সীমান্তে মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে থার্মাল ক্যামেরা, প্রস্তাব খুদে বিজ্ঞানীদের
Published: 23rd, May 2025 GMT
কক্সবাজার-বান্দরবানের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটারের সীমান্ত রয়েছে। প্রযুক্তিগত নিরাপত্তা না থাকায় দেশটি থেকে মাদক, অস্ত্র ও চোরাই পণ্যের চালান ঢুকছে বাংলাদেশে। রোহিঙ্গা অনুপ্রবেশও ঘটছে অহরহ। এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে একদল শিক্ষার্থী। থার্মাল ক্যামেরার (তাপ সংবেদনশীল) সাহায্যে তারা স্মার্ট বর্ডার সিকিউরিটি সিস্টেমের প্রস্তাব করেছে।
খুদে এই বিজ্ঞানীরা কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাদের মতো জেলার ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প ঝুঁকি, পানি ও বিদ্যুৎ–সংকট নিরসনে প্রযুক্তিনির্ভর ৪৫টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন দেখে মুগ্ধ দর্শকেরা।
শহরের বায়তুশ শরফ জব্বাবিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গণে গত বুধবার সকালে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শাহ ফাহিম আহমদ ফয়সাল ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। টেকনাফ, উখিয়া, পেকুয়া, চকরিয়া, কক্সবাজার শহরসহ জেলার ৪৫টি স্কুল-কলেজ মেলাতে অংশ নেয়। মেলায় উপস্থাপন করা সব কটি প্রকল্প ছিল কক্সবাজারকেন্দ্রিক। আজ শুক্রবার দুপুরে এই মেলা শেষ হবে।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পাঁচজন শিক্ষার্থী উপস্থাপন করছে ‘ভূগর্ভস্থ পানির সংকট ও পরিবেশ দূষণ প্রতিরোধ প্রকল্প’। দলের নেতা রনভির দেবনাথ প্রথম আলোকে বলে, আগে কক্সবাজার শহরে ২০-৩০ ফুট নিচে নলকূপে সুপেয় পানি পাওয়া যেত, এখন ২০০-৩০০ ফুট নিচেও পাওয়া যাচ্ছে না। সমস্যা সমাধানে ভূগর্ভস্থ পানির বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার উপায় বাতলে দিচ্ছে এই দলের খুদে বিজ্ঞানীরা।
সৌর ও জলশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে বায়োগ্যাস-জৈবসার উৎপাদন করে মানুষজনের সংকট নিরসনের প্রকল্প উপস্থাপন করেছে উখিয়া বহুমুখী সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির চারজন শিক্ষার্থী। দলনেতা ফয়েজ মিয়া প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কক্সবাজার মারাত্মক ঝুঁকিতে পড়েছে। প্রতিবছর সৈকত ভ্রমণে আসেন ৫০-৬০ লাখ পর্যটক। বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে। প্রতিদিন ৮০ মেট্রিক টনের বেশি বর্জ্য উৎপাদন হলেও এসব ফেলার ডাম্পার নেই। অধিকাংশ বর্জ্য সাগরে পানিতে মিশে পরিবেশের ক্ষতি করছে।
কক্সবাজার ডিসি কলেজের চার ছাত্রী নিয়ে আসে ‘স্বয়ংক্রিয় ও নিরাপদ যানবাহন প্রকল্প’। এ প্রকল্পের মাধ্যমে চালকবিহীন যানবাহন চালানো যায়। দুর্ঘটনা এড়ানো সম্ভব। অপেক্ষাকৃত কম খরচ ও জ্বালানিসাশ্রয়ী।
গতকাল দুপুরে মেলা প্রাঙ্গণে কথা হয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষক এম এম সিরাজুল ইসলামের সঙ্গে। এর আগে তিনি প্রকল্পগুলো দেখে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, জেলার ৯টি উপজেলায় তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার্থী আছে মাত্র ১ হাজার ৩০০ জনের মতো। ল্যাব-শিক্ষক সংকটের কারণে জেলায় বিজ্ঞান শিক্ষার্থী দিন দিন কমে যাচ্ছে। জেলার অর্ধেকের বেশি প্রায় ৭০০ বিজ্ঞান শিক্ষার্থী পড়ছে তাঁর এই প্রতিষ্ঠানে। এই বিজ্ঞান মেলা বিজ্ঞান শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা জরুরি। মেধার বিকাশ ঘটাতে বিজ্ঞানের বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন সৃষ্টির লক্ষ্যে সরকারের এই প্রযুক্তি ও বিজ্ঞান মেলা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রকল প
এছাড়াও পড়ুন:
হার্ভার্ডে বিদেশী শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশে আদালতের স্থগিতাদেশ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত। শুক্রবার বোস্টনের আদালত এ সংক্রান্ত আদেশ দিয়েছে।
আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে। একই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে। হার্ভার্ডের ওপর ইহুদিবিদ্বেষের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। সবশেষ গত সোমবার ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় (এইচএইচএস)।
বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় সময় শুক্রবার সকালে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ড মামলায় বলেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা মার্কিন সংবিধান এবং অন্যান্য ফেডারেল আইনের ‘স্পষ্ট লঙ্ঘন।’ প্রশাসনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় এবং সাত হাজারেরও বেশি ভিসাধারীর উপর ‘তাৎক্ষণিক এবং বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।
হার্ভার্ড মামলায় যুক্তি দিয়ে বলেছে, “কলমের আঘাতে সরকার হার্ভার্ডের ছাত্র সংগঠনের এক চতুর্থাংশ আন্তর্জাতিক ছাত্র যারা বিশ্ববিদ্যালয় এবং এর মিশনে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের মুছে ফেলার চেষ্টা করেছে।”
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত মার্কিন জেলা বিচারক অ্যালিসন বুরোস মামলার পরিপ্রেক্ষেতে ট্রাম্প প্রশাসনের নীতিটি স্থগিত করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।
ঢাকা/শাহেদ