বন্দরে ১০০০ টাকায় বিক্রি হয়েছে দু’টি ডাব। শুক্রবার (২৩ মে) বন্দর থানা জামে মসজিদে জুমার নামাজের পর সরাসরি ডাকের মাধ্যমে ডাব দু’টি বিক্রি করা হয়। মসজিদে নামাজ আদায় করতে আসা এক মুসুল্লী ওপেন ডাকে অংশ নিয়ে ডাব দু’টি কিনে নেন।

মুসুল্লীরা জানান, বন্দর থানা কমপ্লেক্সে জামে মসজিদ সংলগ্ন গাছ থেকে শুক্রবার দু’টি ডাব পাড়া হয়। এরপর জুমার নামাজ শেষে মুসুল্লীদের উপস্থিতিতে ওপেন ডাক অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম ও খতিব ডাকের ব্যবস্থা করেন। আমিত হাসান নামে জনৈক মুসুল্লী ১০০০ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাব দুটি কিনে নেন।

আমিত হাসান জানান, বাজারে ডাব দু’টির সর্বোচ্চ মূল্য ৩শ’ টাকা। কিন্তু তিনি মসজিদে সহযোগিতার জন্য ডাব দু’টি এক হাজার টাকায় কিনেন। এতে তিনি সওয়াবও পেতে পারেন বলে জানান। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, যতটুকু জানতে পেরেছি ডাব দু’টি বিক্রি করে মসজিদের ফান্ডে টাকা জমা করা হয়েছে । মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে এ টাকা। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: মসজ দ ন র য়ণগঞ জ মসজ দ র

এছাড়াও পড়ুন:

এমবাপ্পে–পিএসজি মুখোমুখি: একের ভেতর অনেক লড়াই

২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ৭ বছর পিএসজিতে ছিলেন এমবাপ্পে। এ সময়ে পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের অনেক চেষ্টা করেছেন এই ফরাসি তারকা। পিএসজিও চেয়েছিল এমবাপ্পের হাত ধরে ইউরোপসেরা হতে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি কোনো পক্ষেরই। উল্টো এমবাপ্পে পিএসজি ছাড়ার ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় প্যারিসের ক্লাবটি।

আরও পড়ুনএমবাপ্পে চান, পিএসজি তাঁর আগে চ্যাম্পিয়নস লিগ না জিতুক০৯ ডিসেম্বর ২০২৪

এমবাপ্পের পিএসজি ছাড়া অবশ্য খুব একটা সহজ ছিল না। কয়েক বছর ধরেই দলবদলে এমবাপ্পে চেয়েছিলেন পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে। একাধিকবার নাটকীয়ভাবে এমবাপ্পের রিয়ালে যাওয়া পিএসজি ঠেকিয়ে দিলেও শেষ পর্যন্ত আর পারেনি।

এমবাপ্পে যখন পিএসজিতে ছিলেন

সম্পর্কিত নিবন্ধ