সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী ‘নুসরাত ফারিয়া’কে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। এরপরে সোমবার আদালতের নির্দেশে এই নায়িকাকে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে ‘শেখ হাসিনার’ চরিত্র রূপায়ন করেছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত এই সিনেমায়  খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেছেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরে তিনিও নাকি বিপদে আছেন, এমনটিই জানিয়েছেন এই অভিনেতা। 

একটি ভিডিও সাক্ষাৎকারে গণমাধ্যমকে ফজলুর রহমান বাবু বলেন, ‘‘নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে- সেটা আমাদের কাছে পরিষ্কার না। যদি খুব পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে নিজেও বিপদে আছি। 

উল্লেখ্য, ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে।  সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও যাদের দেখা গেছে- নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরকে।

আরো পড়ুন:

মুনমুনের উপস্থাপনা এখনও মিস করেন অনেকেই

মৃত সন্তানকে নিয়ে গুলতেকিন খানের আবেগঘন পোস্ট

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক র রহম ন চর ত র

এছাড়াও পড়ুন:

ফেসবুকে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্ট, আখাউড়ায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত নামে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। 

সোমবার (২৩ জুন) বিকেলে মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাতে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার ও উসকানিমূলক পোস্ট দিয়ে অবৈধভাবে মিছিল মিটিং করার উদ্যোগ গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত মোগড়া সাহেব পাড়ার মৃত আবুল কালামের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার (২৪ জুন) আদালতে পাঠানো হবে।

ঢাকা/পলাশ/টিপু 

সম্পর্কিত নিবন্ধ