চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতা আরও বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাব।

বৃহস্পতিবার রাজধানীতে অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে স্মারক স্বাক্ষর করেন বিএসপিএর প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান এবং বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাবের অলিভিয়া ছু।

অনুষ্ঠানে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, ‘‘সমঝোতা স্মারক স্বাক্ষর চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতার একটি নতুন পদক্ষেপ। আমরা আশাকরি, এ পদক্ষেপের মাধ্যমে আমরা আরও নতুন অনুষ্ঠান এবং নানা বিষয়ে সহযোগিতা করবো।’’

তিনি আরও বলেন, ‘‘চীন সরকার দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। চীনের খেলোয়াড়রা বিভিন্ন খেলায় বিশ্ব সুনাম অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ক্রীড়াকে গুরুত্ব দেন। দূতাবাস প্রতিবছর বিভিন্ন খেলার আয়োজনও করছে।’’

বিএসপিএ প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান বলেন, ‘‘চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এই সমঝোতা স্মারক একটি মাইলফলক হয়ে থাকবে। চীনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক রয়েছে, স্পোর্টসেও আছে। অলিম্পিকে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে চীন। আমাদের দেশের খেলাধুলায় চীনের সহযোগিতা চাই আমরা।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা চাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা আরও  প্রশিক্ষিত হোক, যন্ত্রপাতিতে আরও স্বয়ংসম্পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা চীনের সহযোগিতা চাই। আমরা জার্নালিজম কেন্দ্রিক আরও ওয়ার্কশপের আয়োজন করতে চাই। এতে করে সাংবাদিকতার পাশাপাশি চীন সম্পর্কে জানার সুযোগ বাড়বে।’’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপিএর সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যরা এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা।

ঢাকা/হাসান//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন স ম রক স সহয গ ত সমঝ ত ব এসপ

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে কলেজছাত্রকে পল্লিচিকিৎসকের ছুরিকাঘাতের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলায় পল্লিচিকিৎসকের ছুরিকাঘাতে আবুল হোসেন ওরফে রাফি (১৮) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল হোসেন অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত পল্লিচিকিৎসক মো. শাহীন (৫৫) একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে বিকেলে অশ্বদিয়া ইউনিয়নের সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলেন আবুল হোসেন ও তাঁর বন্ধুরা। খেলতে গিয়ে মো. সায়েম নামের এক শিক্ষার্থীর হাতে লেগে অপর বন্ধু রুমনের ঠোঁট ফেটে যায়। পরে তাঁরা রুমনকে চিকিৎসার জন্য চাঁন মিয়ার মোড়ের পল্লিচিকিৎসক মো. শাহীনের কাছে নিয়ে যান।

আবুল হোসেনের বন্ধু সায়েম বলেন, চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শাহীন পাশের চায়ের দোকান থেকে একটি ছুরি এনে আবুল হোসেনের গলার নিচে আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন।

তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শাহরিয়ার বলেন, আহতের গলার ভেতরে তিন ইঞ্চির মতো গভীর কেটে গেছে এবং ধমনি ছিঁড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছুরিকাঘাতে এক কলেজছাত্র আহত হওয়ার ঘটনা আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযুক্ত পল্লিচিকিৎসক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত নিবন্ধ