বাণিজ্য সংগঠন বিধিমালাকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ
Published: 22nd, May 2025 GMT
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সভাপতি, সহসভাপতিসহ সব পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাহী কমিটি বা পর্ষদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২৪ মাস। টানা দুবার নির্বাহী কমিটি বা পর্ষদে থাকলে একবার নির্বাচনে বিরতি দিতে হবে।
এমন বিধান রেখেই সংশোধিত বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা ও এফবিসিসিআইয়ের সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নতুন বিধিমালাকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়িক সংগঠনে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো.
লিখিত বক্তব্যে জাকির হোসেন নয়ন বলেন, ‘৩১ বছর ধরে ব্যবসায়ীদের চাহিদা ছিল, একটি যুগোপযোগী বিধিমালা প্রণয়ন। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নতুন বিধিমালা আগামী দিনগুলোয় এফবিসিসিআইসহ দেশের সব বাণিজ্য সংগঠনের স্বকীয়তা ও সক্ষমতা বৃদ্ধি করবে। এর ফলে দেশের ব্যবসায়িক সংগঠনগুলোয় ৩ কোটি ৫০ লাখ ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত হবে।’
জাকির হোসেন নয়ন আরও বলেন, ‘নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার হবে ৪৬ জনের। দেশের বিভিন্ন চেম্বার থেকে ১৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থান ও বার্ষিক প্রদত্ত রাজস্ব বিবেচনায় একটি মহিলা চেম্বারসহ ৬টি চেম্বারের প্রতিনিধি এবং একটি মহিলা অ্যাসোসিয়েশনসহ ৬টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য হবেন। পরিচালনা পর্ষদে নারীদের অন্তর্ভুক্তি আমাদের অনেক দিনের দাবি ছিল।’
বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) আহ্বায়ক আরও বলেন, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা সংস্কারে বিভিন্ন চেম্বার ও পণ্যভিত্তিক ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আমাদের আলোচনা ও মতামতের জন্য বিভিন্ন সময়ে সভার আয়োজন করা হয়। এসব সভার মতামতের ভিত্তিতে আমাদের ১২ দফা সুপারিশ এফবিসিসিআই প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে আমাদের ৬ থেকে ৭টি সুপারিশ নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত হয়েছে, যা ব্যবসায়িক সংগঠনগুলোর সংস্কারে আমাদের অনেক দিনের দাবি ছিল। তাই এই উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য সাইদা আক্তার, নোয়াখালী চেম্বারের সভাপতি আবদুল মতিন ও রাঙামাটি চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ণ জ য স গঠন ব ধ ম ল নত ন ব ধ ম ল স ব গত জ ন ব যবস য় আম দ র
এছাড়াও পড়ুন:
দাখিলে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। দাখিলে গড় পাসের হার ৬৮ দশমিক শূন্য ৯ শতাংশ। গতবার ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১৪ হাজার ২০৬ জন।
আজ বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়।
এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফল প্রকাশ করেছে। তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আজ বেলা দুইটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে এবার ৯ হাজার ৬৮টি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। এর মধ্যে ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন আর ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন।