দেবীগঞ্জে দেড় কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, যুবক গ্রেপ্তার
Published: 16th, May 2025 GMT
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করে নীলফামারী র্যাব-১৩ এর একটি দল। ছিদ্দিক দেবীগঞ্জের পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার ছিদ্দিক মূর্তিটি ভারতে পাচার করতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছিল। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ছিদ্দীক তার শ্বশুর মুকুলের বাড়িতে মূর্তিটি এনে রাখে এবং ভারতে পাচারের জন্য সুযোগ খুঁজছিল। একপর্যায়ে র্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে শ্বশুরবাড়ির বাড়ির ভেতরেই ধরে ফেলেন এবং বস্তার ভেতর থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ঘটনায় নীলফামারী র্যাব-১৩ এর পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন।
দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ শুক্রবার তাকে আদালতের পাঠানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বক গ র প ত র
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী