বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সংগঠনটির মহানগর কমিটির মুখপাত্র থেকে বহিষ্কৃত ফাতেমা খানম লিজা। আজ রোববার লিজার পক্ষে এ নোটিশ দেন আইনজীবী মোহাম্মদ মঞ্জুরুল হক।

নোটিশে উল্লেখ করা হয়েছে- ফাতেমা খানম লিজার বিরুদ্ধে মাদক সেবন ও অসামাজিক জীবনযাপনের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার কোনো প্রমাণাদি নেই। প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ চরিত্রহরণের সামিল। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আইনে তা অপরাধেরও সামিল। পাশাপাশি লিজাকে বহিষ্কারাদেশের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে গণমাধ্যমে প্রচার করাও আইনবিরোধী। লিজাকে বহিষ্কারের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সংগঠনের আইন পরিপন্থিভাবে বহিষ্কারাদেশ করা হয়েছে, তাই নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে উক্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার পূর্বক সোশ্যাল মিডিয়াসহ যাবতীয় গণমাধ্যমে তা প্রত্যাহার আদেশ প্রচার করার পরামর্শ দেওয়া হয় নোটিশে। অন্যথায় নোটিশ গ্রহীতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়। 

প্রসঙ্গত, গত শনিবার মাদক সেবন, অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়। মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন সাক্ষরিত আদেশে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। এরপরই এটিকে অযৌক্তিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেন লিজা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সদস যসচ ব

এছাড়াও পড়ুন:

স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।

তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।

সম্পর্কিত নিবন্ধ