তৈলাক্ত বাঁশের অঙ্ক, ২ মিটার উঠলে ৩ মিটার নামে
Published: 23rd, May 2025 GMT
সেই অঙ্কগুলো এখন পাঠ্যসূচিতে আছে কিনা, জানা নেই। তৈলাক্ত বাঁশের অঙ্ক– বানরটি প্রথম মিনিটে তিন মিটার উঠিয়া, দ্বিতীয় মিনিটে ২ মিটার নামিয়া যায়। বাঁশটির উচ্চতা ৫০ মিটার হলে বানরটির বাঁশের আগায় চড়িতে কত সময় লাগিবে? ছেলেবেলার করা সেই জটিল অঙ্কের মতো অবস্থা এখন বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ের কাছে টেস্ট হারার পর আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে বিধ্বস্ত টি২০ সিরিজে। এই বাংলাদেশ দলের শীর্ষে পৌঁছতে কত সময় লাগিবে?
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম অবশ্য আশাবাদী। ‘আরব আমিরাতের কথাই যদি বলেন, তারা যে দুর্বল দল তা নয়। আমাদের জেতা উচিত ছিল। কিন্তু এটা একটা প্রক্রিয়া। অনেক সময় দুই পা সামনে এগোনোর সময় এক পা পেছাতে হয়। কিছু একটা হলেও আমাদের মনোযোগ ঠিক জায়গায় নিয়ে আসবে।’ দ্বিতীয় ম্যাচটি হারার পর অঙ্ক স্যারের মতোই মনে হচ্ছিল নাজমুল আবেদীন ফাহিমকে। আর তৃতীয় ম্যাচটি হারার পর অধিনায়ক লিটন দাস তো রীতিমতো দার্শনিক। ‘আমরা যখন এখানে এসেছি, সব সময় জিততেই চেয়েছি। তার পরও এটা (পরাজয়) জীবনেরই অংশ। ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হয়।’
যেভাবে নিজেদের মাঠে র্যাঙ্কিংয়ের ১৫ নম্বর দল ৯ নম্বরে থাকা দলটিকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে– তিন বিভাগেই নাস্তানাবুদ করেছে, তাতে কৃতিত্ব অবশ্যই প্রাপ্য আমিরাতের হয়ে খেলা মৌসুমি ক্রিকেটারদের। সেই সঙ্গে যে দলের খেলোয়াড়রা সারাবছর দেশি-বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরি করে বেরায় তাদের দুয়ো শোনাটাও অনাকাঙ্ক্ষিত নয়।
যে দল এ বছরে সব ফরম্যাট মিলিয়ে সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে, তাদের সমস্যাটা বোধ হয় শুধুই ‘জীবনের অংশ’ বলে এড়িয়ে যাওয়া যায় না। টেস্টে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির সামনে বাংলাদেশি ব্যাটারদের অস্বস্তি থেকে শুরু করে টি২০তে আমিরাতের স্পিনার হায়দার আলির কাছে অসহায়ত্ব।
সবকিছুতেই ক্রিকেটীয় মানের ব্যাপারটি সামনে চলে আসে। সেই সঙ্গে আমিরাতের ব্যাটারদের সামনে বাংলাদেশি বোলারদের সামর্থ্যের ঘাটতিও স্পষ্ট করে। তাই ক্রিকেটীয় মানে অন্যদের চেয়ে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। অন্যরা যে গতিতে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে যেন পাল্লা দিতে পারছে না বাংলাদেশ দল। আমিরাত সিরিজের কথাই যদি ধরা হয়, এখানে স্বাগতিকরা বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারকে গত কয়েক মাস ধরে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে গেছেন আমিরাতের ক্রিকেটাররা।
নিজেদের কন্ডিশনে সন্ধ্যার পর শিশির পড়ে, এই ব্যাপারটি মাথায় রেখে পানিতে বল ভিজিয়ে অনুশীলন করেছেন হায়দার আলিরা। সেখানে বাংলাদেশের প্রস্তুতি ছিল শুধুই পাকিস্তান সফর ঘিরে। সেখানে আমিরাত দলটিকে হয়তো ‘আমরাই তো জিতব’ ধরে গা-ছাড়া দিয়েছে। তাদের এই অতি আত্মবিশ্বাসের কারণেই আমিরাতের ওয়াসিম, জোহায়িব, শারাফুদের সেভাবে পর্যবেক্ষণ করেনি, যা সিরিজের তিনটি ম্যাচে বাংলাদেশি বোলারদের বোলিংয়েই প্রমাণিত।
এর বাইরে রয়েছে গা-ছাড়া ফিল্ডিং। টি২০ ক্রিকেটের আগ্রাসী মনোভাব থাকলেও প্রতিপক্ষ নিয়ে কৌশলী দেখা যায়নি লিটনদের। যে দায় কোচ ফিল সিমন্সও এড়াতে পারেন না। তবে প্রিয় দলে এই হাল দেখে সমর্থকরা যতটা ব্যথিত, ততটা বিব্রত বোধ হয় ড্রেসিংরুমের সদস্যরা নন। সেদিন সিরিজ হারার পর শারজাহর গ্যালারি থেকে এক প্রবাসী দর্শক দুয়ো দিচ্ছিলেন, যা মেনে নিতে না পেরে তাঁর দিকে তেড়ে আসাতে থাকেন শামীম হোসেন। পাশে থাকা তানজিম সাকিব অবশেষে তাঁকে নিবৃত করে ফিরিয়ে নিয়ে যান।
গতকাল দুবাইয়ে সারাটা দিন বিশ্রামেই থাকে বাংলাদেশ দল। দলের প্রত্যেকের মধ্যে ওই ‘বানর আর তৈলাক্ত বাঁশের’ মতো মানসিক অবস্থা। তারা বিশ্বাস করে আমিরাত সিরিজের খবর চাপা পড়ে যাবে পাকিস্তান সফরের শুরুতেই একটি ম্যাচ জিতলে। ক্ষণ গুনছেন তারা আগামী বুধবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে মাঠে নামার।
লিটন বলছেন, আমিরাত সিরিজের হার থেকে তাদের আরও শিখতে হবে। যে কথা তার আগেও বহু অধিনায়ক বলে গেছেন, যা কেবলই কথার কথাই থেকে গেছে। গত বছর এই সময়েই ডালাসে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে টি২০ সিরিজ হেরেছিল বাংলাদেশ দল। সহযোগী দেশের কাছে ধাক্কা খাওয়ার পর এমন ‘শিক্ষণীয়’ ব্যাপার খুঁজে পেয়েছিলেন তখনকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক পা এগিয়ে দুই পা পেছানোর সেই শিক্ষা এখনও চলমান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র ত র হ র র পর ল দ শ দল
এছাড়াও পড়ুন:
গুলির শব্দে থামল কুতিনিওর সাক্ষাৎকার
ফিলিপে কুতিনিওকে মনে আছে? সেই যে ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত লিভারপুলে আলো ছড়ানো ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। বার্সেলোনায় যোগ দেওয়ার সময় যাঁর জন্য কেঁদেছিলেন লিভারপুলের সমর্থকেরা। ৩২ বছর বয়সী কুতিনিও এবার আলোচনায় অন্য কারণে। ক্লাবের অনুশীলন মাঠে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো টিভি’কে সাক্ষাৎকার দিচ্ছিলেন কুতিনিও। এ সময় মাঠের পাশে মুহুর্মুহু গুলির শব্দে ভেস্তে যায় কুতিনিওর সাক্ষাৎকার।
আরও পড়ুনরিয়ালের হয়ে যে ইতিহাস গড়ে বিদায় নিচ্ছেন আনচেলত্তি২ ঘণ্টা আগেবার্সা ছেড়ে ২০২২ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর কাতারি ক্লাব আল দুহাইলে গত মৌসুম ধারে খেলেন কুতিনিও। গত বছর সেখান থেকে আবারও ধারে ব্রাজিলের ক্লাব ভাস্কো দ্য গামায় ফেরেন বার্সার হয়ে লা লিগা ও বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ী এ ফুটবলার। ভাস্কোর অনুশীলন মাঠ মোয়াকির বারবোসা ট্রেনিং গ্রাউন্ডে গ্লোবো টিভিকে সাক্ষাৎকার দিচ্ছিলেন কুতিনিও। কথা বলার মাঝপথে হঠাৎ করেই গুলির শব্দ ভেসে আসে। কুতিনিও একটু থেমে যান এরপর মুখে হাসি ফুটিয়ে মজাও করেন। তাঁর দুই ক্লাব সতীর্থ লিও জার্দিম ও নুনো মোরেইরাও তখন সাক্ষাৎকার দিচ্ছিলেন। তাঁরা গুলির শব্দে প্রথমে একটু হতচকিত হয়ে গেলেও নিজেদের সামলে নিয়ে হেসে ফেলেন।
গ্লোবো জানিয়েছে, ভাস্কোর এই অনুশীলন মাঠের পাশের অঞ্চলটির নাম সিদাদে দে দেউস। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে অপরাধপ্রবণতা বেড়েছে। গত সোমবার ব্রাজিলের সিভিল পুলিশের এলিট ফোর্সের কর্মকর্তা হোসে আন্তোনিও লৌরেন্তো সিদাদে দে দেউসে অভিযান চালাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এরপর সেখানে পুলিশি অভিযানে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম। ভাস্কোর স্টাফরা জানিয়েছেন, হেলিকপ্টার ও গুলির শব্দ সেখানে স্বাভাবিক ঘটনা। ২০২০ সালে এই অনুশীলন মাঠ চালু করে ভাস্কো, যেখানে নিরাপত্তাব্যবস্থাও বেশ ভালো।
আরও পড়ুনটেস্ট ছাড়ার ঘোষণা ম্যাথুসের, শেষ টেস্ট বাংলাদেশের বিপক্ষে৩ ঘণ্টা আগেকুতিনিও, গোলকিপার জার্দিম ও উইঙ্গার মোরেইরার এই সাক্ষাৎকার দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্তব্য করেছেন নেটিজেনরা। একজনের মন্তব্য, ‘সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো (গুলির শব্দ শুনে) কেউ একটু নড়াচড়াও করেনি। এমন স্বাভাবিক থাকাটা ভয়ের।’ আরেকজন লিখেছেন, ‘বুলেট ধেয়ে চলার মধ্যে রিওর বাসিন্দাদের এমন চুপচাপ থাকায় আমি মুগ্ধ।’
ভাস্কোয় ফেরার পর একাদশে নিয়মিত হয়েছেন কুতিনিও। ভালো খেললেও অবশ্য নিজের সেরা ফর্মে এখনো ফিরতে পারেননি। ক্লাবটির কোচ ফাবিও কারিল্লে কুতিনিওকে স্থায়ীভাবে ধরে রাখবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেননি। গত মার্চে কারিল্লে বলেছিলেন, ‘আমরা অপেক্ষা করব। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ঠিক আছে (ধরে রাখার মতো)। কিন্তু আর্থিক দিকেও তাকাতে হবে।’
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, কুতিনিওর ভিলায় না ফেরার সম্ভাবনাই বেশি। ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচে ৬ গোল করানোর পাশাপাশি ৩টি গোল করিয়েছেন কুতিনিও। তাঁর সেরা সময় কেটেছে লিভারপুলে, যেখানে ২০১ ম্যাচে ৫৪ গোলের পাশাপাশি ৪৪টি গোলও করিয়েছেন। তবে কিছু জিততে পারেননি। খেলেছিলেন ২০১৫–১৬ মৌসুমে লিগ কাপ ও ইউরোপা লিগের ফাইনালে।