জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী ১১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘোষণা করা উচিত হবে না। এটি সরকারের দায়িত্ব। আমরা আশা করি, সরকার দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত কর্মসূচির আওতায় থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, শহীদদের কবর জিয়ারত ও পরিবার-আহতদের সঙ্গে মতবিনিময়, শাখাভিত্তিক বিক্ষোভ মিছিল, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন, সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা, লাইব্রেরি প্রতিষ্ঠা, পডকাস্ট, বিশেষ সাহিত্য প্রকাশনা, প্রকাশনা প্রদর্শনী ও অনলাইন ক্যাম্পেইন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতিতে লিপ্ত, তখন ছাত্রশিবির জুলাই স্পিরিট ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান হয়েছিল, সেই অনুযায়ী এখনো দেশ পরিচালিত হচ্ছে না। তিনি বলেন, আজও সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে রয়েছেন এবং পূর্বের মতোই দেশ পরিচালনা করছেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র করছে। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র মানবে না উল্লেখ করে তিনি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে দলীয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুরে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগ উঠেছে মেহেদী হাসান তুষার নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীরা তাকে জামায়াতের কর্মী হিসেবে দাবি করেছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তুষার তাদের কোনো পর্যায়ের সদস্য নন। 

অভিযুক্ত তুষার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাহার ভেন্ডারের ছেলে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।

কৃষক লীগ কর্মী শরিফুল ইসলামের অভিযোগ, তুষার নিজেকে জামায়াত কর্মী পরিচয় দিয়ে তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করেন। পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও মামলার হুমকি দিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করেন তুষার। বিষয়টি নিয়ে কয়েকবার সমঝোতার চেষ্টা করেও লাভ হয়নি। বর্তমানে তুষার তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।

আরো পড়ুন:


Notice: Undefined variable: rsContent in /var/www/risingbd.com/details.php on line 707

Notice: Trying to access array offset on value of type null in /var/www/risingbd.com/details.php on line 707

ইসলামী দলগু‌লোর ঐক‌্যবদ্ধ নির্বাচনে ইসলামপন্থিরাই রাষ্ট্র ক্ষমতায় আস‌বে: রেজাউল করীম

জুলাই অভ্যুত্থান: জামায়া‌তের ৩৯ দিনের কর্মসূচি

এদিকে, তুষারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন সাবেক স্কুল শিক্ষক আবুল হোসেন। তার অভিযোগ, “বাহার ভেন্ডারের ছেলে তুষার কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে বাগবাড়ি এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যান। রসুলগঞ্জ থেকে আরো ভেতরের নদীর পাড়ে আমাকে চার ঘণ্টা আটক রেখে ১ লাখ ৪৭ হাজার টাকা আদায় করেন তুষার। কথা ছিল, আমাকে ছেড়ে দেবেন। তবে, ছেড়ে না দিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের সামনে এনে পুলিশ ডেকে তাদের কাছে তিনি আমাকে তুলে দেন।” 

তিনি আরো বলেন, “এ ঘটনায় আমার স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে তুষারের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আমাকে হয়রানি ও টাকা আত্মসাতের ঘটনায় তুষারের বিচার চাই।”

সম্প্রতি ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলার খসড়া এজাহার বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে রয়েছেন লক্ষ্মীপুর শহরের বহু মানুষ। অনেকে আশঙ্কা করছেন, এ তালিকা বানিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে, যার মূলহোতা তুষার বলে মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, তুষার প্রভাব বিস্তার করে নিরীহ লোকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেন।

জামায়াত সম্পৃক্ততা জানতে চাইলে মেহেদী হাসান তুষার বলেন, “আমি জামায়াত নেতা বা কর্মী সেটা সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাবে।” 

মামলার খসড়া এজাহার সম্পর্কে তিনি বলেন, “এজাহারের বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অন্য যে অভিযোগগুলো আনা হয়েছে তাও মিথ্যা। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালাচ্ছে।”

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ রুহুল আমিন ভূঁইয়া বলেন, “তুষারের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনেছি, তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। তিনি জামায়াতের কেউ না। তিনি জামায়াতের কর্মীও না, কোনো দায় দায়িত্বেও নেই। তিনি যদি জামায়াতের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”

লক্ষ্মীপুর মডেল থানার ওসি মো: আব্দুল মোন্নাফ বলেন, “যে এজাহারটি ঘুরপাক খাচ্ছে সেটি ভুয়া। চাঁদা দাবির বিষয়ে আমাদের কাছে এমন কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থ নেব।” 

তিনি বলেন, “সাবেক এক শিক্ষকের দায়ের করা চাঁদাবাজি মামলায় তুষারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বর্তমানে উচ্চ আদালত থেকে তিনি জামিনে আছেন।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান
  • কুড়িগ্রামে ভাসমান তেল ডিপো চালুর দাবিতে মানববন্ধন
  • ‘চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
  • লক্ষ্মীপুরে দলীয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
  • সিদ্ধান্ত বাতিল না হলে ৫ আগস্টের পর নতুন কর্মসূচি