শেয়ারবাজারের চলমান সংকট নিরসনে বিদেশি পরামর্শক দিয়ে সংস্কার করাসহ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পাঁচ নির্দেশনা ইতিবাচক। বিশেষত বহুজাতিক এবং বেসরকারি খাতের বড় এবং ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে শেয়ারবাজারের উন্নতি হবে। তবে এগুলো মধ্য এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ। পরবর্তী রাজনৈতিক সরকার এসব পদক্ষেপ এগিয়ে নেবে কিনা, তা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন মত পাওয়া গেছে। 
জানতে চাইলে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো.

সাইফউদ্দিন সমকালকে বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্তের সবগুলোই মধ্য ও দীর্ঘমেয়াদি ইস্যু। সরকারপ্রধান যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়ে অনেক আগে থেকে সুপারিশ করা হচ্ছে।  

দেশের অন্যতম ব্রোকারেজ হাউসের এই প্রধান নির্বাহী বলেন, আগে কোনো সরকারের আমলে শেয়ারবাজার তেমন গুরুত্ব পায়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেছেন, যা বেশ আশাব্যঞ্জক। তবে সব অংশীজনের সঙ্গে আলোচনার পর  বৈঠকটি হলে সমস্যা সমাধানে আরও কার্যকর হতো। তার পরও ভালো শেয়ারের জোগান বাড়ানো ও বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে সংস্কার প্রস্তাব তৈরির বিষয়টি ইতিবাচক এবং এর দীর্ঘমেয়াদি সুফল আছে। তিনি বলেন, সরকারপ্রধান যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়ন হবে বলে তারা আশা করেন। 
ঢাকা স্টক এক্সচেঞ্জের আরেক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সমকালকে বলেন, এসব সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়ন করা গেলে ভালো হবে। ২০০৭ সালের অন্তর্বর্তী সরকারও ভালো শেয়ারের জোগান বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু  রাজনৈতিক সরকার তা বাস্তবায়ন করেনি।

এদিকে বিদেশিদের নিয়ে সংস্কার করার প্রধান উপদেষ্টার নির্দেশনার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স আর কাজ করবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, কমিশন গঠিত টাস্কফোর্স এখনও বাতিল করেনি। এটি কাজ করছে। 
টাস্কফোর্সের সদস্য ড. আল-আমীন মনে করেন, বিদেশিদের দিয়ে সংস্কার  করার বিষয়টি হয়তো ‘অপশন’ রাখার মতো বিষয়। তাঁর মনে হয়, এর দরকার পড়বে না। তিনি সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা যেসব নির্দেশ দিয়েছেন, তা টাস্কফোর্সের ইতোমধ্যে দেওয়া সুপারিশে আছে। তিনি মনে করেন, টাস্কফোর্সের সুপারিশগুলো সরকার আমলে নিয়েছে।
টাস্কফোর্সের অপর এক সদস্য মাজেদুর রহমান মনে করেন, শেয়ারবাজার সংস্কারে এমন কিছু বিষয় আছে, যা খুবই উচ্চ পর্যায়ের পেশাদারদের দিয়ে করা উচিত। এ ক্ষেত্রে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান হলে ভালো হয়। তিনি বলেন, শেয়ারবাজারকে ঠিক করতে হলে বড় ধরনের ‘ঝাঁকুনি’ দিতে হবে। নিয়ন্ত্রক সংস্থা থেকে ব্রোকার পর্যন্ত প্রতিটি পর্যায়ে বড় সংস্কার করতে হবে। এখন জবাবদিহির সংকট রয়েছে। দায় এবং জবাবদিহি নিশ্চিত না হলে কোনো সমস্যার সমাধান হবে না।

বাজার পরিস্থিতি
সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকের পরদিন গতকাল সোমবার ডিএসইতে ১৫৮টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ৪৬টির। তবে তালিকাভুক্ত ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০টির দর বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪৯২১ পয়েন্ট ছাড়িয়েছে। এ ক্ষেত্রে ব্যাংক এবং বীমা খাতের শেয়ারদর বৃদ্ধি মূল ভূমিকা রেখেছে। তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে পাঁচটির দর কমার  বিপরীতে ২৭টির দর বেড়েছে। ব্যাংক এবং বীমা খাতের শেয়ারদর বৃদ্ধির বিপরীতে জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতের বেশির ভাগ শেয়ার দর হারিয়েছে। এদিকে গতকালের তুলনায় লেনদেন ২ কোটি টাকা কমে ৩৬৪ কোটি টাকায় নেমেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র শ য় রব জ র পর য য় র সরক র র

এছাড়াও পড়ুন:

২৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় বৃদ্ধি

পুঁজিবাজারের সদস্যভুক্ত ২৮টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তাদের নেতিবাচক ইকুইটি ও অবাস্তব লোকসান সমন্বয়ের জন্য অতিরিক্ত সময়সীমা শর্তসাপেক্ষে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তালিকায় রয়েছে স্টকব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকসহ একাধিক বাজার মধ্যস্থতাকারী।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট প্রকাশ

নর্ডিক বাজারে রেনাটার আমান্টাডিন ওষুধ উন্মোচন

এতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯ নভেম্বর ৯৮২তম ও ১৩ নভেম্বর ৯৮৪তম কমিশন সভায় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের কাছে দাখিল করা বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনা করে ২৮টি বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানগুলো হলো: এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ইউসিবি স্টক ব্রোকারেজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শাহজালাজ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, জিএসপি ইনভেস্টমেন্ট, অগ্রণী ইক্যুইটি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল, ইসি সিকিউরিটিজ, যমুনা ব্যাংক ক্যাপিটাল, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ, ফিনিক্স সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, এসবিএল ক্যাপিটাল, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট, ইবিএল ইনভেস্টমেন্ট এবং এমটিবি ক্যাপিটাল।

স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন ও সমন্বয়ের সময়সীমা কিছু শর্তসাপেক্ষে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে বর্ধিত সময়ে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতিসংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা থাকবে। এ-সংক্রান্ত কমিশনের আদেশ কমিশনের ওয়েবসাইটের ‘সিকিউরিটিজ ল’ মেনুর ‘সিকিউরিটিজ ল, রুলস, রেগুলেশনসS’ সাব মেনুতে পাওয়া যাবে।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, ৮ দাবি পেশ
  • বেক্সিমকো সিকিউরিটিজের সনদ নবায়ন বাতিল
  • ২৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় বৃদ্ধি