সেরা চলচ্চিত্র অভিনেত্রী: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)

তাসনিয়া ফারিণ, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ আমার পছন্দের একটি কাজ। পুরো কাজটি একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছেন শিহাব (শাহীন) ভাইয়া। কাজটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন সেটাই প্রমাণ করে। আমার একটি পপুলার কাজ পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ায় আমি অনেক খুশি।

পূজা চেরী, ‘লিপস্টিক’
প্রথম চলচ্চিত্রের জন্যই আমি মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম। প্রতিবারই চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আসতে পারাটাই অনেক বড় প্রাপ্তি। অনেক অনেক ভালো লাগছে।

মেহজাবীন চৌধুরী, ‘প্রিয় মালতী’
‘প্রিয় মালতী’ আমার অভিনয়জীবনের একটি গভীর আবেগের অংশ। এই সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আমি নিজের হৃদয় উজাড় করে দিয়েছিলাম। দর্শকদের ভালোবাসায় আমি ভীষণভাবে অভিভূত। মেরিল-প্রথম আলো পুরস্কারের জনপ্রিয় বিভাগে আমাকে চূড়ান্ত পর্বে পৌঁছে দেওয়ার জন্য আমি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই নিরন্তর ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

শবনম বুবলী, ‘দেয়ালের দেশ’
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন ব্যক্তিগতভাবে শিল্পী হিসেবে অনেক বড় অর্জন। দেয়ালের দেশ–এর জন্য দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মনোনয়ন সামনে ভালো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে। ধনবাদ দর্শকদের। আমার সঙ্গে মনোনয়ন পাওয়া সবার জন্য শুভকামনা।

সেরা চলচ্চিত্র অভিনেতা: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)

ইমন, ‘মায়া’
ক্যারিয়ারে ভালো কাজের সুযোগ কম পেয়েছি। সুযোগ পেলে চেষ্টা থাকে ভালো করার। মায়ার সেই চেষ্টা বিফলে যায়নি। দর্শক, সমালোচক—দুই ক্যাটাগরিতে মেরিল-প্রথম আলোর মনোনয়ন সেটাই প্রমাণ করে। দর্শকদের ধন্যবাদ, আমাকে ভোট দিয়ে চূড়ান্ত মনোনয়নে নিয়ে আসার জন্য। আমার সব ভালোবাসা আমার দর্শকদের জন্য সব সময়।

প্রীতম হাসান, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
কাছের মানুষ দূরে থুইয়া আমার পছন্দের কাজ। নায়ক হিসেবে এই কাজে আমি ব্যাপক পরিচিতি পেয়েছি। দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়নে এসে অনেক ভালো লাগছে। কাজটি তাঁরা হিট করেছেন। এখন আমাকে ভোট দিয়ে এগিয়ে রেখেছেন, আমি কৃতজ্ঞ তাঁদের কাছে। আশা করি যে প্রাপ্য সে–ই পুরস্কৃত হবেন।

শাকিব খান, ‘তুফান’
যেকোনো সঠিক কাজের মূল্যায়ন করতে পারাটাও সুন্দর, ‘তুফান’ তেমনই কিছু একটা। এই সুন্দরের ধারাবাহিকতা বজায় থাকুক।

আরও পড়ুন‘ভিন্ন স্বাদের গল্পের কাজ ইন্ডাস্ট্রির জন্য সহায়ক হবে’১৭ ঘণ্টা আগে

শরীফুল রাজ, ‘দেয়ালের দেশ’
‘দেয়ালের দেশ’-এর ‘বৈশাখ’ চরিত্রের জন্য মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪-এ মনোনীত হয়ে আমি সন্মানিত বোধ করছি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র ল প রথম আল র চলচ চ ত র প রস ক র র জন য র র জন

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ