বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে দায়ের করা মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার সন্ধ্যায় মামলার শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠান।

মামলা সূত্রে জানা যায়, সুপার জাহাঙ্গীর আলম ২০২১ সালে ওই মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির ৩৭ হাজার টাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বগুড়া থানা রোডের অগ্রণী ব্যাংক শাখায় পাঠায়। এই টাকা শিক্ষকদের মাঝে বিতরণের নিয়ম। কিন্তু সুপার কাউকে না জানিয়ে এই টাকা তুলে আত্মসৎ করেন। এ ঘটনায় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল বাদী হয়ে ২০২৩ সালের ২৩ মে আদালতে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় সুপারের বিরুদ্ধে আদালতে গত বছরের ২ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।

এই মামলার সোমবার ছিল শুনানির তারিখ। ওই দিন সুপার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, মাদরাসার সুপারের বিরুদ্ধে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। নিয়োগ নিয়ে নানা প্রতারণা করেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম দর স র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ