ফ্রান্সের জাতীয় ফুটবল দল ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে তরুণ প্রতিভা রায়ান চেরকির প্রথমবারের মতো ডাক পাওয়া অন্যতম চমক। দিদিয়ের দেশঁম নেতৃত্বাধীন এই দলটি আগামী ৫ জুন জার্মানির স্টুটগার্টে স্পেনের মুখোমুখি হবে। চেরকি, যিনি অলিম্পিক লিয়ঁর হয়ে এই মৌসুমে ৮টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

তবে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। তাদের অনুপস্থিতিতে রক্ষণভাগে সুযোগ পেয়েছেন পিয়েরে কালুলু ও লোইক বাদে।

আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মার্কাস থুরাম, র‌্যান্ডাল কোলো মুয়ানি ও ব্র্যাডলি বারকোলা রয়েছেন, যারা সবাই সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে ভালো ফর্মে আছেন।

আরো পড়ুন:

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাজ্য-কানাডা-ফ্রান্সের

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স

মাঝমাঠে অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, ম্যাটেও গুয়েনদোজি, মানু কোনে ও ওয়ারেন জাইরে-এমেরি দলের ভারসাম্য রক্ষা করবেন।

গোলরক্ষক হিসেবে মাইক মাইনিয়ান, লুকাস চেভালিয়ার ও ব্রাইস সাম্বা দলে রয়েছেন।

ফ্রান্সের স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ দেখা যাচ্ছে, যা দলটির ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত।

দলটি যদি সেমিফাইনালে স্পেনকে হারাতে পারে তবে ৮ জুন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে জার্মানি বা পর্তুগালের মুখোমুখি হবে।

ফ্রান্সের ২৫ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: মাইক মাইনিয়ান (এসি মিলান), লুকাস চেভালিয়ার (লিল), ব্রাইস সাম্বা (রেন)।

রক্ষণভাগ: থিও হার্নান্দেজ (এসি মিলান), লুকাস হার্নান্দেজ (পিএসজি), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), বেঞ্জামিন পাভার্ড (ইন্টার মিলান), লোইক বাদে (সেভিয়া), মালো গুস্তো (চেলসি), পিয়েরে কালুলু (জুভেন্টাস), ক্লেমেন্ট লেংলে (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস ডিগনে (অ্যাস্টন ভিলা)।

মাঝমাঠ: অরেলিয়েন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ম্যাটেও গুয়েনদোজি (লাজিও), মানু কোনে (রোমা), আদ্রিয়েন রাবিও (মার্সেই), ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

আক্রমণভাগ: কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (পিএসজি), মার্কাস থুরাম (ইন্টার মিলান), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান চেরকি (লিয়ঁ), দেজিরে দোউই (পিএসজি), র‌্যান্ডাল কোলো মুয়ানি (জুভেন্টাস), মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ)।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ইন ল প এসজ

এছাড়াও পড়ুন:

ছোট্ট রাখির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরে রাজৈরে রাখি মজুমদার নামে ছয় বছরের এক মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাখি রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, শনিবার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শিশিরের পরিবারের সদস্যদের। তবে বাড়ির পাশে রথযাত্রার মেলায় যাওয়ার বায়না ধরে ছোট শিশু রাখি। অনেক বোঝালেও বিয়ে বাড়িতে যেতে নারাজ ছিল সে। একপর্যায়ে কিছু টাকা দিয়ে তাকে একা বাড়িতে রেখেই বিয়ের অনুষ্ঠানে যান তার মা। কয়েক ঘণ্টা পর বাড়িতে এসে রান্না ঘরের দরজা খুলতেই দেখেন, আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থা ঝুলছে মেয়ে। খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করে রাজৈর থানা-পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। 

নিহতের স্বজন কালীদাস মজুমদার জানান, রাখিকে রান্না ঘরের চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তার মা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে মরদেহ বাড়িতে এনে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, সবাই চেয়েছিল বিয়ে বাড়ি থেকে খেয়ে ফেরার পর রথের মেলায় যাবে। 

তবে ঘটনাটি রহস্যজনক বলছে পুলিশ।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ