দেশের বাজারে টেকনোর নতুন দুই ল্যাপটপ
Published: 15th, May 2025 GMT
দেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস মডেলের ল্যাপটপ এনেছে টেকনো। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ল্যাপটপ দুটিতে ইন্টেলের ১৩তম প্রজন্মের ও এএমডি রাইজেন প্রসেসর থাকায় একই সঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপ দুটির দাম যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা ও ৬৩ হাজার টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেগাবুক টিওয়ান ১৪ মডেলের ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ৬৫ ওয়াট জিএএন সুপার–ফাস্ট চার্জার থাকায় ল্যাপটপটি দ্রুত চার্জ করা যায়। ল্যাপটপটির ব্রাইটনেস ৩০০ নিটস এবং অ্যাসপেক্ট রেশিও ১৬ বাই ১০, ফলে সহজেই উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো ভোক সাউন্ড সিস্টেমের পাশাপাশি ল্যাপটপটিতে ডিটিএস এক্স আলট্রা ইমারসিভ সাউন্ডের সুবিধাও রয়েছে।
মেগাবুক কে১৬এস মডেলের ল্যাপটপেও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা ও ১৬ গিগাবাইট র্যাম রয়েছে, যা চাইলে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। শক্তিশালী ব্যাটারিযুক্ত ল্যাপটপটিতে ডিটিএস স্পিকারসহ টেকনো পিসি ম্যানেজার থাকায় দ্রুতগতিতে বিভিন্ন কাজ করা যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ল য পটপ ল য পটপট গ গ ব ইট
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা