গতকাল পরিচালক আরি অ্যাস্টার-এর নতুন চলচ্চিত্র ‘এডিংটন’  এর প্রিমিয়ার উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দীর্ঘ ১৭ বছর পর আবারও দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। শুভ্র পোশাকে এ সময় তিনি ছিলেন সত্যিকার অর্থেই নজরকাড়া।

 এবার উৎসবের ৭৮তম  এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’  এ তিনি অভিনয় করছেন সম্মানজনক ভূমিকা—শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে। 

লাল গালিচায় জোলি হাজির হন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। তার লুকটি পরিপূর্ণ করেন শপার্ডের হীরার গয়নায় সাজানো এক রাজকীয় সেট, যা তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

অ্যাঞ্জেলিনা জোলির এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। কারণ, ২০০৮ সালে তিনি শেষবারের মতো এই লাল গালিচায় হেঁটেছিলেন—তাও ছিলেন তাঁর যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তাঁর পাশে ছিলেন ব্র্যাড পিট, আর পরেছিলেন তিনি ফরাসি ব্র্যান্ড জেরার দারে-র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন।

তাঁর এবারের উপস্থিতি যেন সেই স্মরণীয় মুহূর্তেরই এক গৌরবময় পুনরাবৃত্তি—যেখানে গ্ল্যামার, ইতিহাস আর চলচ্চিত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা একত্রিত হয়ে তৈরি করেছে এক অসাধারণ আবহ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি

এবারের কানে চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ‘Mission: Impossible — The Final Reckoning’-এর প্রিমিয়ারে অভিনেত্রী হ্যালি বেরি নতুন নিয়মের সঙ্গে তাল মিলিয়ে নজর কাড়লেন অনন্য এক স্টাইলে। শুরু থেকেই উৎসব কর্তৃপক্ষ এবার বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করেছে। যেমন অতিরিক্ত লম্বা ট্রেনযুক্ত গাউন বা অতিরিক্ত খোলামেলা পোশাক নিষিদ্ধ। ফলে বেরিকে শেষ মুহূর্তে তার পোশাক পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। 

এই নতুন পরিস্থিতিতে বেরি বেছে নেন ডিজাইনার Celia Kritharioti-এর তৈরি একটি কাঠামোগত হাই-লো কাটের গাউন। এর উপরের অংশ ছিল কালো রঙের, স্ট্র্যাপলেস ও সুগঠিত, আর নিচের অংশে ছিল একটি পিঙ্ক জিঞ্জার প্রিন্টের ভলিউমিনাস স্কার্ট, যা ছিল  গোড়ালির খানিক ওপর পর্যন্ত। 

জুতোগুলি ছিল কালো রঙের, পয়েন্টেড টো এবং উঁচু স্টিলেটো হিলে তৈরি। বিশেষ আকর্ষণ ছিল তার মুক্তার মতো চকচকে  ডিজাইনের অ্যাঙ্কল স্ট্র্যাপ, যা তার লুকের মাঝে এনে দিয়েছে  চমকপ্রদ ছোঁয়া। সাধারণত কান উৎসবের লম্বা গাউনের নিচে জুতো লুকিয়ে থাকে, কিন্তু বেরি এবার ব্যতিক্রমীভাবে জুতোকেই দারুণভাবে প্রদর্শন করলেন। 

ছিল পরিমিত গহনা। শুধু একটি ঝলমলে ওপাল রঙের স্টেটমেন্ট নেকলেস। মেকআপ ছিল উষ্ণ টোনে। ব্রোঞ্জ আইশ্যাডো, সফট ম্যাট লিপস্টিক এবং হালকা কনট্যুরড গাল। চুল ছিল হালকা কোঁকড়ানো প্লে-ফুল বব কাটে, যা পুরো লুককে করে তোলে আরও তরতাজা ও আধুনিক।

 গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদে ১০ দিনের ছুটির ভালো-মন্দ
  • ১৭ বছর পর লাল গালিচায় হয়ে উঠলো জোলিময়
  • কানে নতুন পরিচয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট, নজর কাড়লেন ফটোকলে
  • নতুন পরিচয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট, নজর কাড়লেন ফটোকল ইভেন্টে 
  • মধুখালীর আগাম লিচুতে খরার ধাক্কা, তবু চাষিদের মুখে উৎসবের হাসি
  • পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইবে-এ’ ক্যাম্পেইন
  • নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি