কুনুতে নাজেলা: বিপদে আল্লাহর কাছে আশ্রয়ের দোয়া
Published: 9th, July 2025 GMT
কুনুতে নাজেলা একটি বিশেষ দোয়া, যা মুসলিম উম্মাহর ওপর বিপদ, সংকট বা ফিতনা এলে নামাজে পড়া হয়। নবীজি (সা.) বিপদের সময় সাহাবিদের সঙ্গে নিয়ে এই দোয়ার আমল করতেন।
আধুনিক জীবনে, যখন আমরা ব্যক্তিগত ও সমাজের নানা সংকটে পড়ি, কুনুতে নাজেলা আমাদের জন্য হতে পারে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাবার একটি উপায়। হাদিসে এসেছে, নবীজি (সা.
কুনুতে নাজেলা একটি প্রচলিত দোয়া, যা হাদিসে বর্ণিত এবং বিপদের সময় পড়া হয়। সেটি হলো:
উচ্চারণ: আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইতা, ওয়া ‘আফিনা ফি মান ‘আফাইতা, ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইতা, ওয়া বারিক লানা ফি মা আ‘তাইতা, ওয়া কিনা শাররা মা কাদাইতা, ফাইন্নাকা তাকদী ওয়া লা ইউকদা ‘আলাইকা, ইন্নাহু লা ইযযিল্লু মান ওয়ালাইতা, ওয়া লা ই‘উযযু মান ‘আদাইতা, তাবারাকতা রাব্বানা ওয়া তা‘আলাইতা।
অর্থ: হে আল্লাহ, তুমি যাদের হেদায়েত দিয়েছ, তাদের মধ্যে আমাদের হেদায়েত দাও। তুমি যাদের নিরাপত্তা দিয়েছ, তাদের মধ্যে আমাদের নিরাপত্তা দাও। তুমি যাদের বন্ধুত্ব গ্রহণ করেছ, তাদের মধ্যে আমাদের বন্ধুত্ব গ্রহণ করো। তুমি আমাদের যা দিয়েছ, তাতে আমাদের জন্য বরকত দাও। তুমি যা ফয়সালা করেছ, তার ক্ষতি থেকে আমাদের রক্ষা করো। নিশ্চয় তুমি ফয়সালা করো, আর তোমার বিরুদ্ধে ফয়সালা হয় না। তুমি যাকে বন্ধু করো, সে কখনো অপমানিত হয় না, আর যাকে শত্রু করো, সে কখনো সম্মানিত হয় না। হে আমাদের প্রতিপালক, তুমি বরকতময়, তুমি সর্বোচ্চ। (সুনানে নাসায়ি, হাদিস: ১,৭৪৫)
আরও পড়ুনদোয়া কুনুত: বাংলা উচ্চারণ, অর্থ, ফজিলত ও পড়ার নিয়ম১২ ফেব্রুয়ারি ২০২৫নবীজি (সা.) মুসলিমদের ওপর বিপদ দেখা দিলে কুনুতে নাজিলা পড়তেন এবং শত্রুদের বিরুদ্ধে দোয়া করতেন।পড়ার নিয়মকুনুতে নাজেলা সাধারণত ফজর নামাজে শেষ রাকাতে রুকুর পর হাত বেঁধে সিজদায় যাবার আগে পড়া হয়। তবে অন্য ফরজ নামাজেও পড়া যায়।
রুকুর পর ‘আল্লাহু আকবার’ বলে হাত বেঁধে দাঁড়িয়ে দোয়া পড়ুন। মুসলিম উম্মাহর বিপদ দূরীকরণ, শত্রুর বিরুদ্ধে বিজয় বা আল্লাহর সাহায্যের জন্য নিয়ত করুন। জামাতে নামাজ হলে ইমামের জন্য নিয়ম হলো জোরে পড়া এবং মুক্তাদিরাও উচ্চৈঃস্বরে ‘আমিন’ বলবেন।
কুনুতে নাজেলা বিপদের সময় মুসলিমদের জন্য আল্লাহর কাছে সাহায্য ও রক্ষা প্রার্থনার একটি শক্তিশালী মাধ্যম। নবীজি (সা.) মদিনায় শত্রুর আক্রমণের সময় এই দোয়া পড়তেন এবং সাহাবিদের শিখিয়েছেন। (সুনান আবু দাউদ, হাদিস: ১,৫৩৭)
বর্তমানে আমরা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অশান্তিসহ নানা সামাজিক সংকটের মুখোমুখি। কুনুতে নাজিলা পড়া আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ও ধৈর্য ধরতে শেখাবে। কেননা, এটি বিপদ ও সংকটে মুসলিম উম্মাহর জন্য আল্লাহর কাছে সাহায্য ও রক্ষা প্রার্থনার একটি শক্তিশালী দোয়া। আসুন, বিপদের সময় কুনুতে নাজেলা পড়ে আল্লাহর কাছে সাহায্য ও হেদায়েত কামনা করি।
আরও পড়ুনবিপদের সময় বলতে হবে ৩০ ডিসেম্বর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ল হ র জন য আম দ র
এছাড়াও পড়ুন:
রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?
রণবীর কাপুরের পরনে নীল রঙের জিন্স। গায়ে শার্ট, মাথায় ক্যাপ। তার গায়ের শার্ট একদম আলাদা। কারণ তাতে কয়েকটি জোড়াতালি রয়েছে। কিছু অংশ এমনভাবে ছেঁড়া, প্রথম দেখায় মনে হবে— জামাটি ইঁদুরে কেটেছে। এমন পোশাকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায় রণবীরকে। হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজও দেন এই তারকা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন লুকে ধরা দিয়েছেন ‘অ্যানিমেল’ তারকা রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরোনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। চর্চায় মেতেছেন নেটিজেনরা।
রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা। দেবজ্যোতি লেখেন, “গরীব, মহা গরীব।” রিয়া লেখেন, “ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন। আর আমরা পরতে গেলে লজ্জা পাই।” আশুতোষ লেখেন, “অভিনেতা ধনী-গরীব।” প্রকৃতি লেখেন, “এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।” এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন।
আরো পড়ুন:
কত কোটি টাকার মালিক রণবীর কাপুর?
রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?
রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও দাম জানলে অনেকে ভড়কে যেতে পারেন। খোঁজ নিয়ে জানা যায়, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ। দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি।
এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত