জিদানের সেই বিখ্যাত (কিংবা কুখ্যাত) ঢুস: আসলে যা ঘটেছিল
Published: 9th, July 2025 GMT
বিশ্বকাপ বললেই চোখের সামনে ভেসে ওঠে কত আনন্দ-বেদনার ছবি। তেমনি একটি ছবি চিরদিনের জন্য ঠাঁই পেয়ে গেছে ফুটবল ইতিহাসের অ্যালবামে। ২০০৬ বিশ্বকাপ ফাইনালের দুই গোলদাতা যে ছবির দুটি চরিত্র। জিনেদিন জিদান ও মার্কো মাতেরাজ্জি। না, গোলের কারণে নয়, ছবিটা বিখ্যাত বা কুখ্যাত হয়ে আছে বিশ্বকাপে অভূতপূর্ব ও অভাবনীয় একটা ঘটনার কারণে। মাতেরাজ্জিকে ঢুস মারছেন জিদান! বার্লিনে ৯ জুলাই ২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিদানের এই পাগুলে কাণ্ড নিয়ে কতজন কত কী লিখেছেন! রচিত হয়েছে গল্প-কবিতা, গড়া হয়েছে ভাস্কর্যও। অনেকের মতে, সেই ঢুসেই শেষ হয়ে গিয়েছিল ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার আশাও।
দায়টা কেউ দেন জিদানকে, কারও কাছে ভিলেন মাতেরাজ্জি। বিতর্কিত সেই কাণ্ড নিয়ে পরে নানা সময় কথা বলেছেন দুজনই। ১৯ বছর পর আরও একবার ফিরে দেখা যাক সেই ঘটনা।
আরও পড়ুনগিনেস বুকে জায়গা পাওয়া ১০ ক্রীড়াবিদ০৫ জুলাই ২০২৫জিনেদিন জিদান যা বলেছেনমাতেরাজ্জি আমার জার্সি ধরে টানছিল। আমি ওকে বললাম, যদি সত্যিই সে জার্সিটা নিতে চায়, ম্যাচ শেষে আমি দিয়ে দিতে পারি। তখন সে কিছু বাজে কথা বলা শুরু করল। আমিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালাম।
কেউ যখন আপনার মা-বোনকে নিয়ে অপমানজনক কথা বলবে, আপনি একবার-দুবার না শোনার ভান করে থাকতে পারেন। কিন্তু তৃতীয়বার কেউ যদি একই কাজ করে, তখন প্রতিক্রিয়া দেখানোটাই স্বাভাবিক।
আমি তো আগে একজন মানুষ, তারপর ফুটবলার। আর কিছু কথা এমন, যা যেকোনো মানুষের পক্ষে হজম করা কঠিন। কিছু কথা আছে, যা মানুষকে ভীষণ আঘাত করতে পারে। এমন সব কথা যেটা শুনলে মনে হবে, ওর মুখে ঘুষি মেরে দিই।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিল ৩ কোটি ২৪ লাখ টাকা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশের ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা জমা দিয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. ও জিপিএইচ ইস্পাত কোম্পানি।
মঙ্গলবার (৮ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই টাকার চেক তুলে দেয় প্রতিষ্ঠান দুটি।
প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে। এর মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এর ২ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা এবং জিপিএইচ ইস্পাত এর ১ কোটি টাকা।
আরো পড়ুন:
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশে জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাখাওয়াত হোসেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. ও জিপিএইচ ইস্পাত এর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই তহবিল দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত, দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহৃত হবে।”
শ্রম আইন ২০০৬ অনুযায়ী সব শিল্প প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. ও জিপিএইচ ইস্পাত এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ