পেদ্রোর সাম্বায় ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ফাইনালে চেলসি
Published: 9th, July 2025 GMT
ক্লাব বিশ্বকাপের মধ্যেই ব্রাইটন থেকে মোটা অঙ্কের অর্থে তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে কিনেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে পালমেইরাস বিপক্ষে অল্প কয়েক মিনিটের জন্য মাঠে নেমে ঝলক দেখিয়েছিলেন তিনি।
মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লা ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাম্বার ছন্দ দেখালেন পেদ্রো।
দুই অর্ধে চোখ ধাঁধানো দুই গোল করেছেন এই নীল জার্সির নতুন সেনসেশন। তার গোলে ২-০ গোলে জিতে নতুন ফরম্যাটে ফিফার আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে।
প্রথমবার চেলসির শুরুর একাদশে জায়গা পেয়ে পেদ্রো ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন। ফ্লুমিনেন্স থেকে উঠে আসা তরুণ বক্সের বাহির থেকে শট নিয়ে জালে বল পাঠান।
দলের দ্বিতীয় গোলটি ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার করেন ম্যাচের ৫৮ মিনিটে। ২ মিনিট পরেই তাকে বদলি করান চেলসি কোপ এনজো মারেস্কা। ফ্লুমিনেন্স ম্যাচে দারুণ লড়াই করেছে, তবে ভালো ফিনিশারের অভাবে ম্যাচ হেরেছে রেনাতো গাউচের দল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল ক ল ব ব শ বক প ফ ইন ল
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেফালিকা ত্রিপুরা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগমের সই করা এক চিঠিতে এ নিদের্শনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে, গত সোমবার অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এর এক দিনের মাথায় পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
উল্লেখ্য, গেল বছরের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ও আরও ১৪ জন সদস্য নিয়ে পুনর্গঠন করা হয় অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ। এর তিনদিন পর ১০ নভেম্বর নব নিযুক্ত সদস্যদের নিয়ে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।