প্রতি বছর বর্ষা এলেই রাজধানী ঢাকা জলাবদ্ধতার কবলে পড়ে। তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। মাঝারি মাত্রার বৃষ্টিতেও তলিয়ে যায় অনেক এলাকা। বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এই সংকট কেবল সাময়িক দুর্ভোগ নয়, বরং একটি দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল।
জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ। নতুন নতুন ভবন নির্মাণের সময় জলাধার বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই রাখা হয় না। শহরের খাল, ডোবা ও জলাশয়গুলো দখল হয়ে গেছে গড়ে উঠেছে স্থাপনা। নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট, অপরিষ্কার কিংবা ভরাট হয়ে আছে ময়লা আর আবর্জনায়।
প্লাস্টিক, পলিথিন, খাবারের প্যাকেটসহ নানা বর্জ্য যত্রতত্র ফেলার কারণে পানি চলাচলের পথ আটকে যায়। এতে করে বৃষ্টির পানি আর স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে না, যা ঢাকাকে অচল করে ফেলে।
এই দুরবস্থা দিনের পর দিন চলতে থাকলেও তা রোধে নেই দৃশ্যমান উদ্যোগ। এই সমস্যার টেকসই সমাধানের জন্য একটি স্বতন্ত্র ও দক্ষ ড্রেনেজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে। এই কর্তৃপক্ষ নিয়মিত পর্যবেক্ষণ, পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এর পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা কিংবা যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। পানি নিষ্কাশনের পথ যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বাড়াতে হবে।
নবাব শাহজাদা
এইচএসসি ২৫, ঢাকা কলেজ, ঢাকা
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
এমবাপ্পে–পিএসজি মুখোমুখি: একের ভেতর অনেক লড়াই
২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ৭ বছর পিএসজিতে ছিলেন এমবাপ্পে। এ সময়ে পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের অনেক চেষ্টা করেছেন এই ফরাসি তারকা। পিএসজিও চেয়েছিল এমবাপ্পের হাত ধরে ইউরোপসেরা হতে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি কোনো পক্ষেরই। উল্টো এমবাপ্পে পিএসজি ছাড়ার ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় প্যারিসের ক্লাবটি।
আরও পড়ুনএমবাপ্পে চান, পিএসজি তাঁর আগে চ্যাম্পিয়নস লিগ না জিতুক০৯ ডিসেম্বর ২০২৪এমবাপ্পের পিএসজি ছাড়া অবশ্য খুব একটা সহজ ছিল না। কয়েক বছর ধরেই দলবদলে এমবাপ্পে চেয়েছিলেন পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে। একাধিকবার নাটকীয়ভাবে এমবাপ্পের রিয়ালে যাওয়া পিএসজি ঠেকিয়ে দিলেও শেষ পর্যন্ত আর পারেনি।
এমবাপ্পে যখন পিএসজিতে ছিলেন