পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও সাকিব-রিশাদ-মিরাজদের দল লাহোর কালান্দার্স। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের দাপটে বড় সংগ্রহ পেয়েছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে তারা ২০ ওভারে তুলেছে ২০২ রান, ৮ উইকেট হারিয়ে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারেই ফখর জামান ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মোহাম্মদ নাঈম। ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় তুলে নেন ঝড়ো অর্ধশতক। তার সঙ্গী আব্দুল্লাহ শফিক করেন ২৪ বলে ২৫ রান। দ্রুত রান তোলেন ভানুকা রাজাপক্ষে (১৩ বলে ২২) ও কুশল পেরেরা।

পেরেরা ছিলেন ইনিংসের মূল স্তম্ভ। ৩৫ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে আউট হন এই লঙ্কান ব্যাটার। তবে ব্যাট হাতে হতাশ করেছেন সাকিব আল হাসান। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র দুই বল খেলেই শূন্য রানে ফিরেন। টাইমাল মিলসকে উড়িয়ে মারতে চাইলেও বল ছিল মাঠের মধ্যে, ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শেষ দিকে রিশাদ হোসেন প্রথম বলে চার হাঁকালেও ইনিংসের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে হন রানআউট। ২ বলে করেন ৫ রান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল স ক ব আল হ স ন

এছাড়াও পড়ুন:

তিন নির্বাচনের পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষকদের অনুমতি নয়: সিইসি

বিগত তিনটি নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, সেসব পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের আর অনুমোদন দেওয়া হবে না। যেসব পর্যবেক্ষক নির্বাচন খুব সুন্দর হয়েছে সনদ দিয়েছে; গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কী নেওয়া উচিত? যারা অভিজ্ঞ, নির্ভরশীল ও বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছে তাদের নেব। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য জিজ্ঞেস করেছি। নীতিমালাও প্রায় চূড়ান্ত করে ফেলেছি। ইইউকে বলা হয়েছে, আগেই যেন জানিয়ে রাখা হয়। তাদের ২৮টি দেশের অবজারভারকে সমন্বয় করে পাঠাতে হবে, এ জন্য আগেভাগে স্বাগত জানিয়েছি।

আগামী নির্বাচনে ভোটের প্রচারে এআইর অপব্যবহার রোধ করার কথা জানিয়ে নাসির উদ্দিন বলেন, এআইর অপব্যবহার আমাদের জন্যও হুমকির। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। কারণ কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবিলা করতে হয়েছে। অভিজ্ঞতা থেকে আমরা কানাডার পরামর্শ চেয়েছি। এ বিষয়ে আমরাও বেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আত্মবিশ্বাসী।

কানাডার হাইকমিশনারের বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, তারা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আমরা বিস্তারিত জানিয়েছি। বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক কার্যক্রম, ভোটগ্রহণ কর্মকর্তা, পর্যবেক্ষক ও এজেন্টদের প্রশিক্ষণসহ সার্বিক কাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে।

নির্বাচনের সম্ভাব্য সময় সীমা বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, তিনি জানতে চেয়েছেন ভোটের নির্দিষ্ট তারিখ হয়েছে কি না, আমি বলেছি না। সময়সীমা নিয়ে কোনও আলাপ হয়নি। 

কানাডা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় উল্লেখ করে তিনি  বলেন, তারা আমাদের ভোটার নিবন্ধনে নারীদের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেছেন। পার্বত্য এলাকায় ভোটার সচেতনতামূলক কাজের বিষয়ে জানতে চেয়েছেন। 

সম্পর্কিত নিবন্ধ