একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছেন ছেলেটি। চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি নিয়ে তার পেছনে একটি মেয়ে। দুজনের পেছনে জ্বলছে আগুনের ফুলকি। এভাবে ‘টগর’ সিনেমার প্রথম পোস্টারে নায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরিকে হাজির করলেন নির্মাতা অলোক হাসান।

পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী ঈদুল আজহায় সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দেখা হচ্ছে সবার সঙ্গে।

আলোক হাসান বলেন, “টগর’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন।”

রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে আদর আজাদ বলেন, ‌“এর আগে অনেক সিনেমায় অভিনয় করেছি। তবে ‘টগর’ আমার ভিন্ন। কারণ, ক্যারিয়ারের এখন পর্যন্ত এমন চরিত্র আমি পাইনি। এখানে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।”

পূজা চেরি বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে। এছাড়া ঈদের নিজের সিনেমা মুক্তি পেলে আলাদা একটা অনুভূতি কাজ করে। আশাকরি ‘টগর’ নিয়ে দর্শদের সঙ্গে এবারের ঈদটা জমজমাট হবে।” 

আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন মাহবুব, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

চলচ্চিত্রটি পরিবেশনা এআর মুভি নেটওয়ার্ক, প্রকল্প পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রীমো ডিজিটাল, এলএমজিবিডি এবং বিডি ফিল্মবাজ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আদর আজ দ

এছাড়াও পড়ুন:

ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করলে ভারত

ঢাকা ভিত্তিক ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের’ সঙ্গে সহযোগিতামূলক চুক্তি বাতিল করেছে ভারতের আহমেদাবাদ ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। 

মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এনআইডি জানিয়েছে, ‘জাতীয় অগ্রাধিকার এবং ভাবাবেগের স্বার্থে’ তারা ঢাকা ভিত্তিক পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করেছে। 

বিবৃতিতে বলা হয়, কয়েক বছর আগে এনআইডি এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট উভয়ই পারস্পরিক উপযোগী শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি সহযোগিতামূলক চুক্তি করে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ স্বার্থে এবং জাতীয় ভাবাবেগের সঙ্গে সংহতি প্রকাশ করে সেই চুক্তি বাতিল করা হয়েছে। নৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এনআইডি সেই সহযোগিতামূলক চুক্তির সমাপ্তি প্রক্রিয়া করেছে।

ভারতের শীর্ষস্থানীয় ডিজাইন ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম এনআইডি। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে শিল্প, যোগাযোগ, টেক্সটাইল এবং আইটি ইন্টিগ্রেটেড ডিজাইনের জন্য সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে প্রশংসিত। এটি ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা হিসেবেও স্বীকৃত।

অন্যদিকে ১৯৯৮ সালে শুরু হওয়া ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’ নামক প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ