মা দিবসে গাইনকলজিস্ট মায়েদের সম্মানে ব্যতিক্রমী আয়োজন
Published: 19th, May 2025 GMT
মা দিবস উপলক্ষে দেশের গাইনকলজিস্ট মায়েদের সম্মানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক শ্রদ্ধা ও আনন্দঘন আয়োজন ‘ডি-জেস্ট প্রেজেন্টস রত্নধারিনী। রোববার দুপুরে রাজধানীর অভিজাত ঢাকা ক্লাব-এর স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা.
অ্যাকমি'স গাইনোকেয়ারের পৃষ্ঠপোষকতায় এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক এবং নারী বিষয়ক সংস্কার কমিশন এর সদস্য ডা. হালিদা হানুম আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওজিএসবি-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী এবং অধ্যাপক ডা. রওশন আরা বেগম।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের গাইনকলজিস্ট মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন—যারা একদিকে রোগীর সেবা ও অন্যদিকে পরিবারের প্রতি কর্তব্য পালনের কঠিন ভার বহন করে চলেছেন। তাদের এই দ্বৈত ভূমিকা, আত্মত্যাগ এবং ভারসাম্যের কাহিনী তুলে ধরতে অনুষ্ঠানে প্রচারিত হয় মা দিবস বিশেয়ক বিশেষ ভিডিও, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ জিয়াউদ্দিন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান, যারা গাইনকলজিস্টদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই শ্রেণির চিকিৎসকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র, যা অনুষ্ঠানে আনন্দের এক বিশেষ মাত্রা যোগ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গাইনকলজিস্টরা এতে অংশগ্রহণ করেন এবং নিজেদের জীবনের গল্প, সংগ্রাম ও অর্জন ভাগ করে নেন। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।