পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল কেন?
Published: 23rd, May 2025 GMT
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভারত ভাগের সময় যুক্ত বাংলা চেয়েছিলেন। অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এমনটাই চাওয়া ছিল তার। এতে সায় ছিল মহাত্মা গান্ধীরও। কিন্তু তার আগের বছর অর্থাৎ ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম দাঙ্গা হয়েছিল। এই দাঙ্গার প্রভাব পড়েছিল দেশ ভাগেও। কীভাবে ভারত ভাগ হয়েছিল, আর সেই ভাগে বাংলা দিখণ্ডিত হয়েছিল চলুন সেই ইতিহাসের দিকে ফিরে তাকানো যাক।
১৯৪৭ সালের আগস্ট মাসে ভারত ভাগ করে তৈরি হয়েছিল দুইটি স্বাধীন রাষ্ট্র। লাখ লাখ মানুষ ছিন্নমূল হয়েছিলেন, ভেঙে গিয়েছিল অনেক পরিবার। ১৯৪৭ সালের ৩ রা জুন তৎকালীণ বড় লাট লর্ড মাউন্টব্যাটেন যখন ভারত ভাগের ঘোষণা করলেন তার কয়েক মাস আগের কথা, কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি থেকে সদ্য পদত্যাগ করা শরৎচন্দ্র বসু সেই সময় প্রদেশের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কমিউনিস্ট নেতা আবুল হাসেমসহ বেশ কয়েকজন নেতা চিন্তা-ভাবনা করছিলেন যে, কীভাবে বাংলাকে দ্বিখণ্ডিত হওয়া থেকে বাঁচানো যায়। তারা যৌথভাবে তৈরি করলেন ‘ইউনাইটেড বেঙ্গল প্ল্যান’ বা যুক্ত বঙ্গ প্রস্তাব। তারা চেয়েছিলেন, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা সংযুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক। ’’
আরো পড়ুন:
ভারতের ‘গোর্খা রেজিমেন্ট’ সম্পর্কে কতটা জানেন?
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়নি: বিক্রম মিশ্রি
মোহাম্মদ আলী জিন্নাহ-এর নেতৃত্বে যখন মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্ব অনুসারে ভারতকে দুইভাগে ভাগ করতে চাইছেন, সেই দলেরই নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী তখন চূড়ান্ত করছেন যুক্তবঙ্গ প্রস্তাব।
আলিমুজ্জামান, সোহরাওয়ার্দী গবেষক বলেন, ‘‘সোহরাওয়ার্দীর যে রাজনীতি সেটা মুসলিম লীগের হলেও বাংলা নিয়েই তার রাজনীতি ছিল। যখন দেখলেন যে বাংলা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে, বা ভারতের দিকে চলে যাচ্ছে সেটাতে তার আপত্তি ছিল। বাঙালি জাতিয়তাবাদে তিনি বিশ্বাসী ছিলেন। এই কারণেই তিনি যুক্তবঙ্গ চেয়েছিলেন।’’
১৯৪৭ এর ৯ মে গান্ধী কলকাতায় আসেন। ট্রেন থেকে নেমেই চলে গিয়েছিলেন সোদপুরের খাদি প্রতিষ্ঠানে। যেখানে তিনি আগেও একাধিকবার দীর্ঘ সময় কাটিয়েছেন। সেখানেই একের পর এক নেতা নিয়ে তিনি যুক্তবঙ্গ প্রস্তাব প্রসঙ্গে আলোচনা সেরেছিলেন।
সুগত বসু, গার্ডিনার প্রফেসর অফ হিস্টরি, হার্ভাড বিশ্ববিদ্যালয় বলেন, ‘‘ এটা একটা প্রচেষ্টা ছিল। যাতে আমাদের এই উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এপ্রিল মাসেই তারা মোহাম্মদ আলী জিন্নাহ-এর সমর্থন পান। তারপরে মহাত্মা গান্ধীর সঙ্গে বেশ কিছু কথাবার্তা হয় মে মাসে। প্রথমে গান্ধী এই প্রকল্পের সমর্থন করেন।’’
সোহরাওয়ার্দী, শরৎবসুর সঙ্গে প্রথম কয়েকদিনের বৈঠকে গান্ধী যে যুক্তবঙ্গ প্রস্তাবের পক্ষে অবস্থান নিচ্ছেন- সেই খবর পত্রিকায় আসতে শুরু করে। এরপরে গান্ধীর বিরুদ্ধে তৎপর হয়ে ওঠেন হিন্দু মহাসভার নেতা শ্যামা প্রসাদ মুখার্জী। সোদপুরে গিয়ে গান্ধীকে বোঝানোর চেষ্টা করেন তিনি।
শ্যামা প্রসাদ মুখার্জী গান্ধীকে বলেন, ‘‘যিনি এই যুক্তবঙ্গ প্রস্তাব এনেছেন তিনি বাংলার পাটশিল্পকে বাঁচাবার জন্য আগ্রহী। যখন যুক্তবঙ্গ তৈরি হয়ে যাবে, পরবর্তীতে তিনি তার প্রভাব খাটিয়ে পশ্চিমবাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করে দেবেন।’’
সুগত বসু, গবেষক বলেন, ‘‘ লর্ড মাউন্টব্যাটেন ২৮ মে ১৯৪৭ এ লন্ডনে দুইটি বক্তৃতা রেডি করলেন। ‘ব্রডকাস্ট এ’ এবং ‘ব্রডকাস্ট বি’ ব্রডকাস্ট এ-তে বলা হয়েছিল পাঞ্জাব এবং বাংলা দুই রাজ্য ভাগ হবে। কিন্তু ব্রডকাস্ট বি-তে বলা হলো, বাংলার হিন্দু এবং মুসলমান নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন, একটি কোয়ালিশন গঠন হবে। এবং বাংলা ভাগ হবে না। এই দুই ব্রডকাস্ট রেকর্ড করে উনি আবার ভারতবর্ষে ফিরে এলেন। কিন্তু ৩০ মে, কংগ্রেসের দুই নেতা জওহরলাল নেহেরু এবং বল্লভ ভাই প্যাটেল ব্রডকাস্ট বি-তে ঘোর আপত্তি জানালেন, একেবারে কেটে দিলেন আরকি।’’
কংগ্রেসের বেশিরভাগ নেতা যুক্তবাংলার ঘোর বিরোধিতা করেছিলেন। তারা ভেবেছিলেন, বাংলা আর পাঞ্জাবকে ভাগ করাই ভালো হবে। তারা বাংলা ভাগ করার দাবিতে হিন্দু মহাজোটের নেতাদেরও পাশে পেয়ে গিয়েছিলেন।
শুধু যে কংগ্রেসের হাই কমান্ড বাংলা ভাগ করার পক্ষে বেঁকে বসেছিলেন তা নয়। ১৯৪৬ এর দাঙ্গার পর থেকে সোহরাওয়ার্দীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলার হিন্দু সমাজের মধ্যেই। সোহরাওয়ার্দী যে যুক্তবাংলা চাচ্ছিলেন তাতে হিন্দু মহাজোটের সাঁই না থাকার কারণ ছিল সেটাও।
গবেষক আলিমুজ্জামান বলেন, ‘‘১৯৪৬-এর যে দাঙ্গা সেই দাঙ্গাতে মানুষ ভয় পেয়ে গিয়েছিল।’’
পূর্ব এবং পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা একসঙ্গে এবং পৃথকভাবে ভোট দিয়ে বাংলা বিভাজন চূড়ান্ত করেন ১৯৪৭ এর ২০ জুন। দুই বাংলার জন প্রতিনিধিরা যখন যৌথভাবে ভোট দেন, তাতে বিভাজনের বিরুদ্ধেই গিয়েছিল ফলাফল। তবে পশ্চিববঙ্গের জনপ্রতিনিধিরা আলাদাভাবে ভোট দেন বাংলা ভাগের পক্ষে। পূর্ব বাংলার জন প্রতিনিধিরা ভোট দিয়েছিলেন দুই বাংলা এক রাখার পক্ষে।
যেহেতু পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা দুই বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন তাই সেইদিনই শেষ হয়ে গিয়েছিল দুই বাংলা যুক্ত করার সব সম্ভাবনা।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব রডক স ট হয় ছ ল ভ গ কর
এছাড়াও পড়ুন:
বিলীন আরও ২০০ মিটার বাঁধ, হুমকির মুখে তিন গ্রাম
পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধ ধসের এক দিন পর শরীয়তপুরের জাজিরায় মঙ্গলবার ভাঙন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। পদ্মার প্রবল স্রোতে সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড-সংলগ্ন রক্ষা বাঁধের আরও ২০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেলে শুরু হওয়া ভাঙনের স্রোত এতটাই তীব্র ছিল যে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিলীন হয়ে গেছে অন্তত ৯টি বসতবাড়ি ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে রয়েছে মাঝিরঘাট বাজারসহ আশপাশের তিনটি গ্রাম। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত ২৫টি পরিবার। কেউ খোলা আকাশের নিচে, কেউ আবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। অনেকেই তাদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
ভাঙনের ভয়াবহতা বিবেচনায় নিয়ে পানি উন্নয়ন বোর্ড মঙ্গলবার সকাল থেকেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার (ডাম্পিং) কাজ শুরু করে। তবে প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে এই কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গত নভেম্বর ও চলতি বছরের জুনে ২ দফায় প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে যায়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা এবং দ্রুত পদক্ষেপ না নেওয়ায় ভাঙনের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাউবো, জাজিরা উপজেলা পরিষদ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত নভেম্বরে পদ্মা সেতু রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়। প্রায় চার মাস পর চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে অবস্থার অবনতি ঠেকাতে সোমবারই পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ। তিনি বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিও ব্যাগ ফেলা ও ব্লক বসানোর কাজ দ্রুত শুরু হবে।
আমরা দেখেছি, ভাঙনের অবস্থা অত্যন্ত ভয়াবহ। অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘প্রতি বছরই আমরা নদী ভাঙনের মুখে পড়ি। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ। চোখের সামনে মাত্র এক
ঘণ্টায় ১০টি ঘর নদীতে চলে গেল। আতঙ্কে দিন কাটছে আমাদের। সরকারের কোনো প্রতিনিধি নজর রাখে না। বর্ষার শুরুতে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছিল, কিন্তু সেগুলো কোনো কাজেই আসেনি। শুধু আশ্বাস আর আশ্বাস—বাস্তব ব্যবস্থা নেই। আমরা চাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, না হলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।’
ব্যবসা প্রতিষ্ঠান হারানো সুজন ফকির বলেন, ‘বাড়িতে দুপুরে খাবার খেতে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনি—পদ্মা সব ভেঙে নিয়ে যাচ্ছে। এসে দেখি
নদীর ভেতরে আমার দোকানটি পড়ে আছে। সর্বস্বান্ত হয়ে গেলাম। সর্বনাশা নদী প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার
সময়ও দিল না। এখন পরিবার নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না।’
বাড়ি হারানো খলিল মাদবর বলেন, ‘হঠাৎ করে পানিতে কিছু একটা ভেঙে পড়া শব্দ পাই। গিয়ে দেখি কয়েকটি দোকান ভেঙে নদীতে চলে গেছে।
এরপর ঘরের আসবাবপত্র সরিয়ে ফেলি। আধা ঘণ্টার মধ্যেই পদ্মা আমার বাড়ি কেড়ে নিল। নিঃস্ব হয়ে গেলাম। মাথা গোঁজার ঠাঁই রইলো না। গত বছর বাঁধ ভাঙার পর যদি দ্রুত মেরামত করা হতো, তাহলে হয়তো আজকের এই দুর্দিন দেখতে হতো না।’
স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন, সাময়িক সহায়তার পাশাপাশি জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ পুনর্নির্মাণ ও পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, প্রায় ১২-১৩ বছর আগে সেতু বিভাগ পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করেছিল। বর্তমানে জাজিরার নাওডোবা জিরো পয়েন্ট এলাকায় প্রায় ১০০ মিটার অংশ ভেঙে পড়েছে। আমরা পাউবো এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) যৌথভাবে সমীক্ষা চালিয়েছি। তাতে দেখা গেছে, প্রায় ১ কিলোমিটার এলাকায় নদীর গভীরতা বেড়েছে এবং তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে। ফলে পুরো বাঁধ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, সোম ও মঙ্গলবার দুই দিনে উজান ও ভাটি মিলিয়ে আনুমানিক ২০০ মিটার বাঁধ ভেঙে গেছে। ভাঙন ঠেকাতে
জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। বাঁধ মজবুতকরণের জন্য একটি ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আগামী বর্ষার আগে পুরোপুরি বাঁধ মেরামত সম্ভব নয়।
গত বছরের নভেম্বরে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা এলাকায় পদ্মা সেতু প্রকল্পের তীর রক্ষা বাঁধে প্রায় ১০০ মিটার ভাঙন দেখা দেয়। পদ্মা সেতুর ১ হাজার ৭০০ মিটার পূর্বদিকে মঙ্গল মাঝির ঘাট এলাকায় সেই ভাঙন শুরু হয়।
পাউবো সূত্র জানায়, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে পদ্মার ভাঙনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার প্রায় ৩০টি গ্রাম নদীতে বিলীন হয়। গৃহহীন হয়ে পড়ে প্রায় ২০ হাজার পরিবার। শুধু ২০১৮ সালেই ৫ হাজার ৫০০ পরিবার ঘরবাড়ি হারায়, হারিয়ে যায় নড়িয়ার পাঁচটি বাজার। হাসপাতাল ভবনও রেহাই পায়নি।