বকশীগঞ্জের মুন্দিপাড়া সেতুর সংযোগ সড়ক মেরামত করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী ধসে যাওয়া সড়ক মেরামত করতে মাটির বস্তা ফেলা হয়েছে। রাতের মধ্যেই সেতুটি পুরোপুরি চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।

গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়েছে দশানী, জিঞ্জিরাম নদী ও ব্রহ্মপুত্র নদের পানি। পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভাঙন। প্রতিদিন ভাঙছে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি। ইতোমধ্যে মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। মেরুরচরের মুন্দিপাড়া সেতুটির সংযোগ সড়ক ধসে বিশাল গর্ত তৈরি হয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঝুকিঁপূর্ণ হয়ে পড়ে সেতুটিও।

এ ঘটনায় শুক্রবার সমকালে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। শুক্রবার ধসে যাওয়া সেতুর অংশে মাটি ভরাটের কাজ শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। দিনভর চলে মেরামতের কাজ।

মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই তীব্র ভাঙন দেখা দিয়েছে। সেতুটির সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেন ইউএনও। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে শুক্রবার দিনব্যাপী মাটি ফেলে গর্তটি ভরাট করা হয়েছে। কাজ এখনও চলমান। তাঁর আশা রাতের মধ্যে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, মুন্দিপাড়া সেতুটির সংযোগ সড়ক ধসে যাওয়ার খবর পেয়েই মেরামতের উদ্যোগ নেওয়া হয়। জনভোগান্তি কমাতে স্থানীয় চেয়ারম্যান ধসে যাওয়া অংশে মাটি ভরাটের কাজ করছেন। ইতোমধ্যে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে মধ্যরাত থেকেই সেতুর ওপর দিয়ে পুরোদমে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স য গ সড়ক শ ক রব র ম র মত

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ