‘পক্ষপাতমূলক’ নির্বাচন কমিশন দেখতে চায় না এনসিপি
Published: 23rd, May 2025 GMT
নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এই আচরণ মেনে নেবে না। তারা ইসির পুনর্গঠন চায়। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও বলেছেন দলটির নেতারা।
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোনের ব্যানারে এই সমাবেশে এনসিপির নেতারা এ কথা বলেন।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক এস এম শাহরিয়ার বলেন, বর্তমান ইসি গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। আরেক যুগ্ম মুখ্য সমন্বয়ক মুহাম্মদ মুরসালিন বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র কারা চায় না, এটা সবাই জানে। সরকার ঘোষিত ৩০ কার্যদিবসের মধ্যে আর ২১ কার্যদিবস বাকি আছে। এর মধ্যে ঘোষণাপত্র জারি না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে। ফ্যাসিবাদী আমলের বিতর্কিত আইনে গঠিত সেই ইসির পুনর্গঠন করতে হবে। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।
বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে বলে মন্তব্য করেন দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, তারা (বিএনপি) বাংলাদেশে আরেকটি ওয়ান-ইলেভেন আনতে চায়। ওয়ান-ইলেভেনের মাধ্যমে বাংলাদেশকে অচল করার পেছনে যে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন, সেগুলো ঢেলে সাজাতে হবে।
আরও পড়ুনফেসবুকে উপদেষ্টা ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের পোস্ট৭ ঘণ্টা আগেএনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, বিএনপি গণ-অভ্যুত্থানের সরকারকে হটিয়ে নোংরা কায়দায় ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে। বিএনপি সংস্কার শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনারদের বসিয়েছে, অ্যাটর্নি জেনারেলকে বসিয়েছে। একইভাবে উচ্চ ও নিম্ন আদালত, আমলাতন্ত্রসহ অন্য সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের লোক বসিয়েছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হলেও তেমন কোনো পরিস্থিতি এখন নেই। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যেই ফেসবুকে ঐক্যের আহ্বান দেখা যায়।দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক এস এম শাহরিয়ার বলেন, বর্তমান ইসি গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। আরেক যুগ্ম মুখ্য সমন্বয়ক মুহাম্মদ মুরসালিন বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র কারা চায় না, এটা সবাই জানে। সরকার ঘোষিত ৩০ কার্যদিবসের মধ্যে আর ২১ কার্যদিবস বাকি আছে। এর মধ্যে ঘোষণাপত্র জারি না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কদমতলী থানার প্রতিনিধি মো.
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের প্রতিক্রিয়ায় স্থানীয় সরকারের নির্বাচন ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবি সামনে আনে এনসিপি। দুই পক্ষ পাঁচজন উপদেষ্টার পদত্যাগের দাবিও সামনে আনে। এরই মধ্যে গতকাল বিকেল থেকে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তির ঐক্যের আহ্বান নিয়ে ফেসবুকে সরব হতে দেখা যায় এনসিপির নেতাদের।
গতকাল বিকেল পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর এক দিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।’
এনসিপির উল্লেখযোগ্য নেতাদের কেউ কেউ মাহফুজ আলমের এই পোস্ট কপি ও শেয়ার করেন। গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাদের অনেকেও মাহফুজের পোস্ট কপি ও শেয়ার করেন। সন্ধ্যার পর এনসিপি নেতারা ফেসবুকে ঐক্যের ডাক দিতে শুরু করেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লিখেছেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয়, বরং আমাদের দেশের জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’ এ ছাড়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি পোস্ট করে ঐক্যের বার্তা দিয়েছেন।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যেই ফেসবুকে ঐক্যের আহ্বান দেখা যায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য গ ম ম খ য সমন বয়ক এনস প র উপদ ষ ট ফ সব ক র জন য ন বল ন ইসল ম ব এনপ সরক র গতক ল
এছাড়াও পড়ুন:
লালগালিচায় তারকারা, শুরু হলো মেরিল–প্রথম আলো পুরস্কার
লালগালিচায় তারকাদের উপস্থিতি বাড়ছে। জমকালো সাজে আলো ছড়াচ্ছেন তাঁরা। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে মুখর হতে থাকে লালগালিচা। আজ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪ দেওয়া হবে।
লালগালিচায় স্ত্রীর সঙ্গে আফজাল হোসেন