জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৬৫৩ কোটি ১৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, সাবেক এই এমপির বর্তমান ব্যাংক হিসাবে য়েছে ১ কোটি ২৬ লাখ টাকার সম্পদ। আর তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ২২ লাখ টাকার সম্পদ।

ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  আবু সাঈদ ও তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে দু'টি মামলা করেছে দুদক। রোববার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দু'টি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাবেক এই এমপির নিজের ও যৌথ প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩২৬ কোটি ৪৪ লাখ টাকা উত্তোলনসহ মোট ৬৫৩ কোটি ১৬ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। অপরাধলব্ধ ওই অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারা তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক জানায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের স্ত্রী মেহবুবা আলমের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২২ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এই সম্পদ তিনি ভোগ-দখলে রেখেছেন। তিনি একজন গৃহিনী, সুতরাং ওই টাকার সম্পদ অর্জনে তার কোনো ব্যবসা বা আয় সৃষ্টিমূলক খাত পাওয়া যায়নি অনুসন্ধানে। তার স্বামী অপরাধলব্ধ অর্থ স্ত্রীর নামে রেখেছেন। এই কারণে স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় সাবেক এমপি আবু সাঈদকেও আসামি করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল নদ ন

এছাড়াও পড়ুন:

সিঙ্গাপুরের কাছে হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৯ মাস পর ফের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখল বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত তালিকায় এক ধাপ পিছিয়ে এখন ১৮৪ নম্বরে অবস্থান করছে হ্যাভিয়ের কাবরেরার দল।

গত অক্টোবরের পর থেকে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান স্থির বা উন্নতির দিকেই ছিল। বিশেষ করে মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে দুই ধাপ এগিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে জুনের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হলো এবার।

জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতিমূলক ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানো সাফল্যেও র‍্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব ফেলেনি।

বাংলাদেশের মতো একই গ্রুপের দল ভারতও দেখেছে অবনতি। তারা ছয় ধাপ পিছিয়ে ১২৭ থেকে এখন রয়েছে ১৩৩ নম্বরে। বিপরীতে, ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় এনে হংকং এগিয়েছে ৬ ধাপ, এখন তারা ১৪৭ নম্বরে। আর সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে ১৫৯তম অবস্থানে।

বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি কঠিন চ্যালেঞ্জ। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচেও একই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে তাদের।

যথারীতি ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।

সম্পর্কিত নিবন্ধ