গত ৫ জুলাই সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। আমার সৌভাগ্য, আমি তাঁর স্নেহ লাভ করেছি। তাঁর সান্নিধ্যে কিছু অনুভূতি স্মৃতিপটে অক্ষয় হয়ে আছে। 
২০০৭ সালে ড. শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। এই দায়িত্ব গ্রহণের শুভলগ্নে তাঁর কৃতিত্বের অনেক গল্প তাঁরই পরিচিত গুণীজনের মুখে শুনেছি। কিন্তু গুণেরও যে একটা ধরন আছে, তাঁর সান্নিধ্যে না থেকে আবিষ্কার করা অসম্ভব। মানুষ ক্ষমতায় আসে ক্ষমতা উপভোগ করার জন্য। ক্ষমতা যে দুষ্টের দমন, শিষ্টের লালন এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োগ করতে হয়, তা তিনি নিজের জীবনে অনুসরণ করে দেখিয়ে গেছেন। 

আধুনিক যুগে তথাকথিত বুদ্ধিমান লোকেরা কোনো কিছু নতুনভাবে গড়ার ঝুঁকি নিয়ে বোকা হতে চায় না। নতুন কিছু গড়তে হলে যে পরিমাণ সময় দিতে হয়, তাতে নিজের আরাম-আয়েশ করার সুযোগ একেবারেই সংকুচিত হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে আমরা সাধারণত পুরোনো জিনিস ঝুঁকি নিয়ে নতুন করে গড়ে তোলার সাহস করি না। ড.

হুদা ছিলেন তার ব্যতিক্রম। সময়ের প্রয়োজনে পুরোনো অবয়ব ভেঙে নতুন অবয়ব তৈরির পরিকল্পনা তাঁকে সব সময় তাড়া দিত। সৃষ্টির নেশা তাঁকে সব সময় আচ্ছন্ন করে রাখত। এসব করতে গিয়ে বিশ্রামহীনতা ও কঠোর শ্রমকে তিনি সানন্দে গ্রহণ করেছেন। বিশ্বমানের এনআইডি, বর্তমানে যা নাগরিক সত্তার অপরিহার্য নিয়ামক, তাঁরই অনবদ্য সৃষ্টি। উপজেলা কিংবা থানা পর্যায়ে স্বতন্ত্র নির্বাচন ভবন স্থাপনে তাঁর ক্যারিশমা ছিল মেঘ না চাইতেই বারি বর্ষণের মতো। আমলাতন্ত্রের দুর্ভেদ্য প্রাচীর তিনি ভারী কুঠারের আঘাতে ছিন্ন করেছেন। নেতিবাচক মনোভাবকে নানা কৌশলে ইতিবাচক মনোভাবে রূপান্তর করে জনস্বার্থ রক্ষা করেছেন। 

সংস্কারের কথা বলতে গেলে, নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট আইনের প্রায় সব শাখা-উপশাখায় তিনি প্রয়োজনীয় সংস্কার করেছেন। নতুন আইন প্রণয়ন কিংবা আইন সংশোধন প্রক্রিয়াকে প্রচলিত ধারণায় সব সময় একটি দীর্ঘসূত্রতা হিসেবে ধরে নেওয়া হয়। কথিত এই দীর্ঘসূত্রতা এড়ানোর জন্য তিনি একের পর এক মিটিং করেছেন। প্রতিটি মিটিং যেন ছিল পরীক্ষার হল। সভাকক্ষে কী অলৌকিক শক্তি, ধৈর্য, মনোযোগ তাঁর ওপর ভর করত, তা বিধাতাই জানেন। অপেক্ষাকৃত তরুণ কর্মকর্তারা মিটিং চলাকালে সময়ের ব্যাপ্তিতে হাঁপিয়ে উঠলেও সর্বশেষ এজেন্ডা পর্যন্ত তিনি থাকতেন দৃঢ় ও অবিচল। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর দূরদর্শিতা যেন অন্তরদৃষ্টিকে ছাপিয়ে যেত। সিদ্ধান্ত বাস্তবায়নে যে কৌশল তিনি অবলম্বন করতেন, তা ছিল প্রচলিত পদ্ধতি থেকে আলাদা। 

মানবসম্পদ উন্নয়নে ড. হুদার দর্শন ও পরিকল্পনা ছিল পক্ষপাতহীন। ব্যক্তির যোগ্যতা বাড়ানো, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পদায়নে তিনি থাকতেন অনড়। তোষামোদকারীরা তোষামোদের ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। তাঁর ব্যক্তিত্বের উচ্চতা ছিল হিমালয়সম। তোষামোদকারীর হাত সেই উচ্চতা অতিক্রম করতে পারত না। তাঁর আমলে নথি উপস্থাপনের ক্ষেত্রে নোট প্রদানকারী যেভাবে স্বাধীনতা ভোগ করেছেন, আজকাল তা বিরল। মজার ব্যাপার হচ্ছে, ন্যায়ানুগ যুক্তি নিয়ে যে কেউ খুব সহজেই তাঁর কাছে পৌঁছাতে পারতেন। আরও যা উল্লেখযোগ্য, তিনি সশরীরে কিংবা অনলাইনে তৃণমূলেও পৌঁছে যেতেন। তৃণমূলের নাড়ির স্পন্দন তাঁর ব্যক্তিত্বকে শতগুণে বিকশিত করেছে। শ্রদ্ধেয় এই গুণীজনের গুণের মূল্যায়ন লিখে বা বলে বর্ণনা করা অসম্ভব। আলাদা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁর বিশাল কর্মযজ্ঞের মূল্যায়ন হতে পারে।
ড. এটিএম শামসুল হুদা এখন আমাদের মাঝে সশরীরে নেই, তবে তাঁর কাজ রয়ে গেছে। জনস্বার্থে গৃহীত তাঁর মহৎ কাজগুলোর মধ্য দিয়ে তিনি এ জগতে বেঁচে থাকবেন। বিধাতা তাঁকে তাঁর কর্মের বিনিময়ে জান্নাত দান করুন। আমিন।

মো. ফখর উদ্দীন শিকদার: 
সাবেক নির্বাচন কর্মকর্তা
 

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ