তুলা আমদানিতে ২ শতাংশ হারে অগ্রিম আয়কর (এআইটি) দ্রুত প্রত্যাহার চেয়েছেন বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যখন তুলা আমদানি বাড়ানোর চাপ রয়েছে, তখন এ ধরনের সিদ্ধান্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বস্ত্র খাত, রপ্তানিমুখী তৈরি পোশাক, টেরিটাওয়েল, হোমটেক্সটাইলসহ সমজাতীয় সব পণ্যের উৎপাদন ও রপ্তানি বিপন্ন হবে। এর প্রভাব পড়বে ব্যাংক-বীমা খাতেও। 
তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা ভ্যাট আরোপের নেতিবাচক প্রভাব তুলে ধরতে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ গতকাল শনিবার রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামীকাল সোমবারের মধ্যে এসব সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা। 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সেপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি হোসেন মেহমুদ, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের (বিসিএ) সভাপতি মোহাম্মদ আইয়ুব প্রমুখ। 
প্রসঙ্গত, এবারের বাজেটে তুলা আমদানির ওপর ২ শতাংশ এআইটি আরোপ করা হয়, যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়। অন্যদিকে দেশীয় বস্ত্রশিল্পের জন্য সুতা উৎপাদনে কেজিতে ৫ টাকা ভ্যাট আরোপ করা হয় ২ জুন বাজেট পেশের দিন। ওই দিন থেকে নতুন এ হার কার্যকর হয়। আগে ৩ টাকা হারে ভ্যাট আরোপ ছিল। তৈরি পোশাকশিল্পের নিট পণ্যের সুতা ও বস্ত্রের প্রায় শতভাগ জোগান দেয় বিটিএমএ সদস্যরা। ওভেন খাতে এ পরিমাণ ৬০ থেকে ৬৫ শতাংশ। এ ছাড়া দেশীয় চাহিদার প্রায় শতভাগ জোগান দেওয়া হয়। এ কারণে বস্ত্রশিল্পের সমস্যা রপ্তানিমুখী পোশাকশিল্প এবং স্থানীয় বস্ত্রশিল্পে নেতিবাচক প্রভাব ফেলে। বিটিএমএর তথ্যানুযায়ী, সংগঠনের সদস্যদের ১ হাজার ৮৫৮টি সুতাকল, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং বস্ত্রকল রয়েছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ ২৩ বিলিয়ন ডলার। 
বিটিএমএ সভাপতি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘অনেকবার বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে এসেছি। তবে আজকের বিষয়টি ভীতিকর এবং ভয়াবহ।’ নিজের কারখানার উদাহরণ দিয়ে তিনি বলেন, ডেনিম তৈরিতে নিজের স্পিনিং কারখানা থেকে সুতা নিতে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। অথচ ভারত থেকে আনতে কিছুই লাগে না। দামেও কম। তিনি প্রশ্ন রাখেন, তাহলে কি সরকার ভারতের শিল্প রক্ষায় এবং সে দেশের কর্মসংস্থানে কাজ করছে? 
শওকত আজিজ রাসেল বলেন, ‘এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দেশের কর্মসংস্থান, বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎসে কোন ধরনের প্রভাব পড়বে তা ভেবে দেখুন। কারখানা বন্ধ হওয়ার এই প্রক্রিয়া অর্থনীতির জন্য ভালো নয়।’ তিনি বলেন, ‘আগে শিল্প বাঁচান, তারপর উন্নয়ন প্রকল্প বা অন্য কিছু করেন।’ তাঁর আশা, এ সংবাদ সম্মেলনের পর সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবে এবং আগামীকাল সোমবার প্রথম কর্মদিবসেই তুলা আমদানিতে এআইটি এবং ৫ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে। 
বিটিটিএলএমইএর সভাপতি বলেন, তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ভারসাম্যের বিষয়টি হয়তো সরকার হিসাব করেনি। দেশটি থেকে তুলা আমদানি বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি সরকার এখন কীভাবে বাস্তবায়ন করবে? 
বিকেএমইএর সিনিয়র সহসভাপতি বলেন, সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বন্দর থেকে তুলা ছাড় করছেন না শিল্প মালিকরা। সমস্যা সমাধানে বিটিএমএ এবং তৈরি পোশাক খাতের সংগঠনগুলোসহ সংশ্লিষ্ট সব সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে সরকারকে পরামর্শ দেন তিনি। 
কটন অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, দেশে জনপ্রতি বছরে তুলার চাহিদা দুই কেজি। চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। পোশাক রপ্তানিতে তুলার বড় একটা চাহিদা তো আছেই। এ রকম একটি কাঁচামাল আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপের আগে এর পরিণাম ভেবে দেখেনি সরকার। বস্ত্রকল বন্ধ হলে তৈরি পোশাক বন্ধ হতে ছয় মাসের বেশি সময় লাগবে না। এর প্রভাবে ব্যাংক-বীমা বন্ধ হবে। জাতীয় অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। তিনি বলেন, বস্ত্র ও পোশাক খাতে প্রতিবেশী একটি দেশের আগ্রাসী নীতির বিপরীতে সরকার আত্মঘাতী নীতি নিচ্ছে। 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিএমএর পরিচালক মো.

খোরশেদ আলম, আবদুল্লাহ আল মামুন, রাজিব হায়দার, সালেহউজ্জামান খান প্রমুখ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আয়কর ভ য ট আর প ব ট এমএ আমদ ন ত শ এআইট বস ত র সরক র

এছাড়াও পড়ুন:

দুই কমিশনারসহ এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানায়।

যাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তাঁরা হলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী জিয়া মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপকর কমিশনার মো. মামুন মিয়া ও কর পরিদর্শক লোকমান আহমেদ।

অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা হলেন এনবিআরের আন্দোলনের নেতৃত্ব দেওয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব। এনবিআরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আন্দোলনের জেরে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার জন্য এমন তদন্ত করা হচ্ছে।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু সদস্য ও কর্মকর্তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও এনবিআরের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাঁদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ ক্ষেত্রে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠানমালিককে হয়রানি করেন।

দুদক জানায়, অনেক করদাতা আগাম কর দেন। আবার কেউ কেউ বেশি কর দেন। নিয়ম হচ্ছে, এই কর হিসাব-নিকাশ করার পর বেশি দেওয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হয়। কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণ আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায়, করের বাড়তি টাকা ফেরত পেতে আরও অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহারে খরচ হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তারা করের টাকা ফেরত দিতে নিজেরাও কামিয়ে নিচ্ছেন মোটা টাকা।

এর আগে গত চার দিনে এনবিআরের সদস্য, কমিশনারসহ উচ্চ পদের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে এনবিআরের দুজন সদস্য আছেন। এ ছাড়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারও আছেন।

কয়েক বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও ক্ষেত্র বিশেষে আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • তুলা আমদানিতে কর বসিয়ে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা কি না, প্রশ্ন বস্ত্রকলমালিকদের
  • তুলা আমদানিতে ২% অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা
  • কমিশনারসহ এনবিআরের আরো ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • দুই কমিশনারসহ এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু