সাকিবের ডাক, কোয়ালিফায়ারে বড় পুঁজি লাহোরের
Published: 23rd, May 2025 GMT
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও সাকিব-রিশাদ-মিরাজদের দল লাহোর কালান্দার্স। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের দাপটে বড় সংগ্রহ পেয়েছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে তারা ২০ ওভারে তুলেছে ২০২ রান, ৮ উইকেট হারিয়ে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারেই ফখর জামান ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মোহাম্মদ নাঈম। ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় তুলে নেন ঝড়ো অর্ধশতক। তার সঙ্গী আব্দুল্লাহ শফিক করেন ২৪ বলে ২৫ রান। দ্রুত রান তোলেন ভানুকা রাজাপক্ষে (১৩ বলে ২২) ও কুশল পেরেরা।
পেরেরা ছিলেন ইনিংসের মূল স্তম্ভ। ৩৫ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে আউট হন এই লঙ্কান ব্যাটার। তবে ব্যাট হাতে হতাশ করেছেন সাকিব আল হাসান। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র দুই বল খেলেই শূন্য রানে ফিরেন। টাইমাল মিলসকে উড়িয়ে মারতে চাইলেও বল ছিল মাঠের মধ্যে, ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শেষ দিকে রিশাদ হোসেন প্রথম বলে চার হাঁকালেও ইনিংসের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে হন রানআউট। ২ বলে করেন ৫ রান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসএল স ক ব আল হ স ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫