যা লেখা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্র হৃদয় তরুয়ার ফলাফল বিবরণীতে
Published: 22nd, May 2025 GMT
সদ্য পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে একে একে খুঁজে বেড়াচ্ছেন নিজেদের ফলাফল বিবরণী (গ্রেডশিট)। পাতা ওল্টাতেই চোখ আটকাল একটি নামে, গ্রেডশিটের নিচে এক কোণে ইংরেজিতে লেখা, ‘হি স্যাক্রিফাইস হিজ লাইভস ইন অ্যান্টি–ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট’ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে তাঁর জীবন উৎসর্গ করেছে)।
ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের। গতকাল বুধবার ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে পরীক্ষা দেওয়ার আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান তিনি। বেঁচে থাকলে হৃদয়ও পরীক্ষা দিতেন। ফল প্রকাশের দিনটিতে আগ্রহভরে নিজের গ্রেডশিট দেখতেন। পরীক্ষায় না বসলেও তাঁর স্মরণে বিশেষ গ্রেডশিট তৈরি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে সম্মান জানানো হয়েছে জুলাই আন্দোলনের এই শহীদকে।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দরিদ্র পরিবারের ছেলে হৃদয়। বাবা রতন চন্দ্র তরুয়া পেশায় কাঠমিস্ত্রি। গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন হৃদয়। পরে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন।
ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষাটি শুরু হয়েছিল গত বছরের ৫ নভেম্বর, হৃদয়ের মৃত্যুর সাড়ে তিন মাস পর। আটটি কোর্সের ওই বর্ষের পরীক্ষা শেষ হয় ২২ ডিসেম্বর। পরীক্ষা দেননি বলে গ্রেডশিটে সব পরীক্ষায় তাঁর নম্বর এসেছে শূন্য।
গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ের পরীক্ষার ওই ফলাফলের গ্রেডশিট ছড়িয়ে পড়েছে। অনেকেই হৃদয়ের এই ত্যাগ নিয়ে বিভিন্ন আবেগঘন পোস্ট দিচ্ছেন।
হৃদয় চন্দ্র তরুয়ার গ্রেড শিট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ বর ষ র ফল ফল
এছাড়াও পড়ুন:
ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে
ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন
গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।
ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।
একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)
পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।
অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণকাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।
কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।
রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।
ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।
আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণকাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।
কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।
পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।
হাতে কাপড় ধোওয়ার সময়ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ
মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ
বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ
কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ীসিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)
সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)
খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।
দাগ দূর করার টিপসকোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।
পরে পানিতে ভিজিয়ে নিন।
এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।
পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবেকাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।
কাপড় হবে নরম ও আরামদায়ক।
লন্ড্রি পড ব্যবহার করলেছোট লোড: ১ পড
মাঝারি লোড: ২ পড
বড় লোড: ৩ পড
সূত্র: গুড হাউসকিপিং
আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে