মা দিবস উপলক্ষে দেশের গাইনকলজিস্ট মায়েদের সম্মানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক শ্রদ্ধা ও আনন্দঘন আয়োজন ‘ডি-জেস্ট প্রেজেন্টস রত্নধারিনী। রোববার দুপুরে রাজধানীর অভিজাত ঢাকা ক্লাব-এর স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা.

ফারহানা দেওয়ান। 

অ্যাকমি'স গাইনোকেয়ারের পৃষ্ঠপোষকতায় এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক এবং নারী বিষয়ক সংস্কার কমিশন এর সদস্য ডা. হালিদা হানুম আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওজিএসবি-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী এবং অধ্যাপক ডা. রওশন আরা বেগম।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের গাইনকলজিস্ট মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন—যারা একদিকে রোগীর সেবা ও অন্যদিকে পরিবারের প্রতি কর্তব্য পালনের কঠিন ভার বহন করে চলেছেন। তাদের এই দ্বৈত ভূমিকা, আত্মত্যাগ এবং ভারসাম্যের কাহিনী তুলে ধরতে অনুষ্ঠানে প্রচারিত হয় মা দিবস বিশেয়ক বিশেষ ভিডিও, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ জিয়াউদ্দিন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান, যারা গাইনকলজিস্টদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই শ্রেণির চিকিৎসকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাফেল ড্র, যা অনুষ্ঠানে আনন্দের এক বিশেষ মাত্রা যোগ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গাইনকলজিস্টরা এতে অংশগ্রহণ করেন এবং নিজেদের জীবনের গল্প, সংগ্রাম ও অর্জন ভাগ করে নেন। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ম দ বস অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

মালয়েশিয়ার পুলিশপ্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন, তাঁরা দেশে আসেননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘জঙ্গি ট্যাগ’ দেওয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে, তাঁদের কেউ জঙ্গি না। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল। মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে।’

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন করেছেন। পরে সেখানে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়ার পুলিশপ্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছে—সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই।’

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবার সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

গত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন—এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘যখন ছিল, তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।’

রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানি প্রক্রিয়া দেখার জন্যই তিনি কার্গো ভিলেজ পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ফলমূল ও শাকসবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল। সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন।’ উপদেষ্টা এ সময় বলেন, ‘যেহেতু আমাদের দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, সেহেতু এখানে যে কোল্ড স্টোরেজ রয়েছে, সেটিকে আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ