বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই শ্রমিকরা আজও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের জীবনমান অত্যন্ত নিচু। এটি মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ।

বর্তমানে চা শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে ন্যূনতম জীবনধারণও অত্যন্ত কষ্টসাধ্য। বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিশুশিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে তারা প্রতিদিন দারিদ্র্য ও কষ্টের সঙ্গে লড়াই করে চলেছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এই পরিস্থিতিতে চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রথমত, তাদের মজুরি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে তারা পরিবার নিয়ে সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তাদের সন্তানরা দারিদ্র্যের চক্র থেকে মুক্ত হতে পারে। তৃতীয়ত, শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, যেন মালিকপক্ষ শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটবে। সেটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক হবে।

জাফরিন সুলতানা

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।

অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল

সম্পর্কিত নিবন্ধ