ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথযাত্রায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মজিবর রহমান (৬০)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন- কালিয়াকৈরের কনা রানী ও মুন্সিগঞ্জের রিতা রানী সরকার। 

জানা যায়, লাখো ভক্তের উপস্থিতিতে যশোমাধবের উল্টো রথযাত্রায় রথটি টেনে রথখোলায় নিয়ে যাওয়ার সময় একদিকে চেপে যায়। এ সময় ভক্তদের মধ্যে চাপাচাপি শুরু হয় এবং একটি দোকানের দুটি খুঁটি ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১০ আহত হয়। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কনা রানীর হাত ও রিতা রানীর পাঁজর ভেঙে গেছে বলে জানা গেছে। 

এ দিকে প্রচণ্ড ভিড়ে মধ্যবয়সী এক ব্যক্তি সড়কে লুটে পড়েন। এ সময় তাকে একটি দোকানে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তিনি মঠবাড়িয়ার বাসিন্দা বলে জানান এসআই সুবোধ চন্দ্র বর্মণ। নিহতের কাছে তিনটি মোবাইল পাওয়া গেছে। এরমধ্যে সূচনা নামের এক নারীর মোবাইলও তার কাছে পাওয়া গেছে। মোবাইলটি সূচনাকে ফেরত দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। 

যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। 

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস জানান,শিশুসহ তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের পা ভেঙে গেছে তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, উল্টো রথযাত্রায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ মর ই ন হত রথয ত র য় আহত হয়

এছাড়াও পড়ুন:

বিড়ালের দেখাশোনা করলে সম্পত্তি লিখে দেবেন বৃদ্ধ

চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা লংয়ের (ছদ্মনাম) কোনো সন্তান নেই। স্ত্রী মারা যাওয়ার পর এক দশক ধরে একাই থাকেন। একদিন বৃষ্টিতে রাস্তায় কুড়িয়ে পাওয়া চারটি বিড়ালকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এখন শুধু একটিই বেঁচে আছে। সিয়ামি জাতের সেই বিড়ালের নাম সিয়ানবা। বয়সের কারণে লং এখন তাঁর মৃত্যুর পর বিড়ালটির যত্নে একজন বিশ্বস্ত অভিভাবক খুঁজছেন, যাঁকে তিনি নিজের সম্পত্তির উত্তরাধিকারী করবেন।

স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সঠিক ব্যক্তি পেলে নিজের ফ্ল্যাট ও জমানো সব অর্থ দিয়ে দেবেন লং। শর্ত একটাই, সিয়ানবার যত্নে কোনো ত্রুটি করা যাবে না। তবে এখন পর্যন্ত উপযুক্ত কাউকে খুঁজে পাননি তিনি।

৮২ বছর বয়সী লংয়ের বিড়ালের জন্য উত্তরাধিকারী খোঁজার বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনলাইনে অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘যদি কেউ এ প্রস্তাবে রাজি না হয়, তাহলে বুঝতে হবে, তারা (চীনের মানুষেরা) হয়তো বিড়াল ভালোবাসে না, নয়তো শর্তগুলো কঠিন।’ বিড়ালটি দত্তক নেওয়ার শর্তগুলো প্রকাশ করা হয়নি।

ভবিষ্যতে লংয়ের আত্মীয়রা সম্পত্তির দাবিতে আইনি লড়াইয়ে নামতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। চীনের ২০২১ সালে কার্যকর হওয়া দেওয়ানি আইন (সিভিল কোড) অনুযায়ী, যে কেউ ইচ্ছাপত্র করে ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে উত্তরাধিকারী করতে পারবেন।

অনেকে আবার সম্পত্তি ছাড়াই লংয়ের বিড়াল দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এক নারী মন্তব্য করেছেন, ‘আমি বিড়ালটিকে নিতে রাজি, টাকার দরকার নেই।’

এই নারী লেখেন, ‘আমি নিজেও ভেবেছি, আমার মৃত্যু হলে বিড়ালটি কে দেখবে? যদি কাউকে বিশ্বাস না করা যায়, তাহলে উত্তরাধিকারীর জন্য অর্থ রেখে যাওয়া যেতে পারে, যাতে বিড়ালটা বোঝা না হয়ে ওঠে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভুয়া বিড়ালপ্রিয় মানুষের বিষয়েও সতর্ক করেছেন। তাঁদের মতে, এমন অনেকে আছেন, যাঁরা কেবল অর্থের লোভে দত্তক নিতে চাইতে পারেন, পরে প্রাণীটির সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করবেন।

চীনে এখন পর্যন্ত পোষা প্রাণীর প্রতি নির্যাতন ঠেকাতে নির্দিষ্ট আইন নেই। কিন্তু গত কয়েক বছরে দেশটির পোষা প্রাণী বাজার দ্রুত বেড়েছে।

২০২৫ সালের চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার অনুযায়ী, ২০২৪ সালে চীনে বিড়াল ও কুকুরের সংখ্যা ছিল ১২ কোটি ৪০ লাখ, যা ২০২৩ সালের চেয়ে ২ দশমিক ১ শতাংশ বেশি। বাজারের পরিমাণ ৩০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।

সম্পর্কিত নিবন্ধ

  • মাতৃত্ব ও মানসিক সুস্থতার গল্প বললেন অ্যাড্রিয়েন বায়লন-হাউটন
  • পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আলাদা বাজেট জরুরি
  • ফ্যাসিস্ট সরকারের সময় গুম-হত্যা ছিল স্বাভাবিক ঘটনা
  • জুলাই আন্দোলনকারীদের দেশ ছাড়তে বলা শিক্ষকদের পদোন্নতি, ক্ষুব্ধ শ
  • করোনায় একজনের মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪
  • করোনায় আরো এক মৃত্যু, শনাক্ত ৬
  • অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তার পর জয়া আহসানের প্রতিক্রিয়া
  • বিড়াল দত্তক নিলে মিলবে ফ্ল্যাট
  • বিড়ালের দেখাশোনা করলে সম্পত্তি লিখে দেবেন বৃদ্ধ