুয়ামেনি, অ্যাসেনসিও, ফেরান গার্সিয়া, দানি সেবায়োস, ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম, আর্দা গুলার, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এল ক ল স ক
এছাড়াও পড়ুন:
মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা
সরকারের কাছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার ক্ষমতা চেয়েছেন সিভিল সার্জনরা। তাঁরা মনে করেন, অবৈধ ক্লিনিক ও ল্যাবরেটরি, ভুয়া চিকিৎসক, দালাল চক্র ও ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে তাঁদের সীমিত আকারে এই ক্ষমতা দেওয়া জরুরি। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তায় আনসার বা ‘স্বাস্থ্য পুলিশ’ দেওয়ার প্রস্তাব করেছেন তাঁরা।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সিভিল সার্জনদের পক্ষ থেকে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।
দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের আদলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সম্মেলনে সারা দেশের সিভিল সার্জনরা অংশ নিয়েছেন। উদ্বোধনের পর দুই দিনব্যাপী সম্মেলনের কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জনদের পক্ষ থেকে সরকারের কাছে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরেন ঢাকার জেলার সিভিল সার্জন মো. জিল্লুর রহমান। তিনি বলেন, প্রতিটি হাসপাতালে নিরাপত্তার অভাবে স্বাস্থ্যকর্মীরা প্রায়ই হুমকির মুখে পড়েন। এ জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি হাসপাতালে আনসার বা ‘স্বাস্থ্য পুলিশ’ মোতায়েন করা জরুরি।
সম্মেলনে সারা দেশের সিভিল সার্জনরা অংশ নিয়েছেন