চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করুন
Published: 21st, May 2025 GMT
বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই শ্রমিকরা আজও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের জীবনমান অত্যন্ত নিচু। এটি মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ।
বর্তমানে চা শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে ন্যূনতম জীবনধারণও অত্যন্ত কষ্টসাধ্য। বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিশুশিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে তারা প্রতিদিন দারিদ্র্য ও কষ্টের সঙ্গে লড়াই করে চলেছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এই পরিস্থিতিতে চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রথমত, তাদের মজুরি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে তারা পরিবার নিয়ে সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তাদের সন্তানরা দারিদ্র্যের চক্র থেকে মুক্ত হতে পারে। তৃতীয়ত, শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, যেন মালিকপক্ষ শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটবে। সেটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক হবে।
জাফরিন সুলতানা
শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫