ইউনিয়ন পরিবার কল্যাণ কার্যালয় দখল করে পুলিশ তদন্তকেন্দ্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ কারণে ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা সেবা মিলছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিলেও কোনো সমাধান আসছে না।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কাটখাল বাজারে কাটখাল ইউনিয়নে। পরিবার পরিকল্পনা বিভাগের চারতলা ভবনে ৭ বছর ধরে চলছে পুলিশ তদন্ত কেন্দ্র।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, এমনিতেই হাওর এলাকার মানুষ কোনো ধরনের চিকিৎসাসেবা সেভাবে পান না। তার ওপর এখানকার মানুষ অনেক অসচেতন। এ রকম একটি এলাকায় পরিবার কল্যাণকেন্দ্র তৈরি হয়েও চালু না হওয়ায় প্রজননসংক্রান্ত জ্ঞান ও সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

বিল্লাল মিয়া নামে একজন বলেন, ‘বাড়ির কাছেই একটি স্বাস্থ্যকেন্দ্র হয়েছে। সেটি দীর্ঘদিনেও চালু না হওয়ায় এলাকার মানুষকে কয়েক মাইল পাড়ি দিয়ে মিঠামইন সদরে অথবা কিশোরগঞ্জ শহরে গিয়ে সেবা নিতে হচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে।’

কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম রাজনৈতিক মামলার কারণে আত্মগোপনে। পরিবার কল্যাণকেন্দ্রের বিষয়ে কথা বলার জন্য একাধিকবার কল করলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে প্যানেল চেয়ারম্যান জয়নাল মিয়া জানিয়েছেন, এ ইউনিয়নে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। এখানে যে পরিবার কল্যাণকেন্দ্রটি রয়েছে, সেটি প্রায় ৭ বছর ধরে পুলিশ তদন্তকেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগের কোনো কর্মী নেই, কোনো সেবাও দেওয়া হচ্ছে না। তাঁর ভাষ্য, গণপূর্ত বিভাগ পুলিশ তদন্তকেন্দ্রের জন্য নতুন একটি তিনতলা ভবন করেছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যার কারণে সেটি এখনও চালু হয়নি। পয়ঃনিষ্কাশন লাইনটি যেহেতু বাইরে নিতে হবে, সেই কারণে গণপূর্ত বিভাগ সেটি করতে পারছে না। তবে কর্তৃপক্ষ তহবিল দিলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেটি করে দেওয়া যাবে।

বিষয়টি নিয়ে কথা হয় মিঠামইন থানার ওসি আলমগীর কবীরের সঙ্গে। তিনি জানান, গত মঙ্গলবার কেন্দ্রটি পরিদর্শন করেছেন তিনি। ওই এলাকায় পুলিশ তদন্তকেন্দ্রের জন্য গণপূর্ত বিভাগ একটি তিনতলা ভবন করে দিয়েছে। পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সেখানে তদন্তকেন্দ্র স্থানান্তর করা যাচ্ছে না। 

এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীরকে প্রশ্ন করলে বলেন, এ বিষয়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি চিঠি এসেছিল। মূল ভবন এলাকায় জলাবদ্ধতাসহ কোনো সমস্যা থাকলে তা সংস্কার ও সেটি গণপূর্ত বিভাগ করে দিতে পারে। পুলিশ তদন্তকেন্দ্রের পয়ঃনিষ্কাশনের লাইনটি অন্যের জায়গার ওপর দিয়ে নিতে হবে। এজন্য গণপূর্তের কাছে আলাদা কোনো তহবিল বরাদ্দ নেই। ইউনিয়ন পরিষদ যেহেতু পরিষেবা বিল নেয়, ফলে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ইউনিয়ন পরিষদের।

ইউনিয়ন পরিবার কল্যাণকেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে কথা হয় কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সঙ্গে। তাঁর ভাষ্য, তিনি এ জেলায় যোগদান করেছেন গত ৯ এপ্রিল। আগের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি লিখেছেন। তিনিও চিঠি লিখবেন। 

তবে পরিবার পরিকল্পনা বিভাগে জনবল সংকটের কথা জানিয়ে তিনি বলেন, এ জেলায় বিভিন্ন পর্যায়ের ৬০ শতাংশ পদই শূন্য। নিয়োগ পরীক্ষা হলেও মামলার কারণে নিয়োগ বন্ধ হয়ে আছে। ২০১৪ সালে একটি নিয়োগ পরীক্ষা হয়। মামলার কারণে নিয়োগ বন্ধ হয়ে আছে। ২০২২ সালেও একটি নিয়োগ পরীক্ষা হয়েছে। এবারও মামলার কারণে নিয়োগ বন্ধ। তিনি জানান, ইউনিয়নের সংখ্যা অনুযায়ী একেকটি উপজেলায় ৮ থেকে ১০টি পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। জনবল সংকটের কারণে কোনো কোনো কর্মীকে একাধিক কেন্দ্রের দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব কারণে প্রত্যাশামতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ গণপ র ত ব ভ গ প ল শ তদন ত এক ধ ক

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ