‘এই মনোনয়ন সামনে ভালো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে’
Published: 21st, May 2025 GMT
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
তাসনিয়া ফারিণ, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ আমার পছন্দের একটি কাজ। পুরো কাজটি একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছেন শিহাব (শাহীন) ভাইয়া। কাজটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন সেটাই প্রমাণ করে। আমার একটি পপুলার কাজ পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ায় আমি অনেক খুশি।
পূজা চেরী, ‘লিপস্টিক’
প্রথম চলচ্চিত্রের জন্যই আমি মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম। প্রতিবারই চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আসতে পারাটাই অনেক বড় প্রাপ্তি। অনেক অনেক ভালো লাগছে।
মেহজাবীন চৌধুরী, ‘প্রিয় মালতী’
‘প্রিয় মালতী’ আমার অভিনয়জীবনের একটি গভীর আবেগের অংশ। এই সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আমি নিজের হৃদয় উজাড় করে দিয়েছিলাম। দর্শকদের ভালোবাসায় আমি ভীষণভাবে অভিভূত। মেরিল-প্রথম আলো পুরস্কারের জনপ্রিয় বিভাগে আমাকে চূড়ান্ত পর্বে পৌঁছে দেওয়ার জন্য আমি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই নিরন্তর ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
শবনম বুবলী, ‘দেয়ালের দেশ’
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন ব্যক্তিগতভাবে শিল্পী হিসেবে অনেক বড় অর্জন। দেয়ালের দেশ–এর জন্য দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মনোনয়ন সামনে ভালো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে। ধনবাদ দর্শকদের। আমার সঙ্গে মনোনয়ন পাওয়া সবার জন্য শুভকামনা।
সেরা চলচ্চিত্র অভিনেতা: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
ইমন, ‘মায়া’
ক্যারিয়ারে ভালো কাজের সুযোগ কম পেয়েছি। সুযোগ পেলে চেষ্টা থাকে ভালো করার। মায়ার সেই চেষ্টা বিফলে যায়নি। দর্শক, সমালোচক—দুই ক্যাটাগরিতে মেরিল-প্রথম আলোর মনোনয়ন সেটাই প্রমাণ করে। দর্শকদের ধন্যবাদ, আমাকে ভোট দিয়ে চূড়ান্ত মনোনয়নে নিয়ে আসার জন্য। আমার সব ভালোবাসা আমার দর্শকদের জন্য সব সময়।
প্রীতম হাসান, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
কাছের মানুষ দূরে থুইয়া আমার পছন্দের কাজ। নায়ক হিসেবে এই কাজে আমি ব্যাপক পরিচিতি পেয়েছি। দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়নে এসে অনেক ভালো লাগছে। কাজটি তাঁরা হিট করেছেন। এখন আমাকে ভোট দিয়ে এগিয়ে রেখেছেন, আমি কৃতজ্ঞ তাঁদের কাছে। আশা করি যে প্রাপ্য সে–ই পুরস্কৃত হবেন।
শাকিব খান, ‘তুফান’
যেকোনো সঠিক কাজের মূল্যায়ন করতে পারাটাও সুন্দর, ‘তুফান’ তেমনই কিছু একটা। এই সুন্দরের ধারাবাহিকতা বজায় থাকুক।
শরীফুল রাজ, ‘দেয়ালের দেশ’
‘দেয়ালের দেশ’-এর ‘বৈশাখ’ চরিত্রের জন্য মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪-এ মনোনীত হয়ে আমি সন্মানিত বোধ করছি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র ল প রথম আল র চলচ চ ত র প রস ক র র জন য র র জন
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি