একটি শাড়ি হয়তো পুরোনো হয়ে পড়ে থাকে আলমারির তলায় কিংবা কোনো চৌকাঠের নিচে চাপা পড়ে যায় সময়ের ধুলায়। অথচ সেই জামদানির একটি টুকরোও ধরে রাখে ইতিহাস, উত্তরাধিকার, ভালোবাসা। এমনই নরম মায়া আর মিহি শিল্পভাষায় রচিত হলো সেলিব্রেটিং জামদানি– একটি দিনব্যাপী প্রদর্শনী, যা আয়োজন করে ‘শান্তিবাড়ি’।
ঢাকার লালমাটিয়ার একটি অ্যাপার্টমেন্টে ৪ জুলাই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ণিল আয়োজনে উদযাপিত হয় এ উৎসব। প্রদর্শনী ছিল উন্মুক্ত সবার জন্য– আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড.
এ আয়োজনে অংশ নিয়েছিলেন তিন নারী উদ্যোক্তা, যারা প্রত্যেকে জামদানিকে ভিন্ন ভঙ্গিতে তুলে ধরেছেন। তবে একটি জায়গায় এসে তাদের ভাবনা মিলে যায়– জামদানির পুরোনো সৌন্দর্যকে নতুন রূপে ফিরিয়ে আনা, পরিবেশবান্ধব শিল্পে রূপান্তর এবং নারীর সৃজনশীলতা সমাজের সামনে তুলে ধরা।
‘বেনে বউ জামদানি’-এর উদ্যোক্তা ফারহানা মুনমুন বললেন, ‘প্রত্যেক নারীর জীবনেই একটা সময় আসে, যখন জামদানি শুধু পোশাক থাকে না, হয়ে ওঠে স্মৃতি। সেই স্মৃতিগুলোকে আমরা নতুন রূপে ফিরিয়ে দিচ্ছি।’ তাঁর স্টলে পুরোনো জামদানির অংশ দিয়েই তৈরি হয়েছে– প্যাচওয়ার্ক ল্যাম্পশেড, হাতে বানানো চুড়ি, টিপ, হালকা ব্যাগ, কটি আর জুতা।
‘বুনিয়া বাই অন ক্লাউড নাইনের’ ড. আফরিন আহমেদ এ শিল্পে যোগ করেছেন ব্যবহারিকতা ও পরিমিতিবোধ। ঘর সাজানোর জন্য ছোট ছোট শোপিস, জামদানি কাপড়ের কানের দুল ও অলংকার তাঁর স্টলে ছিল। আফরিন বলেন, ‘জামদানি শাড়ি অনেকে কেনেন না, দাম ও ব্যবহারযোগ্যতার চিন্তা থেকে। তাই এমন কিছু বানানোর চেষ্টা করেছি, যা দৈনন্দিন ব্যবহারেও মানিয়ে যায় এবং ঐতিহ্যকে সঙ্গে রাখে।’
এদিকে ড. জিনিয়া রহমানের ‘পালং খ্যিয়ং’ ছিল এ প্রদর্শনীর সবচেয়ে শিল্পময় এক কোণ। তাঁর স্টলে পাওয়া যাচ্ছিল খাঁটি জামদানি শাড়ি এবং জামদানির ফেলে দেওয়া অংশ থেকে তৈরি করা অনন্য শোপিস। জামদানি কেবল এক ধরনের বুনন নয়, ‘এটি গল্প, এটি আত্মার স্পর্শ। তাঁতির প্রতিটি সুতার টানে ইতিহাস বাঁধা আছে।’
প্রদর্শনীর দর্শনার্থীদের মধ্যেও ছিল এক ধরনের মুগ্ধতা। বনানী থেকে আসা আয়েশা জামান জানালেন, ‘মায়ের পুরোনো জামদানির মতো একটা প্যাচওয়ার্ক দেখে মনটা ভার হয়ে গেল। ভাবছি টেবিল ল্যাম্পটাও নিয়ে যাব।’ এক ভিজে চোখের দর্শক নার্গিস রহমান বলেন, ‘শাড়ি পরা হয় না আজকাল কিন্তু আজকে যেন মনে হলো, শাড়ি আবার আমাকে ডাকছে।’
‘শান্তিবাড়ি’র প্রোগ্রাম এক্সিকিউটিভ সাবরিনা শারমিন বাঁধন বলেন, ‘জামদানি নিয়ে অনেক আয়োজন হয়, কিন্তু আমরা চেয়েছি– নারী, শিল্প, পরিবেশ এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে। পুরোনো শাড়িকে শিল্পে রূপান্তরের এই চর্চা শুধু বাণিজ্য নয়, এক ধরনের নীরব সাংস্কৃতিক প্রতিরোধ। আমরা চাই জামদানি শুধু তাঁতের খাঁচায় বন্দি না থেকে নারীর প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠুক।’
শান্তিবাড়ির এ আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়– এ ছিল পুরোনো কাপড়ের গায়ে নতুন গল্প লেখার চেষ্টা, নারীর হাতের ছোঁয়ায় ইতিহাসকে পুনরায় জীবন্ত করে তোলার কবিতা। পুরোনোকে ফিরে পাওয়া নতুন করে, সজীবতায়, সৌন্দর্যের ছায়ায়। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাজে ফিরছেন পপি, খুঁজছেন ভালো গল্প ও চরিত্র
দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সন্তান ও সংসার সামলে এখন আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘‘চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে ছিলাম। এখন আবার কাজের কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যে কোনো কাজ দিয়ে ফিরতে চাই না। ভালো কিছু দিয়েই ফিরতে চাই।”
গত কয়েক বছর ধরেই পপি নিজেকে মিডিয়ার আলোচনার বাইরে রেখেছেন। এই সময় তিনি কাটিয়েছেন পুরোপুরি ব্যক্তিজীবনে মনোযোগ দিয়ে। পরিবার গড়ে তুলেছেন, মা হয়েছেন। এখন তার একমাত্র সন্তান আয়াত ধীরে ধীরে বড় হচ্ছে।
বর্তমানে পপি স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। কিছুদিন আগে সেখানে অবকাশ যাপনের কথা নিজেই জানান।
এদিকে পপির অনুপস্থিতির কারণে আটকে আছে একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’ (পরিচালক: রাজু আলীম), ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ (পরিচালক: আরিফুর জামান আরিফ)।
তবে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ (পরিচালক: সাদেক সিদ্দিকী) সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘিরে গুঞ্জন উঠলেও এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি।
দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রীর প্রত্যাশা যতটা ধামাকা দিয়ে তিনি হারিয়েছিলেন, ততটাই শক্ত কাজ দিয়ে তিনি ফিরবেন। তাই কাজ বাছাইয়ে সময় নিচ্ছেন।
ঢাকা/রাহাত//