একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছেন ছেলেটি। চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি নিয়ে তার পেছনে একটি মেয়ে। দুজনের পেছনে জ্বলছে আগুনের ফুলকি। এভাবে ‘টগর’ সিনেমার প্রথম পোস্টারে নায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরিকে হাজির করলেন নির্মাতা অলোক হাসান।

পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী ঈদুল আজহায় সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দেখা হচ্ছে সবার সঙ্গে।

আলোক হাসান বলেন, “টগর’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন।”

রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে আদর আজাদ বলেন, ‌“এর আগে অনেক সিনেমায় অভিনয় করেছি। তবে ‘টগর’ আমার ভিন্ন। কারণ, ক্যারিয়ারের এখন পর্যন্ত এমন চরিত্র আমি পাইনি। এখানে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।”

পূজা চেরি বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে। এছাড়া ঈদের নিজের সিনেমা মুক্তি পেলে আলাদা একটা অনুভূতি কাজ করে। আশাকরি ‘টগর’ নিয়ে দর্শদের সঙ্গে এবারের ঈদটা জমজমাট হবে।” 

আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন মাহবুব, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

চলচ্চিত্রটি পরিবেশনা এআর মুভি নেটওয়ার্ক, প্রকল্প পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রীমো ডিজিটাল, এলএমজিবিডি এবং বিডি ফিল্মবাজ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আদর আজ দ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ