স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে নতুন কোনো দিকনির্দেশনা পাইনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তাবিদ ফরহাদ মজহার। তিনি বলেন, ‘স্বাস্থ্য কমিশনের যে প্রতিবেদনটা আমরা পেয়েছি, এখানে এমন কোনো দিকনির্দেশনা পাই না, যে দিকনির্দেশনার মাধ্যমে আমরা নতুন একটা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে চিন্তা করতে পারি।’

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ফরহাদ মজহার বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়ার জায়গা। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে আমাদের (সরকার) কোনো মনোযোগ নেই। শুধু এই উপমহাদেশ নয়, সমগ্র বিশ্বে সবচেয়ে সেরা হাসপাতাল হতে পারে এই সরকারি হাসপাতালগুলো। এটা করবার কোনো ইচ্ছে এই সরকারের নেই।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের মর্ম হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া।  তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ যদি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে দেশের প্রাতিষ্ঠানিক যেসকল উদ্যোগ নেয়া দরকার, সেগুলো জনগণ নিতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট যেসব কমিশনগুলোতে নেই, সেগুলো আমরা ছুড়ে ফেলে দিবো।  

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এগুলো ভুয়া কথা। আন্তর্জাতিক ক্ষেত্রে এগুলোর কোনো অন্তঃসার নেই। রাষ্ট্র এখন একান্তই বহুজাতিক কোম্পানির হাতিয়ার। আপনি (সরকার) বন্দর দিয়ে দেবেন, আপনি প্রাইভেট কোম্পানিগুলোকে সব দিয়ে দেবেন। আপনি বিনিয়োগ আনবেন। বিনিয়োগ তো পরের কথা! আগে দেশটা গঠন করেন।’

ফরহাদ মজহার বলেন, ‘স্বাস্থ্য সম্পর্কে আমাদের মতাদর্শিক মারাত্মক বিভ্রান্তি রয়েছে। স্বাস্থ্য মানে মেডিকেলাইজেশন নয়। পুরো কৃষি ব্যবস্থা আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ফলে কৃষি ব্যবস্থার সংস্কার জরুরি। মতাদর্শিকভাবে স্বাস্থ্য কী, সেটা আমরা জানি না। এটা আামদেরকে জানতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থান পর আমাদেরকে ডিফাইন করতে হবে আমরা স্বাস্থ্য বলতে কী বুঝি। একবার যদি আমরা বুঝতে পারি, তখন নিঃসন্দেহে একটা গণকমিশন, আমাদের কী ধরনের সংস্কার প্রয়োজন, কীভাবে আমরা নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব; তার একটা দিক আমরা খুঁজে পাবো।’     
    
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুস্বাস্থ্যের বাংলাদেশ-এর আহ্বায়ক ডা.

কাজী সাইফুদ্দিন বেননুর। সুস্বাস্থ্যের বাংলাদেশ-এর সদস্য সচিব ডা. মো. শামীম হায়দার তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, তামাক বিরোধী নারী জোটের (তাবিনাজ) পরিচালক সীমা দাস শিমু, ভাববৈঠকি'র মূল সংগঠক মো. রোমেল।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফরহ দ মজহ র ফরহ দ মজহ র ব যবস থ আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

বুধবার (১ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছি দলটি।

আরো পড়ুন:

দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি, জানালেন নাসীরুদ্দীন

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে ‘সর্বাত্মক প্রতিরোধ’ এর ব্যাখ্যা জানতে চাই আমরা। ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে আওয়ামী গণহত্যাকারী লীগ কর্তৃক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতাদেরকে নানা সময় নিজ এলাকায় প্রবেশে বাধাপ্রদান, হুমকি-ধমকি ও হামলা করা হতো। আমরা দৃঢ়ভাবে বলছি, যারা সেই একই কায়দার রাজনীতি আবার ফেরত আনার চেষ্টা করবে, তারা জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হবে। উল্লেখ্য, ইতিপূর্বে গত রমজানেও চাঁদপুরে নিজ উপজেলায় ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকির শিকার হন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কারো রাজনৈতিক মতামতের প্রতিক্রিয়ায় তার নিজ এলাকাতে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা কোনো রাজনৈতিক আচরণ নয়; বরং হুমকিমূলক ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। রাজনৈতিক মন্তব্যকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে; ত্রাস ও হুমকি দিয়ে নয়। ত্রাস ও হুমকি-ধমকি মূলত রাজনৈতিক পরাজয় প্রকাশ করে।

বিবৃতিতে এনসিপি আরো বলেছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এমন উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আগামীর বাংলাদেশে যারাই হামলা-মামলা ও ত্রাসের রাজনীতি করবে, তারাই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খান
  • প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে: ফারুক
  • ১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 
  • গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
  • নির্বাচিত সরকার না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি: আমীর খসরু
  • অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • ড. ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা
  • গ্রামীণ ব্যাংক ও রাষ্ট্র চালানো এক জিনিস না: ফরহাদ মজহার
  • জুলাই গণঅভ্যুত্থান সাংস্কৃতিক ভিন্নতাকে শক্তিতে রূপান্তর করেছে: সংস্কৃতি উপদেষ্টা