তুলনামূলক বাড়তি দামেও টিসিবির লাইনে ভিড় কমেনি, রাজশাহীতে বিক্রি শুরু
Published: 22nd, May 2025 GMT
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী নগরে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরের ১০টি ওয়ার্ডে পৃথক ট্রাকে করে ৩ ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। গত ঈদের তুলনায় এবার প্রতি কেজি সয়াবিন তেলে ৩৫ টাকা, মসুর ডালে ২০ টাকা, চিনিতে ১৫ টাকা বাড়িয়েছে সরকার।
তবে পণ্যের দাম বাড়লেও লাইনে মানুষের ভিড় দেখা গেছে। কেউ কেউ কয়েকবার পণ্য নিতে পারলেও অনেকের ভাগ্যেই পণ্য জোটেনি। টিসিবির লাইনে এই অব্যবস্থাপনার মধ্য দিয়েই সকাল সাড়ে ১০টা থেকে পণ্য বিক্রি শুরু হয়। আগামী ১০ দিন নগরের ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব পণ্য বিক্রির পরিকল্পনা আছে।
টিসিবির রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাক থেকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ১টি প্যাকেজে ৩টি পণ্য মোট ৫১৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২ লিটার সয়াবিন তেলের দাম ২৭০ টাকা, ২ কেজি মসুর ডালের দাম ১৬০ টাকা এবং ১ কেজি চিনির দাম ৮৫ টাকা। গত রমজানের ঈদে সয়াবিন তেল ১০০ টাকা লিটার, মসুর ডাল ৬০ টাকা কেজি এবং চিনি ৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতবারের তুলনায় এবার এসব পণ্যের দাম অনেকটা বেড়েছে। আগামী ৩ জুন পর্যন্ত শুক্র, শনিবারসহ এসব পণ্য বিক্রি করা হবে।
আজ নগরের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দিনব্যাপী পণ্যগুলো বিক্রি করা হয়। নগরের ৯ নম্বর ওয়ার্ডের শাহমখদুম দরগার সামনে পণ্য বিক্রি শুরু হয়েছে সকাল সাড়ে ১০টায়। ওই এলাকায় পণ্য নেওয়ার জন্য লোকজনকে হুড়োহুড়ি করতে দেখা গেছে। অনেকে একাধিকবার লাইনে দাঁড়ানোরও চেষ্টা করেন। জায়গাটিতে নারীদের লাইনে ভিড় ছিল সবচেয়ে বেশি। ডিলার হজরত আলী নিজেই ট্রাক থেকে নেমে লাইন ঠিক করছিলেন। পরে আবার টাকা নিয়ে পণ্যও হাতে তুলে দিচ্ছিলেন। তিনি বলেন, পণ্যের দাম বেড়েছে, তবে মানুষ কমেনি।
ওই এলাকায় এক ঘণ্টা ধরে পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন মজিবুর রহমান। তিনিও জানান, গতবারের তুলনায় এবার পণ্যের দাম বেড়েছে। তবুও এই বাজারের তুলনায় কম, তাই লাইনে ভিড় বেশি।
নগরের ৯ নম্বর ওয়ার্ডের রাজীব চত্বরে পণ্য পাওয়ার জন্য রীতিমতো লাইনে ধাক্কাধাক্কি ও ঝগড়া পর্যন্ত বেঁধে যাচ্ছিল। এই জায়গায় কয়েকজন নারী একাধিকবার পণ্য নেওয়ার কথা স্বীকারও করেছেন। ডিলার নারীদের উদ্দেশে বারবার বলেন, তিনি দুবার পণ্য দেবেন না। বারবার তিনি উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে তিনি পণ্য বিক্রি করে চলে যান। তবে সেখান থেকে পণ্য না পেয়ে কয়েকজন নারী ফিরে যান।
জোছনা বেগম বেলা ১১টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন। বেলা একটার দিকে হঠাৎ লাইনে ধাক্কাধাক্কি শুরু হলে তিনি লাইন থেকে ছিটকে পড়েন। পরে তিনি আর লাইনে ঢুকতে পারছিলেন না। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ডিলারের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁকে পণ্য দেওয়া হয়।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, ঈদ উপলক্ষে উন্মুক্ত ট্রাকে পণ্য বিক্রি শুরু হয়েছে। আগামী ১০ দিন এটি অব্যাহত থাকবে। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন পণ্য কিনতে পারবেন। একজন যেন একবারই পণ্য নিতে পারেন, সে জন্য সবার সহযোগিতা লাগবে।
পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সব জায়গায় দাম বেড়েছে। পণ্যের দাম বেড়েছে। এ কারণে হয়তো সরকারও দাম বাড়িয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে: ফখরুল
অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজার হাজার ছাত্র–জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।
একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে।’
দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’
এমন পরিস্থিতিতে দলের প্রতিটি নেতা–কর্মীকে সতর্ক অবস্থায় থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি শুরু হবে ২৫ মে। ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিন শাহাদতবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতা–কর্মীরা।