কক্সবাজারের চকরিয়ায় দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, মালুমঘাট এলাকায় কাভার্ড ভ্যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি কাভার্ড ভ্যানই সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে থাকা তিনজন ও অপর কাভার্ড ভ্যানে থাকা দুজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মেহেদী হাসান। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়ার গাবতলীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মতি (৬০) বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মতির স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫), ভাই টিপু সুলতান (৪৫) ও আলমগীর হোসেন আলম (৪২) নামের এক ব্যক্তি।

আরো পড়ুন:

ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ‘‘গাবতলী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিল। চকবোচাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ