যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩ জনকে গ্রেপ্তার করলো উত্তর কোরিয়া
Published: 25th, May 2025 GMT
উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনার দায়ে তিন শিপইয়ার্ড কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। দেশটির সংবাদমাধ্যম আজ রবিবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজটি গত বৃহস্পতিবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় সেটির তলদেশের কিছু অংশ ভেঙে পড়ে, যার ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন।
কিম এই ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে বর্ণনা করেন, যার তদন্ত চলছে।
আরো পড়ুন:
যুদ্ধজাহাজ দুর্ঘটনা উত্তর কোরিয়ার ‘মর্যাদা ও গর্ব’ নষ্ট করেছে: কিম
ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, আটককৃতদের মধ্যে উত্তর চংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী রয়েছেন। ওই শিপইয়ার্ডে যুদ্ধজাহাজটি নির্মাণ করা হয়েছিল। সেই সঙ্গে নির্মাণ প্রধান এবং একজন প্রশাসনিক ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন ‘দুর্ঘটনার জন্য দায়ী’।
এর আগে গত শুক্রবার কেসিএনএ জানায়, শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তলব করেছে।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, যুদ্ধজাহাজটি নীল টারপলিন দিয়ে ঢাকা অবস্থায় পড়ে আছে, জাহাজের একটি অংশ স্থলে রয়েছে।
কিম বৃহস্পতিবার বলেছিলেন, “দুর্ঘটনাটি ‘সম্পূর্ণ অসাবধানতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক অভিজ্ঞতাবাদ’ এর কারণে সৃষ্ট।”
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা আরো বলেছিলেন, “এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা এবং গর্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”
তিনি আরো যোগ করেন, যারা ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ করেছেন তাদের আগামী মাসে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।
বিবিসির প্রতিবেদন বলছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কী শাস্তি হতে পারে তা স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার মানবাধিকারের রেকর্ড খুবই খারাপ।
সামরিক দুর্ঘটনার তথ্য উত্তর কোরিয়া সাধারণত প্রকাশ করে না, যদিও তারা অতীতে কয়েকবার এটি করেছে।
বৃহস্পতিবারের ঘটনাটি উত্তর কোরিয়া দেশের পশ্চিম উপকূলে একটি নতুন পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ উন্মোচনের কয়েক সপ্তাহ পরে ঘটলো। দেশটির কর্মকর্তারা সেসময় জানিয়েছিলেন যে, এ ধরনের যুদ্ধজাহাজ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে সজ্জিত।
কিম এই যুদ্ধজাহাজকে দেশের নৌবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে একটি ‘অগ্রগতি’ বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে, এটি আগামী বছরের শুরুতে মোতায়েন করা হবে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন জ হ জট
এছাড়াও পড়ুন:
লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
টেস্ট সিরিজে এখনো কেউ এগিয়ে নেই। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। এই অবস্থায় লর্ডসে শুরু হলো সিরিজ নির্ধারক তৃতীয় টেস্ট। আর সেই ম্যাচে টস ভাগ্য সহায় হলো ইংল্যান্ডের।
বেন স্টোকস বার্মিংহামের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়াটা যে ভুল ছিল, তা ম্যাচ শেষে বুঝে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। তাই লর্ডসে আর সে ভুল করলেন না। টস জিতে এবার ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ইংল্যান্ড দলে জশ টংয়ের পরিবর্তে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ফিরেছেন জসপ্রিত বুমরাহ। যার প্রত্যাবর্তন বাড়িয়ে দিয়েছে ভারতীয় পেস আক্রমণের ধার।
আরো পড়ুন:
বৃষ্টি ভাঙবে নাকি ভারতের জয়ের স্বপ্ন?
৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও
এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। বেন ডাকেট ২৩ ও জ্যাক ক্রাউলি ১৮ রান করে আউট হয়েছেন। দুটি উইকেটই নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। জো রুট ৩৭ ও অলি পোপ ২৪ রানে ব্যাট করছেন।
সিরিজের বর্তমান চিত্র:
প্রথম টেস্ট (লিডস): ইংল্যান্ডের জয়।
দ্বিতীয় টেস্ট (বার্মিংহাম): ঐতিহাসিক প্রত্যাবর্তন ভারতের ৩৩৬ রানের রেকর্ড জয়।
তৃতীয় টেস্ট: আজ শুরু লর্ডসে, সিরিজে লিড নিতে মরিয়া দুই দলই।
বিশেষ করে বার্মিংহামের ম্যাচে ভারতীয় ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডকে ভাসিয়ে দেন শুভমান গিল। যার ব্যাট থেকে আসে দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রানের দুর্ধর্ষ ইনিংস। সঙ্গে ছিলেন আকাশ দীপ ও মহম্মদ সিরাজ, যারা বল হাতে জ্বলে ওঠেন।
ভারতের একাদশ:
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডিন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।
ঢাকা/আমিনুল