বর্ষাকাল একদিকে যেমন প্রকৃতিকে করে তোলে সতেজ ও প্রাণবন্ত, তেমনি বাড়ির ভেতরের পরিবেশে আনে আর্দ্রতা, স্যাঁতসেঁতে ভাব আর এক ধরনের গুমোট অনুভূতি। এই সময়ে ঘরের আসবাবপত্র, বিশেষ করে কাঠ, লোহার ফার্নিচার থাকে সবচেয়ে ঝুঁকিতে। ফাঙ্গাস কিংবা মরিচা সবই যেন বর্ষায় বাসা বাঁধে।
তাই প্রয়োজন একটু বাড়তি যত্ন আর কিছু সহজ কৌশল, যাতে এ মৌসুমেও ফার্নিচার থাকে ঝকঝকে ও দীর্ঘস্থায়ী।
কাঠের ফার্নিচার
বর্ষাকালে কাঠের আসবাবপত্রে খুব সহজেই ফাঙ্গাস জমে। বিশেষ করে যেসব জায়গায় রোদ পৌঁছায় না, সেখানে ফার্নিচার স্যাঁতসেঁতে হয়ে পড়লে তাতে কালো দাগ বা ছাঁচ দেখা যায়। এর থেকে রক্ষা পেতে নিয়মিত শুকনো, নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন। ভেজা কাপড় দিয়ে আসবাব মোছা যাবে না। কাঠের আসবাবে যেন ময়লা না আটকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ঋতুতে তাই কাঠের আসবাবগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
বার্নিশ ব্যবহার: কাঠের আসবাব ভালো রাখতে বছরে দু’একবার বার্নিশ করে নিতে পারেন। এতে করে কাঠের ছিদ্র বন্ধ হওয়ার পাশাপাশি ফোলা ভাব দূর হবে। প্রয়োজনে কাঠের শোকেস বা ওয়ারড্রোবের ভেতরে ছোট কনটেইনারে চুন বা সিলিকা জেল রেখে দিন, যা ভেতরের আর্দ্রতা শুষে নেবে।
লোহার তৈরি আসবাব
লোহার আসবাবে সবচেয়ে বেশি সমস্যা হয় মরিচা পড়ার। বিশেষ করে যদি আসবাবের রং উঠে যায় বা কোথাও স্ক্র্যাচ থাকে, সেখান থেকে খুব সহজেই মরিচা ধরতে পারে। তাই বর্ষাকালে এ আসবাবগুলো শুকনো কাপড়ে নিয়মিত মুছে পরিষ্কার রাখুন। যদি মরিচা পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই জায়গায় অ্যান্টি-রাস্ট পেইন্ট ব্যবহার করুন। চাইলে লোহার ফার্নিচারে ওয়াটারপ্রুফ কভার লাগিয়ে রাখতে পারেন।
সোফা ও কুশন
ফেব্রিক দিয়ে তৈরি সোফা বা চেয়ার বর্ষায় খুব সহজেই ভ্যাপসা হয়ে যায় এবং তাতে দুর্গন্ধ বা ফাঙ্গাস দেখা দিতে পারে। সপ্তাহে অন্তত একবার কুশন ও কভার রোদে শুকিয়ে নিন। রোদ না থাকলে রুম হিটার, হেয়ার ড্রায়ার বা ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন আর সোফার নিচে বা আশপাশে যেন পানি না জমে, তা নিশ্চিত করুন।
আসবাবের নিচে ব্লক ব্যবহার করুন
বর্ষার সময় যদি ঘরের মেঝেতে হালকা পানি ঢুকে পড়ে কিংবা বারান্দায় জমে থাকে, তাহলে ফার্নিচারের নিচের অংশে দ্রুত ক্ষতি হয়। তাই কাঠ বা প্লাস্টিকের ব্লক ব্যবহার করে ফার্নিচার মেঝে থেকে একটু ওপরে তুলে রাখুন। বিশেষ করে কাঠের খাট বা টেবিলের পা মেঝে থেকে আলাদা থাকলে তা বেশি টেকসই হবে।
ঘরে বাতাস চলাচল বজায় রাখুন
বর্ষায় দরজা-জানালা বন্ধ রাখার অভ্যাস থাকলেও দিনে কিছুক্ষণ অন্তত জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ঘরে ফ্যান চালু রাখলে ভ্যাপসা ভাব কমে এবং ফার্নিচারে ছাঁচ পড়ার সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়।
কভার ব্যবহার করুন
ছাদ, বারান্দা বা খোলা জানালার কাছে রাখা আসবাবের জন্য বর্ষায় ওয়াটারপ্রুফ কভার অত্যন্ত জরুরি। এতে বৃষ্টির ছিটা বা স্যাঁতসেঁতে ভাব থেকে ফার্নিচার রক্ষা পাবে। ফার্নিচার সাইজ অনুযায়ী কাস্টমাইজড রেইনকভার কিনতে পারেন বাজার থেকে। v
উৎস: Samakal
কীওয়ার্ড: বর ষ ক ঠ র আসব ব ব যবহ র কর ব যবহ র ক ব শ ষ কর বর ষ য় র কর ন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫