‘এই মনোনয়ন সামনে ভালো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে’
Published: 21st, May 2025 GMT
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
তাসনিয়া ফারিণ, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ আমার পছন্দের একটি কাজ। পুরো কাজটি একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছেন শিহাব (শাহীন) ভাইয়া। কাজটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন সেটাই প্রমাণ করে। আমার একটি পপুলার কাজ পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ায় আমি অনেক খুশি।
পূজা চেরী, ‘লিপস্টিক’
প্রথম চলচ্চিত্রের জন্যই আমি মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম। প্রতিবারই চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আসতে পারাটাই অনেক বড় প্রাপ্তি। অনেক অনেক ভালো লাগছে।
মেহজাবীন চৌধুরী, ‘প্রিয় মালতী’
‘প্রিয় মালতী’ আমার অভিনয়জীবনের একটি গভীর আবেগের অংশ। এই সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আমি নিজের হৃদয় উজাড় করে দিয়েছিলাম। দর্শকদের ভালোবাসায় আমি ভীষণভাবে অভিভূত। মেরিল-প্রথম আলো পুরস্কারের জনপ্রিয় বিভাগে আমাকে চূড়ান্ত পর্বে পৌঁছে দেওয়ার জন্য আমি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই নিরন্তর ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
শবনম বুবলী, ‘দেয়ালের দেশ’
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন ব্যক্তিগতভাবে শিল্পী হিসেবে অনেক বড় অর্জন। দেয়ালের দেশ–এর জন্য দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মনোনয়ন সামনে ভালো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে। ধনবাদ দর্শকদের। আমার সঙ্গে মনোনয়ন পাওয়া সবার জন্য শুভকামনা।
সেরা চলচ্চিত্র অভিনেতা: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
ইমন, ‘মায়া’
ক্যারিয়ারে ভালো কাজের সুযোগ কম পেয়েছি। সুযোগ পেলে চেষ্টা থাকে ভালো করার। মায়ার সেই চেষ্টা বিফলে যায়নি। দর্শক, সমালোচক—দুই ক্যাটাগরিতে মেরিল-প্রথম আলোর মনোনয়ন সেটাই প্রমাণ করে। দর্শকদের ধন্যবাদ, আমাকে ভোট দিয়ে চূড়ান্ত মনোনয়নে নিয়ে আসার জন্য। আমার সব ভালোবাসা আমার দর্শকদের জন্য সব সময়।
প্রীতম হাসান, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
কাছের মানুষ দূরে থুইয়া আমার পছন্দের কাজ। নায়ক হিসেবে এই কাজে আমি ব্যাপক পরিচিতি পেয়েছি। দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়নে এসে অনেক ভালো লাগছে। কাজটি তাঁরা হিট করেছেন। এখন আমাকে ভোট দিয়ে এগিয়ে রেখেছেন, আমি কৃতজ্ঞ তাঁদের কাছে। আশা করি যে প্রাপ্য সে–ই পুরস্কৃত হবেন।
শাকিব খান, ‘তুফান’
যেকোনো সঠিক কাজের মূল্যায়ন করতে পারাটাও সুন্দর, ‘তুফান’ তেমনই কিছু একটা। এই সুন্দরের ধারাবাহিকতা বজায় থাকুক।
শরীফুল রাজ, ‘দেয়ালের দেশ’
‘দেয়ালের দেশ’-এর ‘বৈশাখ’ চরিত্রের জন্য মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪-এ মনোনীত হয়ে আমি সন্মানিত বোধ করছি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র ল প রথম আল র চলচ চ ত র প রস ক র র জন য র র জন
এছাড়াও পড়ুন:
এমবাপ্পে–পিএসজি মুখোমুখি: একের ভেতর অনেক লড়াই
২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ৭ বছর পিএসজিতে ছিলেন এমবাপ্পে। এ সময়ে পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের অনেক চেষ্টা করেছেন এই ফরাসি তারকা। পিএসজিও চেয়েছিল এমবাপ্পের হাত ধরে ইউরোপসেরা হতে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি কোনো পক্ষেরই। উল্টো এমবাপ্পে পিএসজি ছাড়ার ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় প্যারিসের ক্লাবটি।
আরও পড়ুনএমবাপ্পে চান, পিএসজি তাঁর আগে চ্যাম্পিয়নস লিগ না জিতুক০৯ ডিসেম্বর ২০২৪এমবাপ্পের পিএসজি ছাড়া অবশ্য খুব একটা সহজ ছিল না। কয়েক বছর ধরেই দলবদলে এমবাপ্পে চেয়েছিলেন পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে। একাধিকবার নাটকীয়ভাবে এমবাপ্পের রিয়ালে যাওয়া পিএসজি ঠেকিয়ে দিলেও শেষ পর্যন্ত আর পারেনি।
এমবাপ্পে যখন পিএসজিতে ছিলেন