দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সভাপতি, সহসভাপতিসহ সব পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাহী কমিটি বা পর্ষদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২৪ মাস। টানা দুবার নির্বাহী কমিটি বা পর্ষদে থাকলে একবার নির্বাচনে বিরতি দিতে হবে।

এমন বিধান রেখেই সংশোধিত বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা ও এফবিসিসিআইয়ের সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)।

আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নতুন বিধিমালাকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়িক সংগঠনে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো.

জাকির হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক জাকির হোসেন নয়ন।

লিখিত বক্তব্যে জাকির হোসেন নয়ন বলেন, ‘৩১ বছর ধরে ব্যবসায়ীদের চাহিদা ছিল, একটি যুগোপযোগী বিধিমালা প্রণয়ন। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নতুন বিধিমালা আগামী দিনগুলোয় এফবিসিসিআইসহ দেশের সব বাণিজ্য সংগঠনের স্বকীয়তা ও সক্ষমতা বৃদ্ধি করবে। এর ফলে দেশের ব্যবসায়িক সংগঠনগুলোয় ৩ কোটি ৫০ লাখ ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত হবে।’

জাকির হোসেন নয়ন আরও বলেন, ‘নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার হবে ৪৬ জনের। দেশের বিভিন্ন চেম্বার থেকে ১৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থান ও বার্ষিক প্রদত্ত রাজস্ব বিবেচনায় একটি মহিলা চেম্বারসহ ৬টি চেম্বারের প্রতিনিধি এবং একটি মহিলা অ্যাসোসিয়েশনসহ ৬টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য হবেন। পরিচালনা পর্ষদে নারীদের অন্তর্ভুক্তি আমাদের অনেক দিনের দাবি ছিল।’

বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) আহ্বায়ক আরও বলেন, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা সংস্কারে বিভিন্ন চেম্বার ও পণ্যভিত্তিক ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আমাদের আলোচনা ও মতামতের জন্য বিভিন্ন সময়ে সভার আয়োজন করা হয়। এসব সভার মতামতের ভিত্তিতে আমাদের ১২ দফা সুপারিশ এফবিসিসিআই প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে আমাদের ৬ থেকে ৭টি সুপারিশ নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত হয়েছে, যা ব্যবসায়িক সংগঠনগুলোর সংস্কারে আমাদের অনেক দিনের দাবি ছিল। তাই এই উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী, সদস‍্য সাইদা আক্তার, নোয়াখালী চেম্বারের সভাপতি আবদুল মতিন ও রাঙামাটি চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য স গঠন ব ধ ম ল নত ন ব ধ ম ল স ব গত জ ন ব যবস য় আম দ র

এছাড়াও পড়ুন:

বাণিজ্য সংগঠন বিধিমালাকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সভাপতি, সহসভাপতিসহ সব পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাহী কমিটি বা পর্ষদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২৪ মাস। টানা দুবার নির্বাহী কমিটি বা পর্ষদে থাকলে একবার নির্বাচনে বিরতি দিতে হবে।

এমন বিধান রেখেই সংশোধিত বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা ও এফবিসিসিআইয়ের সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)।

আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নতুন বিধিমালাকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়িক সংগঠনে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই)। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. জাকির হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক জাকির হোসেন নয়ন।

লিখিত বক্তব্যে জাকির হোসেন নয়ন বলেন, ‘৩১ বছর ধরে ব্যবসায়ীদের চাহিদা ছিল, একটি যুগোপযোগী বিধিমালা প্রণয়ন। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নতুন বিধিমালা আগামী দিনগুলোয় এফবিসিসিআইসহ দেশের সব বাণিজ্য সংগঠনের স্বকীয়তা ও সক্ষমতা বৃদ্ধি করবে। এর ফলে দেশের ব্যবসায়িক সংগঠনগুলোয় ৩ কোটি ৫০ লাখ ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত হবে।’

জাকির হোসেন নয়ন আরও বলেন, ‘নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার হবে ৪৬ জনের। দেশের বিভিন্ন চেম্বার থেকে ১৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থান ও বার্ষিক প্রদত্ত রাজস্ব বিবেচনায় একটি মহিলা চেম্বারসহ ৬টি চেম্বারের প্রতিনিধি এবং একটি মহিলা অ্যাসোসিয়েশনসহ ৬টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য হবেন। পরিচালনা পর্ষদে নারীদের অন্তর্ভুক্তি আমাদের অনেক দিনের দাবি ছিল।’

বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) আহ্বায়ক আরও বলেন, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা সংস্কারে বিভিন্ন চেম্বার ও পণ্যভিত্তিক ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আমাদের আলোচনা ও মতামতের জন্য বিভিন্ন সময়ে সভার আয়োজন করা হয়। এসব সভার মতামতের ভিত্তিতে আমাদের ১২ দফা সুপারিশ এফবিসিসিআই প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে আমাদের ৬ থেকে ৭টি সুপারিশ নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত হয়েছে, যা ব্যবসায়িক সংগঠনগুলোর সংস্কারে আমাদের অনেক দিনের দাবি ছিল। তাই এই উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) উপদেষ্টা গিয়াস উদ্দিন চৌধুরী, সদস‍্য সাইদা আক্তার, নোয়াখালী চেম্বারের সভাপতি আবদুল মতিন ও রাঙামাটি চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া।

সম্পর্কিত নিবন্ধ